Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News
Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla
Vieos
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/KDX1HZA
ভয়াবহ রেল দুর্ঘটনা! মুম্বই-যোধপুর সূর্যনগরী এক্সপ্রেসের ৮ কামরা লাইনচ্যুত https://ift.tt/ArqCdgk

বছরের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক দুর্ঘটনার খবর মিলছে। এবার যোধপুরে লাইনচ্যুত হয়ে পড়ল ট্রেন। সোমবার ভোররাত সাড়ে ৩টে নাগাদ দুর্ঘটনার কবলে পড়ে মুম্বই-যোধপুর সূর্যনগরী এক্সপ্রেস (Mumbai-Jodhpur Suryanagari Express)। লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের আটটি কামরা। ঘটনাটি ঘটে রাজস্থানের পালির (Rajasthan Pali Train Accident) কাছে যোধপুর ডিভিশনের রাজকিয়াওয়াস-বোমাদ্রা সেকশনের কাছে। জানা গিয়েছে, মুম্বইয়ের বান্দ্রা থেকে যোধপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিল ট্রেনটি। রাজস্থানে পৌঁছনোর পর আচমকাই লাইনচ্যুত হয়ে যায় সেটি। এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। যাত্রীদের নিরাপদে উদ্ধার করতে একটি রিলিফ ট্রেন পাঠানো হয়েছে দুর্ঘটনাস্থলে। কী জানাচ্ছে রেল? রেলের চিফ মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়েছেন, দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চলছে। ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন রেলের আধিকারিকরা। উত্তর পশ্চিম রেলওয়ের (North West Railway) জেনারেল ম্যানেজার জয়পুরের হেডকোয়ার্টার থেকে গোটা বিষয়টির তদারকি করছেন। দুর্ঘটনার কারণ সম্পর্কে স্পষ্ট কোনও ধারণা মেলেনি। উদ্ধারকাজ সম্পন্ন হলে এবং যাত্রীদের সুরক্ষিত ভাবে গন্তব্যে পৌঁছে দেওয়াই এখন প্রধান লক্ষ্য বলে জানিয়েছে রেল। পরবর্তীতে ঘটনার তদন্ত করা হবে। কী জানাচ্ছেন রেলের যাত্রীরা? ভয়াবহ এই রেল দুর্ঘটনার কবলে পড়া এক যাত্রী জানিয়েছেন, ট্রেনটি মেওয়ার জংশন ছাড়ার পাঁচ মিনিটের মধ্যেই সজোরে একটি ঝটকা অনুভব করেন তাঁরা। বিকট এক আওয়াজও শুনতে পান ট্রেনের ভিতর থেকেই। এর দুই থেকে তিন মিনিটের মধ্যেই ট্রেনটি আচমকা থমকে যায়। ভয়ে-আতঙ্কে ট্রেন থেকে নেমে পড়তে শুরু করেন যাত্রীরা। তখনই অনেকে দেখতে পান, ট্রেনের অন্তত আটটি কামরা লাইনচ্যুত হয়ে হেলে পড়েছে। দুর্ঘটনার ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে ঘটনাস্থলে অ্যাম্বুলান্স এসে পড়ে বলে জানাচ্ছেন ওই যাত্রী।
from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/KDX1HZA
Previous article
Next article
Leave Comments
Post a Comment