বিরাটের শতরানের মঞ্চে তুখোড় কামব্যাক উইন্ডিজের https://ift.tt/jyEmOhU - MAS News bengali

বিরাটের শতরানের মঞ্চে তুখোড় কামব্যাক উইন্ডিজের https://ift.tt/jyEmOhU

ত্রিনিদাদ টেস্টের প্রথম দিন একেবারে ল্যাজে-গোবরে হওয়ার পর দ্বিতীয় দিন দুরন্ত কামব্যাক করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। এই ম্যাচে যে এখনও যথেষ্ট অক্সিজেন বাকি রয়েছে, সেটা ইতিমধ্যেই তারা স্পষ্ট বুঝিয়ে দিতে পেরেছে। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ৪৩৮ রানে অলআউট হয়ে যাওয়ার পর ব্যাট হাতে অধিনায়ক ক্রেগ ব্রেথওয়েট এবং তেজনারায়ণ চন্দ্রপল দুর্দান্ত লড়াই করলেন। তাঁদের মধ্যে ২০৮ বলে ৭১ রানের একটা অনবদ্য পার্টনারশিপ গড়ে ওঠে। যদিও দিনের শেষবেলায় জাদেজার হাতে শিকার হন চন্দ্রপল। তাঁকে ৩৩ রান করে প্যাভিলিয়নে ফিরতে হয়েছে। দ্বিতীয় দিনের শেষে ওয়েস্ট ইন্ডিজ ১ উইকেট হারিয়ে ৮৬ রান করেছে। ভারতের রানের সমান করতে হলে তাদের এখনও ৩৫২ রান করতে হবে। ফলে তৃতীয় দিনের সকালটা যে দুটো দলের কাছেই যথেষ্ট গুরুত্বপূর্ণ হবে, তা নিয়ে সন্দেহ নেই। অস্বীকার করার জায়গা নেই যে এই ম্যাচের প্রথমদিনই ওয়েস্ট ইন্ডিজকে যথেষ্ট ম্যাড়ম্যাড়ে লেগেছিল। দ্বিতীয় দিন ঘটনার ঘনঘটায় একেবারে উপচে পড়েছিল। ভারতীয় ক্রিকেট দলের তারকা ব্যাটার বিরাট কোহলি শতরান করেন। ২০১৮ সালের পর এই প্রথমবার বিদেশের মাটিতে তাঁর ব্যাট থেকে শতরান বেরিয়ে এল। তবে ব্রেথওয়েট এবং চন্দ্রপল যেভাবে 'স্লো বাট স্টেডি স্টার্ট' করলেন, তা যথেষ্ট প্রশংসনীয়। সবথেকে বড় কথা এই পার্টনারশিপই উইন্ডিজকে ম্য়াচে ফিরিয়ে এনেছে। ক্যারিবিয়ান বোলিং ব্রিগেডের হয়ে তিনটে করে উইকেট শিকার করেছেন কেমার রোচ এবং ওয়ারিকান। এরপর ওয়েস্ট ইন্ডিজের ওপেনাররা যেভাবে কম্প্যাক্ট ক্রিকেট খেললেন, তার কোনও যোগ্য জবাব ভারতীয় বোলারদের কাছে ছিল না। যদিও জাদেজা-অশ্বিনরা যথেষ্ট ধারাবাহিকভাবেই বল করছিলেন এবং স্কোরিং রেট ক্রমশ কমানোর চেষ্টা করছিলেন। দিনের শেষবেলায় চন্দ্রপলের উইকেট রবীন্দ্র জাদেজা তুলে নিলেও উইন্ডিজ অধিনায়ক সদ্য অভিষেক হওয়া তরুণ ব্যাটার ম্যাকেঞ্জিকে সঙ্গে নিয়ে স্কোরকার্ড সচল রাখার চেষ্টা করলেন। দ্বিতীয় দিন অশ্বিনকে খুব একটা যে ছন্দে দেখতে পাওয়া গিয়েছে, তা বলা ভুল হবে। তবে বেশ কয়েকবার সামনের ব্যাটারকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছেন তিনি। অন্যদিকে ভারতীয় ক্রিকেট দলের হয়ে এই ম্যাচে ডেবিউ করেছেন বাংলার পেসার মুকেশ কুমারও। তিনি নিজের লাইন এবং লেংথ বজায় রেখে ধারাবাহিক বোলিং করার চেষ্টা করেন। তবে এই ম্যাচে এখনও অনেক চমক বাকি রয়েছে। আশা করা যেতেই পারে, দুই দলের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখতে পাওয়া যাবে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/OdZAtmk
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads