পাহাড়ে ট্যুরের প্ল্যান চলতি সপ্তাহে? আবহাওয়ার আপডেট শুনলে মন খারাপ হবে আপনারও https://ift.tt/3n5bQkK - MAS News bengali

পাহাড়ে ট্যুরের প্ল্যান চলতি সপ্তাহে? আবহাওয়ার আপডেট শুনলে মন খারাপ হবে আপনারও https://ift.tt/3n5bQkK

গরমে হাঁসফাঁস সমতল। এদিকে প্রবল বৃষ্টি পাহাড় জুড়ে। মঙ্গলবার সন্ধ্যার পর থেকে দার্জিলিঙে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বইছে বলে জানা গিয়েছে। কয়েকদিন ধরেই দার্জিলিং পাহাড় ও সমতল এলাকায় গরমে নাজেহাল হতে হয়েছে বাসিন্দাদের। মঙ্গলবার সন্ধ্যার পর থেকেই পাহাড়ি এলাকায় বৃষ্টি শুরু হয়েছে যদিও বৃষ্টির দেখা নেই সমতল এলাকায়। জানা গিয়েছে এদিন বৃষ্টির জেরে দার্জিলিং জলমগ্নও হয়েছে। এদিকে বৃষ্টির জেরে ঘুরতে যাওয়া পর্যটকেরা ঘরবন্দি। তবে তাপমাত্রা কিছুটা কমায় স্বস্তি মিলেছে সেখানে ঘুরতে যাওয়া পর্যটকদের। কালিম্পয়েও সন্ধ্যার পর থেকে ব্যাপক বৃষ্টি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। বিভিন্ন রাস্তায় জল জমে গিয়েছে। যার জেরে বিপর্যস্ত হয়েছে জনজীবন। এদিকে প্রবল বৃষ্টি শুরু হতেই পাহাড়ি নদীগুলিতেও জলস্তর অনেকটাই বেড়েছে। রাতের দিকে যারা পাহাড়ি রাস্তায় গাড়ি নিয়ে যাচ্ছেন তাদেরকে সতর্ক থাকতে বলেছে পুলিশ প্রশাসন। । অন্যদিকে সমতল এলাকাতেও ভারী বৃষ্টি হতে পারে বলেই জানা গিয়েছে। আর এই কারণেই শিয়রে মেঘ দেখছেন দার্জিলিং বা উত্তরবঙ্গের পাহাড়ি পর্যটন কেন্দ্রগুলিতে ঘুরতে যাওয়ার প্ল্যান করে রাখা পর্যটকরা। এই অবস্থায় তাঁরা কিভাবে পাহাড়ে গিয়ে পৌঁছবেন, সেটা নিয়েই চিন্তায় পড়ে গিয়েছেন। যদিও জানা গিয়েছে, ধসের ভয়, বিপর্যয়ের আশঙ্কা উড়িয়ে পাহাড়ে ভিড় করছেন পর্যটকরা। উদ্দেশ্য একটাই ঝুঁকি থাকলেও পাহাড়ের বর্ষা উপভোগ করতে চাইছেন সকলেই। বর্ষার পাহাড় টানছে পর্যটকদের। বিক্ষিপ্ত বৃষ্টির মধ্যেও বেরিয়ে পড়ছেন পর্যটকেরা, ঘুরে বেড়াচ্ছেন পাহাড়ে। রাজ্য তো বটেই, ভিন্ রাজ্য এবং বাংলাদেশ থেকে পাহাড়ে বর্ষা উপভোগ করতে আসছেন পর্যটকেরা। খবর মিলেছে সবচেয়ে বেশি আসছেন দক্ষিণ ভারতের পর্যটকেরা। আর এসবের কারণে তুমুল বৃষ্টির মধ্যেও ভালো ব্যবসার আশা জাগছে পর্যটন ব্যবসায়ীদের মনে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/o3QULmx
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads