Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3hx95yY
ডেল্টার বাড়বাড়ন্ত, ফের লকডাউন চিনে https://ift.tt/3lm02SB

এই সময় ডিজিটাল ডেস্ক: ফের চিনে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। এবার সাড়ে চার মিলিয়ন জনবসতিপূর্ণ একটি শহর সিয়ামেনে লকডাউন জারি করল শি জিনপিংয়ের প্রশাসন। জানা গিয়েছে, চিনের দক্ষিণে ফুজিয়ানের শহর সিয়ামেনে ১২ জনেরও বেশি করোনায় আক্রান্ত হয়েছেন। আরও একবার দেশে ডেল্টার থাবা চওড়া হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এই সংক্রমণ রুখতেই সংশ্লিষ্ট শহরে লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানা গিয়েছে। এদিকে ফুজিয়ানের সিয়ামেন শহরের সমস্ত বাসিন্দাদের বাড়ি থেকে বার হতে নিষেধ করা হয়েছে। সংশ্লিষ্ট শহরে বার, জিম, সিনেমা, লাইব্রেরিও বন্ধ। প্রসঙ্গত, এখনও পর্যন্ত দ্বিতীয় ঢেউয়ে ফুজিয়ান প্রদেশে ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন করে এই প্রদেশে দুজন ছাত্রের দেহে প্রথম করোনা ধরা পড়ে। অগাস্ট মাসের শুরুতেই এই দুই ছাত্রের বাবা কর্মস্থল থেকে বাড়ি ফিরেছিলেন এবং তাঁদের মারফতই করোনা এই ছাত্রের দেহে প্রবেশ করে বলে মনে করা হচ্ছে। জানা গিয়েছে, মঙ্গলবার থেকে সিয়ামেনের সমস্থ কিন্ডারগার্ডেন, প্রাইমারি, মিডিল স্কুল বন্ধ থাকবে। শুধুমাত্র অনলাইনেই ক্লাস করতে পারবে পড়ুয়ারা। অন্যান্য প্রদেশের সঙ্গে এই শহরের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যাতে কোনওভাবেই করোনা সংক্রমণ না ছড়ায় সেজন্য এই পদক্ষেপ বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, জুলাই মাসে নতুন করে চিনে করোনা সংক্রমণ ছড়াতে শুরু করে। জিয়াংসু, সিচুয়ান, বেজিংয়ে একাধিক ব্যক্তি করোনায় আক্রান্ত হন। জানা গিয়েছে চিনের শহর পুতিয়ানের করোনা পরিস্থিতি অত্যন্ত গম্ভীর এবং জটিল। এই শহরে অফলাইন ক্লাস বন্ধ করে দেওযা হয়েছে। সংশ্লিষ্ট শহরের জনসংখ্যা ৩.২ মিলিয়ন। ১০ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বরের মধ্যে ফুজিয়ানে ৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন যার মধ্যে পুতিয়ানের বান্দিরা ৩৫ জন। উল্লেখ্য, করোনার নতুন ঢেউ অনেকাংশে সামাল দিয়েছিল চিন। কিন্তু, নতুন করে দক্ষিণের এই প্রদেশে করোনা সংক্রমণ বাড়ায় চিন্তায় চিন। বিশেষজ্ঞদের একাংশের মতে, ডেল্টা ভ্যারিয়্যান্টের জেরেই নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। আর এই ডেল্টা সংক্রমণ রুখতেই একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৯ সালে প্রথম চিনের উহান থেকে ছড়িয়েছিল। কিন্তু, করোনা পরিস্থিতি ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে নেয় চিন। সংশ্লিষ্ট দেশে টিকাকরণও চলছে জোর কদমে। কিন্তু, নতুন করে করোনা সংক্রমণ বাড়ায় চিন্তায় চিনে প্রশাসন।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3hx95yY
Previous article
Next article
Leave Comments
Post a Comment