যোগ্য 'সবক' বাংলাদেশকে, সৌম্যকে উচিত শিক্ষা দিলেন হর্ষিত! ভিডিয়ো https://ift.tt/zFC89Xn - MAS News bengali

যোগ্য 'সবক' বাংলাদেশকে, সৌম্যকে উচিত শিক্ষা দিলেন হর্ষিত! ভিডিয়ো https://ift.tt/zFC89Xn

শ্রীলঙ্কার আর প্রেমদাসা স্টেডিয়ামে আয়োজিত ইমার্জিং এশিয়া কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে বাংলাদেশকে ভারতীয় ক্রিকেট দল ৫১ রানে হারিয়ে দিয়েছে। তবে এই ম্যাচ চলাকালীন এমন একটি ঘটনার সাক্ষী থাকল গোটা ক্রিকেট বিশ্ব, যা বোধহয় না ঘটলেই ভালো হত। বাংলাদেশ ইনিংসের ২৬ ওভারের দ্বিতীয় বলে আউট হয়ে যান সৌম্য সরকার। যুবরাজ সিং দোদিয়ার বলে লেগ সাইডে ক্যাচ নিয়েছিলেন হর্ষিত রানা। বলটা ব্যাটের ভিতরের কানায় লেগে প্রথম স্লিপে চলে যায়। সেখানে দাঁড়িয়ে ছিলেন নিকিন জোস। ক্যাচটা কঠিন হলেও তালুবন্দি করতে তিনি কোনও ভুল করেননি। খুব স্বাভাবিকভাবেই উইকেট শিকারের পর তিনি উচ্ছ্বসিত হয়ে ওঠেন। কিন্তু, ব্যাপারটি ভালোভাবে গ্রহণ করতে পারেননি সৌম্য। তিনি এমন আগ্রাসী উদযাপনের কারণ জানতে চান। ইতিমধ্য়ে তাঁর দিকে এগিয়ে আসেন। এরপর তাঁদের দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ কথা কাটাকাটি হয়। অবস্থা বেগতিক দেখে আম্পায়ার দৌড়ে তিনি। তিনি দু'পক্ষকেই শান্ত হওয়ার নির্দেশ দেন। ভারতের বাকি ক্রিকেটাররাও সৌম্য ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যান। দেখুন ভিডিয়ো:কিন্তু, আচমকা কেন এমন উদ্ধত আচরণ করলেন সৌম্য? এর পিছনেও অবশ্য একটা কারণ রয়েছে। আসলে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক যশ ধূল যখন আউট হয়েছিলেন, সেইসময় সৌম্য পরিমাণের থেকে একটু অতিরিক্তই উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। তাঁর সেই আগ্রাসী আচরণ ভারতীয় ক্রিকেটাররাও ভালোভাবে গ্রহণ করতে পারেননি। সৌম্য আউট হতেই কার্যত সেই বদলা নিল টিম ইন্ডিয়া। তবে আশ্চর্য্যের বিষয় এটাই যে আম্পায়ারের নির্দেশ সত্ত্বেও যখন সৌম্য কিছুতেই ঝামেলা আরও বাড়িয়ে যাচ্ছিলেন, সেইসময় যশ ধূলও চলে আসেন। তিনি নিজে রানার হাত ধরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। অন্যদিকে সাই সুদর্শণ সৌম্যকে প্যাভিলিয়নে ফিরে যাওয়ার অনুরোধ করছিলেন। সৌম্য এবং রানা কেউই এই ম্যাচে উল্লেখযোগ্য পারফরম্যান্স করতে পারেননি। আট নম্বরে ব্যাট করতে নেমে হর্ষিত রানা ৯ (১৪) রান করতে পেরেছেন। আর বলও করেছেন মাত্র এক ওভার। সেখানে তিনি ১৬ রান দিয়ে এসেছেন। অন্যদিকে সৌম্য ম্যাচের প্রথম ইনিংসে ২ ওভার বল করে একটি উইকেট শিকার করেছেন। কিন্তু, ব্যাট হাতে তিনি মাত্র ৫ রানই করতে পারেন। আর সেকারণে বাংলাদেশকে এই ম্যাচটা ৫১ রানে হারতে হয়। সৌম্য আউট হওয়ার পরই বাংলাদেশের মিডল অর্ডারে ধস নামে। ৩৪.২ ওভারে ১৬০ রানেই তারা অলআউট হয়ে যায়। যদিও টাইগাররা ৭৬ বলে ৭০ রানের একটা ধামাকাদার ওপেনিং পার্টনারশিপ তৈরি করেছিল।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/nIDbFr9
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads