'বিপদ' আঁচ করে দ্বিতীয়ায় সক্রিয়তা, ডিজনিল্যান্ডের যানজট ভ্যানিশ পুলিশের https://ift.tt/Psr2dy4 - MAS News bengali

'বিপদ' আঁচ করে দ্বিতীয়ায় সক্রিয়তা, ডিজনিল্যান্ডের যানজট ভ্যানিশ পুলিশের https://ift.tt/Psr2dy4

'বাচ্চারা বায়না করছে কী করব?' শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের গেটের কাছে দাঁড়িয়ে বললেন এক দর্শনার্থী। আরেকজনের কথায়, 'ডিজনিল্যান্ড নিজের চোখে কোনওদিন দেখতে পাব কিনা সন্দেহ। তাই এখানেই তার স্বাদ মিটিয়ে নিই।' সোমবার রাতেও সমান উন্মাদনা শ্রীভূমি স্পোটিং ক্লাবের পুজো নিয়ে। তবে রবিবারে ‘ক্লিন বোল্ড’ হওয়ার পর সোমবার যানজট নিয়ন্ত্রণে রাখতে অনেকটাই সফল হল বিধাননগর পুলিশ।বাড়তি উন্মাদনা রোনাল্ডিনহোসোমবার সন্ধ্যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় বাড়তি উন্মাদনা ছিল ব্রাজিল ফুটবল তারকা রোনাল্ডিনহোকে নিয়ে। অনেকেই 'রথ দেখা কলা বেচার আশায়' এদিন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে হাজির হন। বিকেলের পর থেকেই পুজো মণ্ডপের ভিড় বাড়তে থাকে। মহালয়া, রবিবারের পর সোমবারেও কলকাতার বাকি পুজোগুলোকে কয়েক গোল দিয়ে দিতে পারল শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।ডিজনিল্যান্ড দেখার উৎসাহযদিও, সন্ধ্যার পর থেকেই এদিন ক্যানাল স্ট্রিটের রাস্তায় যান চলাচল স্লো হয়ে যায়। বাগুইআটি, কৈখালি, ১ নম্বর, ২ নম্বর এয়ারপোর্ট এলাকার বাসিন্দারা অনেক ক্ষেত্রে ভেতরের রাস্তা ব্যাবহার করছেন। রবিবারের চাপের পর থেকে বাড়তি নজরদারি ছিল বিধাননগর পুলিশের। রবিবার । এদিন শুরু থেকেই যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়। কলকাতা বিমানবন্দর যেতে হলে চিংড়িঘাটা উড়ালপুল হয়ে নিউ টাউন হয়ে যাওয়ার ব্যাপারে অনুরোধ জানানো হয়। বিধাননগর পুলিশ কমিশনারেট দাবি করেছে, গাড়ি চলাচল স্বাভাবিক রাখার আপ্রাণ চেষ্টা হচ্ছে।কী জানাল পুলিশ?মহালয়া ও রবিবারে যে পরিমাণ ভিড় হয়েছিল তা আগে থেকে অনুমান করা যায়নি বলেই প্রশাসনের তরফে জানানো হয়েছে। ফলে কিছুটা হলেও বেগ পেতে হয়েছে ওই ভিড় সামাল দিতে, তবে পরবর্তীতে ভিড় অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলেও জানানো হয় ডিসি ট্রাফিক বিধাননগর ইন্দিরা মুখোপাধ্যায়ের তরফ থেকে। দর্শনার্থীদের সুবিধার্থে পুলিশি নিরাপত্তার পাশাপাশি পথনির্দেশিকা ও পালন করা হচ্ছে, যাতে কোনওরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে আর তার জন্যই মোতায়েন করা হয়েছে প্রয়োজন মত পুলিশ বাহিনী।মুখ্যমন্ত্রীর সতর্কবার্তাশ্রীভূমির পুজো নিয়ে আগেই সতর্কবার্তা দিয়েছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীভূমির পুজোর জন্য় 'যান চলাচল ব্লক হলে আমি তোমায় ব্লক করব।' রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এরপরেও পুজো শুরুর চারদিন আগে থেকে এহেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। সপ্তমী থেকে নবমীর মধ্যে ভিড়ের মাত্রা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। যদিও, কলকাতায় ডিজনিল্যান্ড দেখার সুযোগ কেউ ছাড়ছেন না। পাশাপাশি, গত তিনদিন ধরে একাধিক তারকার আগমনের কারণেও বাড়তি ভিড় লক্ষ্য করা গিয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ডিজনিল্যান্ড গোটা পৃথিবীর কাছেই আকর্ষণীয় বিনোদন পার্ক। তার অনুরূপেই মণ্ডপ সাজানো হয়েছে শ্রীভূমিতে। প্রতি বছরই বাড়তি আকর্ষণ থাকে এই পুজোকে ঘিরে। এবারে তার অন্যথা হল না।পুজো আসতে আর চার দিন, দুর্গাপুজোর সমস্ত খবর-ছবি-ভিডিয়োর জন্য


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/xHRKdao
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads