Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/b8Oa0dD
কন্যা সম্প্রদান-কনকাঞ্জলি বাদ রেখেই গাঁটছড়া বাঁধলেন নদিয়ার দম্পতি https://ift.tt/SDwGubt
: সময়ের সঙ্গে সঙ্গে পুরনো কুসংস্কার ঝেড়ে ফেলছেন নতুন প্রজন্মের ছেলেমেয়েরা। আচার, অনুষ্ঠানেও সংস্কারমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করছে নতুন প্রজন্ম। নদিয়ার (Nadia) যাজ্ঞসেনী আর সৌমিকের বিয়েতেও ধরা পরল সেই ছবি। ছকভাঙা বিয়ের আয়োজন হয়েছিল কলকাতার স্বভূমিতে। ভাবছেন নিশ্চয়ই প্রতিদিন কতই তো বিয়ে হয়! এ আবার এমন কী ব্যাপার! পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার আত্মপ্রত্যয়ী যাজ্ঞসেনী। তাঁর চলার পথেও আধুনিকতা আর ঐতিহ্যের অপূর্ব মিশেল। তাই বিয়ের দিনটি পঞ্জিকা দেখে লগ্ন নির্ধারণ করে ঠিক করা হয়নি। হয়েছে অন্যান্য সুবিধার বিচারে। ভবিষ্যৎ জীবনসঙ্গী সৌমিকও যথেষ্ট প্রগতিশীল মানসিকতার। তাই পারস্পরিক বোঝাপড়ায় তাঁরা বাঙালি বিয়ের যুক্তিগ্রাহ্য আনন্দময় অনুষ্ঠানগুলোকে রেখে বর্জন করেছেন পুরুষতান্ত্রিক বা নারী সমাজের মর্যাদাহানিকর নিয়মগুলোকে। স্বনির্ভর নারী দানের সামগ্রী নয়, এক মুঠো চাল ছুঁড়ে দিয়ে বাবা মায়ের ঋণও শোধ করা যায় না। সুতরাং দিনের পর দিন শিক্ষিত-অশিক্ষিত নির্বিশেষে সেই নিয়মের গড্ডালিকায় গা না ভাসিয়ে এই বিয়ে। বিয়ে হল দুই প্রাপ্তবয়স্ক নারী-পুরুষের যৌথ জীবনযাপনের অঙ্গীকারের সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই এই বিয়েতে দু'পক্ষের অভিভাবকরা যাজ্ঞসেনী ও সৌমিকের সঙ্গে বিয়ের অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। সামগ্রিকভাবে অনুষ্ঠানটির পৌরোহিত্য করছেন সংস্কৃত ভাষা ও সাহিত্যের অধ্যাপিকা নন্দিনী ভৌমিক ও তাঁর সহযোগীরা। বৈদিক মন্ত্রের যথাযথ উচ্চারণ ও অর্থের ব্যাখ্যা আর সঙ্গীতের সাহচর্য্যে ঐতিহ্যবাহী আবহে কন্যা সম্প্রদান, কণকাঞ্জলির মত নারী ও তাঁর পরিবারের পক্ষে অবমাননাকর নিয়মগুলো বাদ পড়েছে। আবার মালাবদল, শুভদৃষ্টি ও সিঁদুর দানের মত আচারগুলো ব্রাত্য ছিল না। নন্দিনী ভৌমিকের শিক্ষাগুরু অধ্যাপিকা গৌরী ধর্মপাল-সৃষ্ট এই বিবাহ পদ্ধতির নাম 'পুরো নতুন বৈদিক বিবাহ'। বিয়েতে ক্যামেরাবন্দী করার দায়িত্বেও রয়েছেন মহিলারা। যাজ্ঞসেনী ও সৌমিকের প্রথাভাঙ্গা এই বিয়ের মতোই বৈদিক মন্ত্র ও রবীন্দ্র সংগীতকে পাথেয় করে ভবিষ্যতে আরও দাম্পত্য সম্পর্কের বন্ধন অটুট হোক, সমাজ ভাবনা হয়ে উঠুক সমদর্শী এমটাই জানিয়েছেন অনেকে। বেশ কয়েক মাস আগে এরকম একটি প্রথা ভেঙে বিয়ের আসর লক্ষ্য করা যায়। বিয়ে দেন মহিলা পুরোহিত। বৈদিক মন্ত্র উচ্চারণ করে সাতপাকে ঘুরিয়ে নতুন জীবনে প্রবেশ করান নব দম্পতিকে। চিরাচরিত প্রথা ভেঙে এক মহিলা পুরোহিতকে দিয়ে শুভবিবাহ সম্পন্ন করে নজির গড়েন উত্তর ২৪ পরগনার চাঁদপাড়ার বৈদ্য পরিবার। শুধু তাই নয়, আরও একটি প্রথা ভাঙা হয় বিয়েতে। মেয়েরা পণ্য নয়, এই যুক্তিকে সামনে রেখে বিয়ের অনুষ্ঠান থেকে বাদ দেওয়া হয় কন্যা সম্প্রদানের নিয়ম।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/b8Oa0dD
Previous article
Next article

Leave Comments
Post a Comment