শতবর্ষে হাওড়ার বসু মল্লিক পরিবারের পুজো, স্পেশাল কী কী থাকছে? https://ift.tt/y276Ywc - MAS News bengali

শতবর্ষে হাওড়ার বসু মল্লিক পরিবারের পুজো, স্পেশাল কী কী থাকছে? https://ift.tt/y276Ywc

হাওড়া জেলায় যে কয়েকটি বনেদি বাড়ির পুজোকে কেন্দ্র করে সেই পরিবারের পাশিপাশি এলাকার মানুষ আনন্দে মেতে ওঠেন, তার মধ্যে অন্যতম ফুলেশ্বরের বসুমল্লিক বাড়ির দুর্গা পুজো। এই বছর এই পারিবারিক পুজো ১০০ বছরে পদাপর্ণ করল। স্বভাবতই শতবর্ষে পদাপর্ন করা এই পুজোকে ঘিরে একটু বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। বসুমল্লিক পরিবার সূত্রে খবর, এই বছর পুজোর অন্যান্য অনুষ্ঠানের সঙ্গে পুতুলনাচ ও নাটক আয়োজনেরও পরিকল্পনা আছে তাঁদের। স্বপ্নাদেশে পুজোর সূচনাজানা গিয়েছে ১৯২৪ সালে প্রয়াত নরেন্দ্রনাথ বসুমল্লিক এই পুজোর প্রচলন করেন। কথিত আছে তাঁর প্রথম পুত্র দ্বিজেন্দ্রনাথ বসু মল্লিকের জন্মের পরেই তিনি স্বপ্নদেশ পেয়ে পুজো শুরু করেন। প্রতি বছর নিয়ম নিষ্ঠা মেনে পারিবারিক দালানে প্রতিমা তৈরি করে সেখানেই দেবীর আরাধনা করা হয়। তবে শুধু পরিবারের সদস্যরাই নন, বসু মল্লিক পরিবারের এই পুজোয় এলাকার কয়েকটি মুসলিম পরিবারও বিশেষভাবে অংশ নয়। আর এটাই পুজোর অন্যতম আকর্ষণ। পুজোয় চালকুমড়ো বলিপ্রতিমার কাঠামো প্রস্তুত, নদী থেকে মাটি আনা, এমনকী বাড়ি পরিষ্কার করার কাজেও হাত লাগান প্রতিবেশী শেখ ইসমাইল, শেখ কামরুল, আলি হোসেনরা। পরিবারের প্রবীণ সদস্য ক্ষিতিন বসু মল্লিক জানান, নিয়ম নিষ্ঠা মেনে পুজোর কয়েকদিন বাড়িতে দেবীর আরাধনা হয়। পুজোয় চালকুমড়ো বলি দেওয়া হয়। তিনি আরও জানান, আগে পুজোর সময় বাড়ির উঠোনে মঞ্চ বেঁধে যাত্রাপালা হত। তবে গত কয়েক বছর ধরে সেটা বন্ধ রয়েছে। এই বছর সেটা আবার শুরু করার পরিকল্পনা আছে বলেও জানান ক্ষিতিন বসু মল্লিক। পুজোয় কী কী হবে?আবার পরিবারের অন্যতম সদস্য পুষ্পেন বসু মল্লিক জানান, এই বছর পুজোয় ৩ দিন ধরে যাত্রা, নাটক ও পুতুল নাচের আসর বসানোর পরিকল্পনা রয়েছে। দরিদ্র মানুষদের মধ্যে কম্বল বিতরণও করা হবে। তাঁদের স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা থাকবে। তবে আগে পরিবারের সদস্যরা নাটকে যোগ দিলেও এইবার কলকাতা থেকে যাত্রাদল আনার পরিকল্পনা রয়েছে বলে জানান পুষ্পেন বসু মল্লিক। প্রসঙ্গত, বাংলার দিকে দিকে রয়েছে বনেদি তথা জমিজার বাড়ি। তার অনেকগুলিতেই এখনও দুর্গাপুজোর আয়োজন করা হয়। সেখানে ভিড় করেন প্রচুর মানুষ। সেই সমস্ত পুজোয় বিশেষ ভূমিকা থাকে এলাকাবাসীর। তেমনই হাওড়ার এই বসু মল্লিক পরিবারের পুজো। আর সেই পুজোকে ঘিরে ইতিমধ্যেই তৎপরতা শুরু হয়ে গিয়েছে পরিবারের সদস্যদের মধ্যে। হাওড়ার পুজোর আরও খবর জানতে ফলো করুন এই সময় ডিজিটালের চ্যানেল। ক্লিক :


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/l0MBHDT
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads