অস্ট্রেলিয়াকে হারিয়ে কোথায় দাঁড়িয়ে ভারত? দেখে নিন বিশ্বকাপের পয়েন্ট টেবিল https://ift.tt/seO2GuT - MAS News bengali

অস্ট্রেলিয়াকে হারিয়ে কোথায় দাঁড়িয়ে ভারত? দেখে নিন বিশ্বকাপের পয়েন্ট টেবিল https://ift.tt/seO2GuT

৫ অক্টোবর থেকে ক্রিকেট বিশ্বকাপ শুরু হয়েছে। প্রতিটা দল একটা করে তাদের ম্যাচ খেলে ফেলেছে। ১০টা দল খেলেছে প্রথম ম্যাচ। ফলে খেলা হয়েছে মোট পাঁচটা ম্যাচ। প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ইংল্য়ান্ড ও নিউ জিল্যান্ড। গতবার বিশ্বকাপ ফাইনালে হারের বদলা এই ম্য়াচ থেকে নিয়েছে নিউ জিল্যান্ড। আর শেষ ম্যাচে ভারত হারাল অস্ট্রেলিয়াকে। গ্রুপস্তরের ম্যাচে প্রতিটা দল একে অফরের বিরুদ্ধে খেলবে।এবার বিশ্বকাপে গ্রুপস্তরে মোট ৪৫টা ম্যাচ খেলা হবে। প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সবার ম্য়াচ খেলা হলে পয়েন্টের দিক থেকে শীর্ষ স্থানে থাকা চারটে দল যাবে সেমিফাইনালে। ১৫ ও ১৬ নভেম্বর হবে সেমিফাইনাল ম্য়াচ। এরপর সেখান থেকে জয়ী দল খেলবে ১৯ তারিখ ফাইনাল। যেহেতু গ্রুপে প্রথম চারের মধ্য়ে থাকতে হবে তাই ম্যাচ জেতার পাশাপাশি গুরুত্বপূর্ণ হচ্ছে নেট রান রেট বজায় রাখা। কারণ দুই দলের পয়েন্ট এক হলে দেখা হবে নেট রান রেট। দেখে নিন সব দলের একটি করে ম্যাচের পর পয়েন্ট তালিকার ছবিটা কীশীর্ষে রয়েছে নিউ জিল্যান্ড। এরপর রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এদের মধ্য়ে নিউ জিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, ভারতের পয়েন্ট ২ করে। এই পাঁচটা দল ম্যাচ জিতেছে। তবে নেট রান রেটের জন্য নিউ জিল্যান্ড শীর্ষে আর ভারত পঞ্চম স্থানে। নেট রান রেটের উপর নির্ভর করবে পরের রাউন্ডে যাওয়া। দেখে নিন এখনও পর্যন্ত হওয়া পাঁচটা ম্য়াচের ফল কী
  • প্রথম ম্য়াচ- ইংল্য়ান্ডকে হারিয়ে ৯ উইকেটে জয়ী নিউ জিল্যান্ড
  • দ্বিতীয় ম্যাচ- নেদারল্যান্ডকে হারিয়ে ৮১ রানে জয়ী পাকিস্তান
  • তৃতীয় ম্যাচ- বাংলাদেশ জিতেছে ৬ উইকেটে, প্রতিপক্ষ আফগানিস্তান
  • চতুর্থ ম্য়াচ- শ্রীলঙ্কাকে ১০২ রানের বড় ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা
  • পঞ্চম ম্য়াচ- অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়েছে ভারত
৯ তারিখ থেকে শুরু হবে আসল লড়াই। এতদিন সব দল একে অপরকে দেখে নিয়েছে। শক্তি দুর্বলতা দেখা হয়ে গিয়েছে। এবার সেই অনুযায়ী পরিকল্পনা করে খেলতে নামবে প্রতিটা দল। ফলে চ্যালেঞ্জিং হবে বলে আশা করা যাচ্ছে। কোন স্টেডিয়ামে পিচ কেমন হবে সেটাও দেখা গিয়েছে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/KtguCFs
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads