প্রাথমিক পর্ষদের অফিসে ফের ইডি https://ift.tt/kUOS9vN - MAS News bengali

প্রাথমিক পর্ষদের অফিসে ফের ইডি https://ift.tt/kUOS9vN

এই সময়: সল্টলেকের করুণাময়ীতে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে বুধবার ফের তল্লাশি চালালেন ইডি-র আধিকারিকরা। এ দিন সকালে প্রথমে পর্ষদের অ্যাকাউন্টস বিভাগের এক ক্লার্কের সল্টলেকের এসি ব্লকের দু'টি বাড়িতে তল্লাশি চালায় ইডি। নিয়োগ দুর্নীতিতে বারবারই ওই কর্মীর নাম উঠে আসছিল। ২০১৪ সালের টেট পরীক্ষা এবং ২০১৬-'১৭ ও ২০২০-'২১ সালের নিয়োগ-ইন্টারভিউয়ের বিভিন্ন বিষয়ে জানতেই ইডি এ দিন তল্লাশি শুরু করেছিল। তার পর দুপুর গড়িয়ে বিকেল হতেই ইডি-আধিকারিকদের একটি টিম বিধাননগরে আচার্য প্রফুল্ল ভবনে পর্ষদের অফিসে পৌঁছয়। পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের আমলে টেট পরীক্ষা ও ইন্টারভিউয়ের পাশাপাশি ডিএলএডে অনলাইনের বদলে অফলাইনে ভর্তি নিয়েও নানা অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। সূত্রের খবর, ইডি-র আধিকারিকরা পর্ষদের ওই কর্মীর বাড়ি থেকে যে সব নথি পান, তার ভিত্তিতে তাঁরা পর্ষদের অফিসে গিয়েছিলেন সব কিছু মিলিয়ে দেখতে। তদন্তকারী সংস্থাকে পর্ষদের তৎকালীন অ্যাডহক কমিটির সদস্যদেরও জিজ্ঞাসাবাদ করার নির্দেশ ইতিমধ্যে দিয়েছে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। প্রয়োজনে ৮০ বছরের এক বৃদ্ধ ছাড়া বাকি সদস্যদের হেফাজতে নিয়েও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তার ভিত্তিতেই এ দিন ইডি-র এই তল্লাশি বলে মনে করা হচ্ছে। ইডি সূত্রে দাবি, ওই কর্মীর সঙ্গে প্রাক্তন পর্ষদ সভাপতির যথেষ্ট সখ্য ছিল। আবার পর্ষদের অন্য এক প্রাক্তন কর্তার ব্যবহারেও ডিপিএসসি-র একাধিক চেয়ারম্যান বেশ অসন্তুষ্ট। কারণ, নিয়োগ সংক্রান্ত নানা বিষয়েই তিনি প্রার্থীদের স্ক্যান্‌ড সই ই-মেল করে ডিপিএসসি চেয়ারম্যানদের পাঠান। কিন্তু কেন্দ্রীয় এজেন্সির তদন্তের মুখে পর্ষদের ওই প্রাক্তন আধিকারিক ওই ই-মেল পাঠানোর কথা বেমালুম অস্বীকার করছিলেন। শেষমেশ সেই নথিও তদন্তকারীরা পাওয়ার পর ওই প্রাক্তন কর্তা বিষয়টি স্বীকার করে নিতে বাধ্য হন বলে সূত্রের খবর।


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/phKouxL
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads