Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3hzDlJE
দিল্লিতেও ২৬/১১! ISI এর হাতিয়ার সেই দাউদই? https://ift.tt/397z6Ac

এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলবারই বড়সড় নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশের স্পেশাল সেল। রাজস্থান, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও দিল্লিতে অভিযান চালিয়ে ছ'জন জঙ্গিকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। সূত্র বলছে, প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ধৃত ছ'জনকে কাজে লাগানোর পিছনে হাত রয়েছে দাউদ ইব্রাহিমের তৈরি D Company-এর। CNN-News18 একটি গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করেছে, D-Company-র উপর পাকিস্তানের সংস্থা ISI-এর চাপ রয়েছে। সূত্রের দাবি, এবং আনিস ইব্রাহিমকে ভারতে কিছু করতে চাপ দিচ্ছিল ISI। চাপের মুখে, আনিস ওই চক্রের জন্য লোক নিয়োগ শুরু করে। এব্যাপারে আনিস ইব্রাহিম জড়িত ছিল বলে প্রাথমিক অনুমান পুলিশের। সূত্রের দাবি, 26/11 মুম্বই হামলার মতো কায়দাতেই এবারও হামলার ছক কষছিল জঙ্গিরা। পাশপাশি অত্যন্ত গোপনে এই সব কাজ সারছিল জঙ্গিরা। তবে পুলিশের তরফে এই দবি থাকলেও, D-Company-র সঙ্গে ধৃতদের কোনও যোগাযোগ নেই বলে জানিয়েছেন দাউদ ইব্রাহিম ঘনিষ্ঠ ছোটা শাকিল। CNN-News18-কে দেওয়া সাক্ষাৎকারে শাকিল এব্যাপারে পুলিশের সমস্ত অভিযোগকে 'ভুল ও ভিত্তিহীন' বলে দাবি করেছেন। D-Company-র সঙ্গে জঙ্গিদলের যোগ প্রসঙ্গে পুলিশের দাবি নিয়ে তিনি বলেন, 'এটা একেবারেই ভুল। এরসঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। গোয়েন্দাদের উচিত, সঠিকভাবে তদন্ত করা এবং এর পিছনে থাকা প্রকৃত লোকেদের খুঁজে বের করা। প্রত্যেকবার ওরা কাউকে গ্রেফতার করে এবং আমাদের দিকে আঙুল তোলে। আগে ব্যাপারটার তদন্ত করা উচিত।' পাকিস্তানের সংস্থা ISI-এর তরফে চাপে থাকা প্রসঙ্গে শাকিল জানিয়েছন, আপনাদের এজেন্সি দুর্বল। তারা ঠিক ভাবে তদন্ত করছে না। যখন আপনাদের এজেন্সির হাতে আর কিছু প্রমাণ না থাকে, তখন তাঁরা আমাদের উপর দোষ চাপিয়ে দেয়।' প্রসঙ্গত, উত্তরপ্রদেশের ATS-এর সঙ্গে মিলে মঙ্গলবার দিল্লি পুলিশের স্পেশাল সেল উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র ও দিল্লিতে অভিযান চালিয়ে ছ'জন জঙ্গিকে গ্রেফতার করে পুলিশ। এই ছ'জনের মধ্যে রয়েছে এমন ২ জঙ্গি, যারা থেকে ট্রেনিংপ্রাপ্ত। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশের অনুমান, নবরাত্রি এবং অন্যান্য উৎসবের দিনগুলিতেই নাশকতার ছক কষা হচ্ছিল। সেক্ষেত্রে বহু প্রাণহাতি হতে পারত. তার আগেই জঙ্গিদের পাকড়াও করেছে পুলিশ। ধৃতদের জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানায়, দাউদ ইব্রাহিমের ভাই আনিসের সঙ্গে এই ধৃত জঙ্গিদলের যোগ রয়েছে। তবে সেই দাবিও উড়িয়ে দিয়েছে ছোটা শাকিল।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3hzDlJE
Previous article
Next article
Leave Comments
Post a Comment