Ajker Khobor
Bangla News
Bengali News
Latest Bengali News
বাংলা খবর
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News https://ift.tt/ubQYlps
'সনয় যগ দওয়র সবপন দখতম ছটবলয়...' সনকরমদর সমনই জনলন মমত https://ift.tt/gXVPnpy

কয়েক মুহূর্ত আগে বিপদকে চোখের সামনে দেখে ফিরেছেন। যেকোনও মুহূর্তে ঘটতে পারত বড় বিপদ। উপায় না দেখে সেবকে বায়ুসেনা ঘাঁটিতে জরুরি অবতরণ। নামতে গিয়ে চোট। সেনার আপ্যায়নে শারীরিক কষ্ট ভুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেনা অফিসারদের ব্যবহারে মুগ্ধ মুখ্যমন্ত্রী মন উজাড় করে জানালেন তাঁর ছোট বেলার স্বপ্নের কথা। তিনি জানান, তাঁরও ছোটবেলায় সেনায় যাওয়ার ইচ্ছা ছিল কিন্ত সুযোগের অভাবে তা হয়ে ওঠেনি। সেনার তরফে প্রকাশ করা ভিডিয়োয় দেখা গিয়েছে, অফিসারদের সঙ্গে আলাপ চারিতায় মুখ্যমন্ত্রী তাদের জানান নিজের ছোটবেলার অপূর্ব আকাঙ্খার কথা। তিনি বলেন, 'আর্মি অফিসার আমার খুব পছন্দের। ছোটবেলার স্বপ্ন ছিল আমি সেনায় যাব। কিন্তু পরে আর সেই সুযোগ পাইনি।' মঙ্গলবার আচমকাই সেবকের এয়ারবেসে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যায় বাধ্য হয়েই সেখানে নেমেছিলেন। এদিন জলপাইগুড়ি থেকে সভা শেষ করে হেলিকপ্টারে বাগডোগরা রওনা হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সড়কপথের ৬০ কিমি রাস্তা আকাশপথে ১৩ মিনিটে পৌঁছে যাওয়া যায়। কলকাতার বিমান ধরতে তাই হেলিকপ্টারে যাওয়া মনস্থ করেছিলেন তিনি। কিন্তু বিধি বাম। হেলিকপ্টার আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যএই ব্যাপক ঝড়বৃষ্টি শুরু হয়ে যায়। অবস্থা এতটাই সঙ্গীন হয় যে কপ্টারের নিয়ন্ত্রণ রাখাই দুষ্কর হয়ে পড়েছিল। তার মধ্যে ঝড় বৃষ্টির দাপটে কমে যায় দৃশ্যমানতা। বিপদের আশঙ্কা করে পাইলট তড়িঘড়ি এমারজেন্সি ল্যান্ডিংয়ের সিদ্ধান্ত নেন। বাগডোগরার বদলে বিমানের অভিমুখ ঘুরিয়ে চালক নিয়ে যান সেবকের সেনাঘাঁটিতে। সেখানেই জরুরি অবতরণ করে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার । বায়ুসেনা ঘাঁটিতে হেলিকপ্টার নামার কোনও পরিকল্পনা না থাকায় সিঁড়িও ছিল না। হেলিকপ্টার থেকে লাফিয়ে নামতে গিয়েই আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেনাকর্মীদের আতিথেয়তায় ভুলে যান তিনি। মুগ্ধ ও আপ্লুত মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিয়োতে তাদের ধন্যবাদও জানান। বলেন, ' আজ আমাদের বিমানকে এমার্জেন্সি ল্যান্ডিং হয়েছিল। তারপর সেনা আমার ও আমার টিমের পুরো খেয়াল রেখেছে। আমি এটা কোনওভাবেই ভুলব না। সেনাবাহিনীকে অভিনন্দন। সাধারণ কর্মী থেকে আধিকারিক, মাতৃভূমির জন্য নিজেদের জীবনকে উৎসর্গ করেছে তারা। দেশের জন্য আত্মবলিদান দিতে পিছপা হন না কেউই। ওদের সবাইকে সেলাম।'
from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News https://ift.tt/ubQYlps
Previous article
Leave Comments
Post a Comment