মুকেশ-শার্দুলের দাপট, ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে উড়িয়ে সিরিজ ভারতের https://ift.tt/TBl3kJb - MAS News bengali

মুকেশ-শার্দুলের দাপট, ওয়েস্ট ইন্ডিজকে বড় ব্যবধানে উড়িয়ে সিরিজ ভারতের https://ift.tt/TBl3kJb

প্রথম ম্যাচে জয়, দ্বিতীয়টিতে হারের পর ভারত ও ওয়েস্ট ইন্ডিজের কাছে শেষ ম্যাচটা ছিল গুরুত্বপূর্ণ। আর শেষ ম্যাচটা ভারত জিতে সিরিজ পকেটে পুরল। ব্রায়ান লারা স্টেডিয়ামে শেষ ম্য়াচে টিম ইন্ডিয়া জিতল ২০০ রানে। ফলে ২-১ সিরিজ জিতল ভারত। পিচ পরিবর্তন হতেই খেলা পরিবর্তন। ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ম্যাচটা দেখে এমনই বলা যায়। দ্বিতীয় ম্যাচে যেই দাপট দেখিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ, তৃতীয় ম্যাচে তা দেখাতে পারলেন তারা। দ্বিতীয় ম্য়াচের নখ দাঁত দেখা গেল না তৃতীয় ম্যাচে। ১৫১ রানে ৩৫.৩ ওভারে শেষ হয়ে গেল ক্যারিবিয়ানদের ইনিংস।টস জিতে অ্যাডভান্টেজে ছিল ওয়েস্ট ইন্ডিজ। ব্যাট করতে পাঠিয়েছিল ভারতকে। কিন্তু সেটাই তাদের ভুল সিদ্ধান্ত ছিল। টস জেতায় গত ম্যাচের ছবি ফেরাতে পারবেন ভেবেছিলেন সাই হোপ। কিন্তু তা হয়নি। সহজেই রান করে যান ভারতের ব্যাটাররা। ওয়েস্ট ইন্ডিজের বোলিংয়ে ছিল না সেই দাপট। ফলে চারজন হাফসেঞ্চুরি করে যান। বাকি ম্য়াচগুলোর মত এই ম্যাচেও হাফসেঞ্চুরি করেন ঈশান কিষান। এরপর শুভমান গিল ৮৫ রান করেন। সঞ্জু স্যামসন কামব্যাকে রান পান। তিনি ৫১ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষে ফিনিশ করেন হার্দিক পান্ডিয়া। ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। ভারতের ৩৫১ রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ক্যারিবিয়ানরা। ফেরান ব্র্যান্ডন কিংকে। এরপর কাইল মেয়ার্ক ও সাই হোপকে পরপর ফেরান বাংলার এই পেসার। কাইল মেয়ার্স করেন ৪ রান আর সাই হোপ করেন পাঁচ রান। মুকেশ কুমারের এই ধাক্কা কাটিয়ে আর দাঁড়াতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। এজিক আথানাজেকে ৩২ রানে ফেরান কুলদীপ যাদব। এরপর কিচি কার্টিকে ফেরান জয়দেব উনাদকাট। ফিরতেই উইকেট নিলেন তিনি। সহজে আটটা উইকেট ফেলতে পারলেও শেষ দুটো উইকেট ফেলতে বেশ বেগ পেতে হয়। ৮৮ রান আট উইকেট থেকে ১৪৩ রানে নবম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ইয়ানিক ক্যারিয়া ও গুডাকেশ মোতির জুটি করে ৫৫ রান। এরপর তাদের এই জুটি ভাঙেন শার্দুল। এরপর পরপর দুটি উইকেট নেন শার্দুল ঠাকুর। শিমরন হেটমায়ার ও রোমারিও শেফার্ডকে আউট করেন তিনি। ভারতের হয়ে চারটে উইকেট নেন শার্দুল ঠাকুর। তিনটে করে উইকেট নেন মুকেশ কুমার। কুলদীপ যাদব নেন দুটি উইকেট। একটি উইকেট নেন জয়দেব উনাদকাট।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/D5qh0UX
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads