ধর্মের রাজনীতি বন্ধ হলেই থামবে ঘৃণাভাষণ: শীর্ষ কোর্ট https://ift.tt/6GSTtIX - MAS News bengali

ধর্মের রাজনীতি বন্ধ হলেই থামবে ঘৃণাভাষণ: শীর্ষ কোর্ট https://ift.tt/6GSTtIX

নয়াদিল্লি: রাজনৈতিক দলগুলোর নির্দিষ্ট কিছু নেতার ঘৃণাভাষণ রাজনীতির সার্বিক মানকে টেনে নামাচ্ছে বলে বুধবার গভীর উদ্বেগ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। আর এই প্রসঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং দশম প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রসঙ্গ টেনে শীর্ষ আদালতের বক্তব্য, এঁদের মতো সুবক্তাদের ভাষণ শুনতে গ্রাম থেকেও লোক আসতেন। আর এখন নেহরু-বাজপেয়ীদের জায়গা নিচ্ছেন ঘৃণাভাষণকারীরা! শীর্ষ আদালতের মতে, যে মুহূর্তে রাজনীতি এবং ধর্মকে আলাদা করা হবে এবং রাজনীতিকরা ধর্মের রাজনীতি করা বন্ধ করবেন, তখন ঘৃণা ভাষণ আপনিই থেমে যাবে। ঘৃণাভাষণের বিরুদ্ধে একাধিক রাজ্য ব্যবস্থা নেয়নি, এই অভিযোগে দায়ের হয়েছে একাধিক মামলা। তার শুনানি চলছে বিচারপতি কে এম জোসেফ এবং বিচারপতি বি ভি নাগরত্নের বেঞ্চে। বিচারপতিদের বক্তব্য, 'ঘৃণাভাষণ সব দলে, সব ক্যাম্পেই দেখা যাচ্ছে। এটা একটা দুষ্টচক্রের মতো, যা ক্রিয়া-প্রতিক্রিয়ার মতো চলতেই থাকে। আর তার ফলে কোথায় পৌঁছচ্ছি আমরা? আগে পণ্ডিত জওহরলাল নেহরু, অটল বিহারী বাজপেয়ীর মতো সুবক্তারা ছিলেন। তাঁরা মাঝরাতে বক্তৃতা দিলেও গ্রাম থেকে উজিয়ে মানুষ শুনতে আসত। আর এখন সব দলের কিছু নেতা এ ধরনের বিদ্বেষমূলক মন্তব্য করছেন। এই অসহিষ্ণুতা জ্ঞান এবং শিক্ষার অভাব থেকেই আসে।' বিচারপতিদের মতে, যে মুহূর্তে রাজনীতি ও ধর্মকে পৃথক করা হবে এবং রাজনীতিকরা ধর্মের নামে রাজনীতি বন্ধ করবেন, ঘৃণাভাষণ পুরোপুরি থেমে যাবে। বিচারপতিদের প্রশ্ন, 'কেন লোকে বিদ্বেষভাষণ করা থেকে বিরত থাকতে পারে না? প্রতিদিন কিছু লোক টিভিতে, জনসভায় অন্যদের খাটো করছেন, তাঁদের সম্পর্কে খারাপ কথা বলছেন। ভারতবাসী কেন এই প্রতিজ্ঞা করতে পারে না, সহ-নাগরিক এবং অন্যান্য সম্প্রদায়কে খাটো করবে না তারা? সহিষ্ণুতা কী? অন্যকে সহ্য করা সহিষ্ণুতা নয়। মতভেদ, বিভিন্নতা মেনে নেওয়াই সহিষ্ণুতা।' এর মধ্যে, 'হিন্দু ফ্রন্ট ফর জাস্টিস'-এর তরফে আইনজীবী বিষ্ণু জৈন মন্তব্য করেন, ধর্মীয় মিছিল করার অধিকার তাঁদের আছে। বিচারপতি নাগরত্নের বক্তব্য, 'মিছিল করার অধিকার থাকতেই পারে, কিন্তু মিছিলের নামে আপনারা যেটা করেন, সেটা গ্রহণযোগ্য নয়।'


from Bengali News, বাংলা খবর, Bangla News, Ajker Khobor, Latest Bengali News - Ei Samay https://ift.tt/5ZrEqDU
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads