'বুকের পাটা থাকলে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করে দেখান', অভিষেককে চ্যালেঞ্জ নিশীথের https://ift.tt/YTHoKAG - MAS News bengali

'বুকের পাটা থাকলে দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি ঘেরাও করে দেখান', অভিষেককে চ্যালেঞ্জ নিশীথের https://ift.tt/YTHoKAG

West Bengal Panchayat Election 2023 দুয়ারে পঞ্চায়েত নির্বাচন। অন্যদিকে উত্তর-পূর্বে ভোট। সব মিলিয়ে রাজ্য রাজনীতি থেকে জাতীয় রাজনীতিতেও উত্তেজনা তুঙ্গে। বাংলার মাটি ছাড়াও উত্তর-পূর্বের দখল নিতেও আক্রমণ শানাচ্ছে তৃণমূল থেকে বিজেপি। রবিবার দমদম বিমানবন্দরে নেমে তৃণমূল সর্বভারতীয় সম্পাদক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাওয়ের ডাক দি.য়েন । কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আগামী ১৯ তারিখ কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বাড়ি ঘেরাও করা হবে বলে দানান । তারই বক্তব্যের পাল্টা চ্যালেঞ্জ ছুড়লেন নিশীথ প্রামানিক।

অভিষেককে কটাক্ষ নিশীথের

সোমবার নিশীথ প্রামানিক বলেন - ''অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bane) নাম ব্যবহার করে নেতা হয়েছেন। তিনি রাজনৈতিকভাবে এতটাই অপরিপক্ক যে ওঁর কথা বলতে গেলে হাসি পায়। বিএসএফ সক্রিয় হয়েছে সেই কারণেই নাকি উনি আমার বাড়ি ঘেরাও করবেন। একবার নয় হাজার বার করুন। বাড়িতে বয়স্ক লোকেরা থাকে। যদি আপনার ক্ষমতা থাকে বুকের পাটা থাকে তাহলে দিল্লিতে এসে স্বরাষ্ট্র মন্ত্রীর ঘেরাও করে দেখান। কারণ আমার মন্ত্রণালয় বা অফিস দিল্লির নর্থ ব্লকে। আমার বাড়িতে নয়।'' এখানেই শেষ নয়, নিশীথের দাবি, ''রাজনৈতিক প্রতিহিংসা থেকে এই ধরনের কথা বলছেন। উত্তরবঙ্গের মানুষের থেকে আলাদা হয়ে গিয়ে রাজবংশীদের অপমান করে ভাইপো এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন যাতে তারা একটা রাজনৈতিক পরিস্থিতি উত্তরবঙ্গ তথা কোচবিহারে তৈরি করতে পারেন।'' রবিবার সাংবাদিকদের মুখোমখি হয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ''যারা দুর্নীতি নিয়ে কথা বলে ১২৮ টা পঞ্চায়েতের মধ্যে একটাও ভারতীয় জনতা পার্টির ২০১৮ সালে জিতেছিল সেখানে প্রধানের কি কান্না বিজেপি নেতারা সেই প্রধানের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন আমি যে অভিযোগগুলো করেছি একটাও তো প্রত্যাখ্যান করতে পারছে না এই যে জব কার্ড আবাস যোজনার এলিজিবিলিটি টেস্ট একটা পরিবারের তিনজন একটা পঞ্চায়েত চালাতে যদি এই অবস্থা হয় তারপর যেখানে থাকে হাইওয়েতে জমির পর জমি। এই অভিযোগ তো আমি করছি না বিজেপির নেতারা করছে।''

বাংলা ভাগ নিয়ে কড়া আক্রমণ অভিষেকের

একইসঙ্গে বাংলা ভাগ নিয়েও সুর চড়িয়ে অভিষেক () বলেন,'' সর্বভারতীয় স্তরের নেতারা কি বললেন এই যে বড় বড় ভাষণ দিচ্ছেন যেদিন যে তিনটা কি বলেছেন বাংলা ভাগ নিয়ে। আমি চ্যালেঞ্জ করছি বলার ক্ষমতা আছে বিরোধী দলনেতা বাংলার বিজেপি রাজ্য সভাপতি অবস্থান স্পষ্ট করুক তারা বাংলা ভাগ চায় না অখন্ড বাংলার পক্ষে । আমরা তো বলছি বাংলা ভাগ করতে গেলে আমাদের মৃতদেহের উপর দিয়ে বাংলা ভাগ করতে হবে। আমরা অখন্ড বাংলার পক্ষে। আমরা শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে বাংলা ভাগ হতে দেব না ।তাদের ক্ষমতা থাকলে তারা অবস্থান স্পষ্ট করুক। অমিত শাহের ডেপুটি নিশীথ প্রামাণিক কোচবিহারের সাংসদ তার নাকের ডগায় বিএসএফ দিয়ে রাজবংশীদের হত্যা করছে। ক্ষমতা থাকলে অবস্থান স্পষ্ট করুক যে তার হেফাজত থেকে গোরু পাওয়া গিয়েছে, সোনা পাওয়া গিয়েছে অস্ত্র পাওয়া গিয়েছে ,বন্দুক পাওয়া গিয়েছে তারা ভাবছে যখন যা ইচ্ছা করব মহিলাদের উপর অত্যাচার করব, তাদের সম্ভ্রম লুন্ঠন করব! গরিব মানুষের উপর অত্যাচার করব আর যা ইচ্ছে তাই ভারতীয় জনতা পার্টি করবে, মানুষের বলার জায়গা নেই! এর বিরুদ্ধে আন্দোলন করে তুলব আমরা। ''


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/2xzkGRH
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads