বোর্ড গঠনে অশান্তি নয়, দলকে দিদি https://ift.tt/6ihxEbu - MAS News bengali

বোর্ড গঠনে অশান্তি নয়, দলকে দিদি https://ift.tt/6ihxEbu

এই সময়: আগামী ৭ অগস্ট থেকে রাজ্যে নবনির্বাচিত ত্রিস্তরীয় পঞ্চায়েত সদস্যদের নিয়ে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হচ্ছে। চলবে ১৬ অগস্ট পর্যন্ত। মুখ্যমন্ত্রী সোমবার বিধানসভায় দলীয় বিধায়কদের নিজের চেম্বারে ডেকে স্পষ্ট জানিয়ে দেন, পঞ্চায়েতে বোর্ড গঠন নিয়ে আর যেন অশান্তি না হয়। উল্লেখ্য, পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি এবং জেলা পরিষদের সভাধিপতি কে হবেন তা নিয়ে ইতিমধ্যেই বিভিন্ন জেলায় চর্চা শুরু হয়েছে। শাসক দলের মধ্যে বিভিন্ন গোষ্ঠী এব্যাপারে সক্রিয়। পঞ্চায়েত ভোটে অশান্তির প্রভাব যাতে বিভিন্ন স্তরে না পড়ে তা নিয়ে শাসক দলের সর্বোচ্চ নেতৃত্ব চিন্তিত। কারণ, ভোটের অশান্তির জন্য বিরোধীরা অভিযোগ তোলার সুযোগ পেয়েছিল। ত্রিস্তরীয় পঞ্চায়েতের বোর্ড গঠনের জন্য ইতিমধ্যেই রাজ্য বিধানসভার অধিবেশন ৪ অগস্টের পর মুলতুবি রাখার সিদ্ধান্ত হয়েছে। পরে অগস্টের তৃতীয় সপ্তাহে ফের কয়েকদিনের জন্য অধিবেশন বসবে। রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,'ত্রিস্তরীয় পঞ্চায়েত গঠনের সময় বিধানসভা অধিবেশন থাকলে বিধায়করা হাজির হতে পারবেন না। তাই আপাতত কিছু দিনের জন্য অধিবেশন মুলতুবি রাখা হবে।' তবে শাসকদলের মধ্যে সবচেয়ে বেশি চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে জেলা পরিষদের সভাধিপতি ও সহসভাধিপতির পদে কারা বসবেন তা নিয়ে। ইতিমধ্যেই বিভিন্ন লবি তাঁদের পছন্দের নাম নিয়ে তদ্বির শুরু করে দিয়েছে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/NmUTkqR
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads