আন্তর্জাতিক ক্যারিয়ারে গোলের সেঞ্চুরি, কুরাকাওকে উড়িয়ে নজির মেসির https://ift.tt/rZBIyWV - MAS News bengali

আন্তর্জাতিক ক্যারিয়ারে গোলের সেঞ্চুরি, কুরাকাওকে উড়িয়ে নজির মেসির https://ift.tt/rZBIyWV

জাতীয় দলের জার্সিতে ফের দেখা গেল মেসি ম্যাজিক। কুরাকাওয়ের বিরুদ্ধে ফ্রেন্ডলি ম্যাচে কুরাকাওতে ৭-০ গোলে হারাল আর্জেন্তিনা। আর এই ম্যাচে দাপট দেখালেন লিওনেল মেসি। তিনি হ্যাটট্রিক করেন ম্যাচে। প্রায় বিনা লড়াইয়েই জিতে যায় আর্জেন্তিনা। আর এই গোল করার সঙ্গে সঙ্গে LM10 আন্তর্জাতিক ফুটবলে ক্যারিয়ারে ১০০টা গোল করের নজির তৈরি করলেন। মঙ্গলার কুরাকাওয়ের বিরুদ্ধে ম্যাচে প্রথমার্ধেই হ্যাটট্রিক পান লিওনেল মেসি। তিনি যথাক্রমে ২০, ৩৩ ও ৩৭ মিনিটে পরপর তিনটে গোল করেন। ২০ মিনিটে নিজের প্রথম গোলটি করার সঙ্গে সঙ্গে মেসি নিজের ক্যারিয়ারের ১০০ তম গোলটি করেন। ৩৭ মিনিটে তৃতীয় গোল করে তিনি ১০২ তম গোল করেন। মেসি বাদেও এই ম্য়াচে বাকি গোলগুলো করেন নিকোলাস গঞ্জালেস (২৩), এঞ্জো ফার্নান্ডেজ (৩৫), অ্যাঞ্জেলো ডি মারিয়া (৭৮) ও গনসালো মন্টিয়েল (৮৭)। ম্য়াচের প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় আর্জেন্তিনা। এই আন্তর্জাতিক গোল করার দিক থেকে তিনি তৃতীয় স্থানে জায়গা করে নিলেন। তালিকায় শীর্ষে রয়েছেন ক্রিস্তিয়ানো রোনাল্ডো ও ইরানের আলি ডাই। এদের গোল যথাক্রমে ১২২ ও ১০৯। বিশ্বকাপ জেতার পর এটা আর্জেন্তিনার দ্বিতীয় জয়। এরআগে তারা ২-০ গোলে পরাস্ত করেছিল পানামাকে। এবার কুরাকাওয়েকে পরাস্ত করল। গোল দেখেই বোঝা যাচ্ছে পুরো ম্যাচে প্রায় কোনও প্রভাব ফেলতে পারেনি কুরাকাওয়ে। বল দখল আর্জেন্তিনার পক্ষে ছিল ৬০%। মোট পাসের সংখ্যা ৫৭৭। মেসিরা মোট শট নেয় ২৭টি। এরমধ্যে টার্গেটে বল ছিল ১৭টি। অন্যদিকে কুরাকাওয়ের মোট শটের সংখ্যা ৬টি। পুরো ম্য়াচে আর্জেন্তিনা কর্নার পায় ১৩টি।মেসির এই ১০০টা গোলের উপর ভর করে তাঁকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। বিশ্বকাপ জয়ের পর মেসির এই সাফল্য আলাদা মাত্রা যোগ করল। অন্যদিকে দক্ষিণ আমেরিকার ফেডারেশনের মিউজিয়ামে পেলে, দিয়েগো মারাদোনার সঙ্গে জায়গা করে নিলেন লিওনেল মেসি। গতবার বিশ্বকাপ জয়ের জন্য এবার দুই কিংবদন্তীর সঙ্গে জায়গা করে নিলেন তিনি। ৩৬ বছরের খরা কাটিয়ে মেসির হাত ধরে এসেছে বিশ্বকাপ। সেই কারণেই তাঁর মূর্তি বসানো হল। এই কীর্তির অধিকারি হতে পেরে মেসি বলেন, "আমি কোনও দিন এটার স্বপ্ন দেখিনি। আমার স্বপ্ন ছিল পেশাদার ফুটবল প্লেয়ার হওয়ার। আমি জীবনে যা ভালোবেসেছি তাই করেছি। আমার সামনে এখন লম্বা রাস্তা, অনেক সিদ্ধান্ত নিয়েছিল।"


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/Y3VwZHq
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads