‘গোরুর যত্ন নিন’, কৃষ্ণ নাম জপে গো-পালনের পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর https://ift.tt/KwYutB0 - MAS News bengali

‘গোরুর যত্ন নিন’, কৃষ্ণ নাম জপে গো-পালনের পরামর্শ কেন্দ্রীয় মন্ত্রীর https://ift.tt/KwYutB0

গিরিরাজ সিংয়ের পর পুরুষোত্তম রূপালা (Parshottam Rupala)। ফের একবার গো-পালনের বার্তা দিলেন মোদী মন্ত্রিসভার আরেক সদস্য। শনিবার উত্তরপ্রদেশে Global Investors Summit উপলক্ষে দধীচি হলে দুগ্ধজাত দ্রব্য ও পশুপালন সংক্রান্ত একটি আলোচনাচক্রে যোগ দেন তিনি। সেখানেই ভগবান শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করে গোরুকে যত্ন নেওয়ার কথা বলেন কেন্দ্রীয় পশুপালন মন্ত্রী পুরুষোত্তম রূপালা। তাঁর কথায়, “গোরুকে যত্ন নিলে গোরুও আপনার খেয়াল রাখবে।” এর পরই ভগবান শ্রীকৃষ্ণের বাণী স্মরণ করেন তিনি। “সারা বিশ্বকে একটি বার্তা দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তিনি বলেছিলেন, যাঁরা গোরুর যত্ন নেন, গোরুও তাঁদের খেয়াল রাখে। ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী আজও সমানভাবে প্রাসঙ্গিক। ভগবান শ্রীকৃষ্ণের সময় থেকেই এদেশে যত্ন সহকারে গো-পালন করা হচ্ছে। এক্ষেত্রে উত্তরপ্রদেশের গোকুলের নাম করতেই হবে।” দুগ্ধজাত দ্রব্যের ব্যবসা এবং পশুপালনের ক্ষেত্রে সম্ভাবনাময় রাজ্য হিসেবে উত্তরপ্রদেশ আত্মপ্রকাশ করেছে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী। শনিবারের অনুষ্ঠানে বিনিয়োগকারীদের উত্তরপ্রদেশে লগ্নি করার জন্য আহ্বান জানান কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রূপালা। তাঁর দাবি, “আগামী দিনে দুগ্ধ উৎপাদনে উত্তরপ্রদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রথম সারিতে থাকবে।” বর্তমানে দুগ্ধ উৎপাদনের ক্ষেত্রে বিশ্বের প্রথম সারিতে রয়েছে কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশ। প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি (Valentines Day) আগে হঠাৎ করেই ভারতীয় রাজনীতিতে চর্চায় উঠে এসেছে গোরু। প্রেম দিবসে গবাদি পশুটিকে আলিঙ্গন করার আবেদন জানিয়েছিল কেন্দ্র। এই নিয়ে নির্দেশিকা জারি করে কেন্দ্রের অন্তর্গত Animal Welfare Board of India বা AWBI। ওই নির্দেশিকায় বলা হয়, গোরুকে জড়িয়ে ধরলে মানসিক সমৃদ্ধি হবে। খুশি থাকবে মন। কেন্দ্রের যুক্তি ছিল, পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে এদেশের বৈদিক রীতি-নীতি প্রায় বিলুপ্তির পথে চলে যেতে বসেছে। এই অবস্থায় ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড গোরুকে দেশবাসীর সামনে তুলে ধরা হচ্ছে। এদেশের গ্রামীণ অর্থনীতির বিকাশে গোরুর ভূমিকা অপরিসীম। তাছাড়া পাশ্চাত্য সংস্কৃতি থেকে দেশবাসীকে সরিয়ে আনতে এই নির্দেশিকা জারি করা হয়েছে বলে দাবি করেছিল । নরেন্দ্র মোদী সরকারের তরফে এই পরামর্শ দেওয়ার পরই দেশজুড়ে ওঠে সমালোচনার ঝড়। বাধ্য হয়ে সিদ্ধান্ত থেকে পিছু হটে কেন্দ্র। চলতি সপ্তাহের ১০ তারিখ ওই আবেদন ফিরিয়ে নেয় কেন্দ্রের প্রাণী কল্যাণ বোর্ড। এই আবহে এবার গোরুকে যত্ন নেওয়ার ডাক দিলেন কেন্দ্রীয় মন্ত্রী পুরুষোত্তম রূপালা।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/DQnAsST
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads