ডুরান্ডে কবে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল? https://ift.tt/bqBMaZO - MAS News bengali

ডুরান্ডে কবে মুখোমুখি মোহনবাগান-ইস্টবেঙ্গল? https://ift.tt/bqBMaZO

চলতি কলকাতা ফুটবল লিগে মোহনবাগান সুপার জায়ান্টস এবং ইস্টবেঙ্গল এফসি দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে। একের পর এক ম্যাচে জয়লাভ করে ইতিমধ্যেই তারা সমর্থকদের প্রত্যাশা দিনের পর দিন বাড়িয়ে তুলছে। এই টুর্নামেন্ট শেষ হওয়ার পরই দরজায় কড়া নাড়তে শুরু করবে। আগামী ৩ অগাস্ট থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ। পুরো একমাস ধরে এই ফুটবল টুর্নামেন্ট গোটা দেশজুড়ে আয়োজন করা হবে। তবে যাইহোক না কেন, এই টুর্নামেন্টে সবথেকে হাইভোল্টেজ ম্যাচ কিন্তু মোহনবাগান বনাম ইস্টবেঙ্গলের মধ্যেই আয়োজিত হতে চলেছে। কিন্তু, কবে খেলা হবে এই ম্যাচ? আসুন সেই ব্যাপারেই আপনাদের তথ্য-তালাশ দিয়ে রাখি।আসন্ন মরশুমে আগামী ১২ অগাস্ট মোহনবাগান সুপার জায়ান্টসের বিরুদ্ধে খেলতে নামবে ইস্টবেঙ্গল এফসি'র মধ্যে আয়োজন করা হবে। ম্যাচটির আসর বিকেল পৌনে পাঁচটা থেকে কলকাতার যুবভারতী স্টেডিয়ামে বসতে চলেছে।শুক্রবার মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমার ডুরান্ড কাপের তিনটে সুন্দর ট্রফি উদ্বোধন করা হয়েছে। এই উপলক্ষ্যে স্টেট কনভেনশন সেন্টারে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। চলতি বছর ডুরান্ড কাপ ১৩২ বছরে পা রাখতে চলেছে। প্রতি বছরই ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে এই ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রসঙ্গত, গুয়াহাটিতে এই টুর্নামেন্টের ৯ ম্যাচ আয়োজন করা হচ্ছে। এরমধ্যে আগামী ৪ অগাস্ট নর্থ-ইস্ট ইউনাইটেড এফসি এবং প্রথমবার অংশগ্রহণকারী দল শিলং লাজংয়ের মধ্যে ম্যাচ আয়োডন করা হচ্ছে। এই ম্যাচটাকে অনেকে আবার নর্থ-ইস্ট ডার্বি বলতেও শুরু করেছেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে এসে মেঘালয়ের মুখ্যমন্ত্রী বললেন, ২০২৪ ডুরান্ড কাপে শিলংও ম্যাচ আয়োজন করবে। তবে চলতি বছর তারা কোনও ম্যাচ আয়োজন করতে পারছে না। সাংমার কথায়, পরের বছর থেকে এই রাজ্যটি বড় বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করার পরিকাঠামো তৈরি করে ফেলতে পারবে।এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, চলতি বছর ডুরান্ড কাপ ২০টি দলের পরিবর্তে ২৪টি দলের মধ্যে আয়োজন করা হচ্ছে। এরমধ্যে ইন্ডিয়ান সুপার লিগ খেলা ১২টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টের ফাইনাল ম্য়াচটা কলকাতা আয়োজন করা হবে। তবে দেশের পাশাপাশি বাংলাদেশ এবং নেপাল থেকেও বেশ কয়েকটি ফুটবল দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বলে জানা গিয়েছে।


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/tWRAzpM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads