জল্পেশের ঘটনা থেকে শিক্ষা! ডিজে বক্স-জেনারেটর ব্যবহারে নিষেধাজ্ঞা প্রশাসনের https://ift.tt/ynmWVB5 - MAS News bengali

জল্পেশের ঘটনা থেকে শিক্ষা! ডিজে বক্স-জেনারেটর ব্যবহারে নিষেধাজ্ঞা প্রশাসনের https://ift.tt/ynmWVB5

: জল্পেশের ঘটনার পুনরাবৃত্তি আর নয়। ২০২২ সালে জল্পেশ মন্দিরে শিবের মাথায় জল ঢেলে ফেরার পথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় প্রায় ১০ জনের। গত বছরের পুনরাবৃত্তি যাতে না ঘটে এবার তাই আগেভাগেই সতর্ক বালুরঘাট থানার পুলিশ। শ্রাবণ উৎসবে এবার কোনোরকম ভাবে ব্যবহার করা যাবে না ডিজে বক্স এবং জেনারেটর। এই নিয়ে এদিন বালুরঘাট থানার পুলিশ বালুরঘাটের মাইক ব্যবসায়ীদের নিয়ে বিশেষ বৈঠক করল। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার IC শান্তিনাথ পাঁজা সহ অন্যান্য পুলিশ কর্মীরা। পুলিশ প্রশাসনের পাশাপাশি বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর মাইক অ্যান্ড লাইট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং দক্ষিণ দিনাজপুর সাউন্ড ওনার্স অ্যাসোসিয়েশনের পদাধিকারী ও সদস্যরা৷ প্রশাসনিক নির্দেশকে অমান্য করে কেউ ডিজে বক্স এবং জেনারেটর ভাড়া দিলে সেই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশের তরফে সাফ জানানো হয়েছে। প্রসঙ্গত, গত বছর শ্রাবণ উৎসবে জল্পেশ শিব মন্দিরে জল ঢেলে ফেরার সময় কোচবিহারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ১০ জনের মৃত্যু হয়েছিল। এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রায় ১৯ জন আহত হয়েছিল। গাড়িতে ডিজে বক্স ও জেনারেটর থাকার কারণে শর্ট সার্কিট থেকে গোটা গাড়িতে ইলেকট্রিক ছড়িয়ে পড়ে। এবার যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য দক্ষিণ দিনাজপুর জেলার প্রত্যেকটি থানাকে সতর্ক করেছে জেলা পুলিশ প্রশাসন। তাই শ্রাবণ উৎসব শুরু আগেই বালুরঘাট থানার পুলিশ মাইক ব্যবসায়ীদের নিয়ে বৈঠক করল। কারণ এলাকা থেকে প্রচুর মানুষ পতিরামে যান। সেখানে শিবের মাথায় জল ঢালেন। রাতভর লোক যাতায়াত করে। অনেকে সেই সময় ডিজে বক্স ও জেনারেটর ভাড়া করে নিয়ে যান। এই উৎসবে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ প্রশাসন বিশেষ নজরদারি চালাবে। । এই নিয়ে পুলিশ আমাদের ডেকেছিল। প্রশাসনের তরফে যে নির্দেশিকা দেওয়া হয়েছে তা আমরা পালন করব। আদালতের নির্দেশ মেনে চলব।'অন্যদিকে বালুরঘাট থানার IC শান্তিনাথ পাঁজা বলেন, 'গত বছর কোচবিহারে দুর্ঘটনার পর ডিজে বক্স ও জেনারেটর ব্যবহারে পুরো নিষেধাজ্ঞা জারি রয়েছে। এবারের শ্রাবণ উৎসবে কোনোভাবেই ডিজে বক্স ও জেনারেটর ব্যবহার করা যাবে না। এই নিয়ে মাইক ব্যবসায়ীদের সঙ্গে বিশেষ বৈঠক করা হল। শুধু শ্রাবণ উৎসব নয় দুর্গাপূজোতেও ব্যবহার করা যাবে না ডিজে বক্স ও জেনারেটর। প্রশাসনের নির্দেশের পরও যদি কেউ ডিজে বক্স ও জেনারেটর ভাড়া দেয় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।'


from Bengali News, বাংলা সংবাদ, আজকের বাংলা খবর, Live Bangla News, News in Bangla, Bengali News Today - Ei Samay https://ift.tt/6HxRohG
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads