নতুন বছরেও জাঁকিয়ে শীতের জন্য হা পিত্যেশ, দার্জিলি-কালিম্পঙে বৃষ্টি https://ift.tt/bzNaK4s - MAS News bengali

নতুন বছরেও জাঁকিয়ে শীতের জন্য হা পিত্যেশ, দার্জিলি-কালিম্পঙে বৃষ্টি https://ift.tt/bzNaK4s

নতুন বছরেও জাঁকিয়ে শীত (Winter 2022) অধরাই রয়ে গেল রাজ্যে। শীতের জন্য কার্যত হা পিত্যেশ করে বসে আছে ঠান্ডাপ্রিয় বঙ্গবাসী। কিন্তু, অপেক্ষাই সার। তাপমাত্রার সামান্য হেরফের হলেও কনকনে শীত উধাও। বছরের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে পারদ সামান্য কমলেও শীত অনুভবের ক্ষেত্রে তেমন ফারাক পড়বে না শহরে। যদিও কলকাতায় একটা হালকা শীতের আমেজ বজায় রয়েছে। তবে অতিরিক্ত ধোঁয়াশার জেরে দৃশ্যমানতা কমেছে শহরের। তিলোত্তমার পাশাপাশি জেলায় জেলায় আবহাওয়া স্বাভাবিকের থেকে বেশিই রয়েছে। তবে উত্তরবঙ্গের একাধিক পর্যটন স্থলে বরফ পড়েছে। বেড়াতে গিয়ে বেজায় খুশি পর্যটকরা। কলকাতার তাপমাত্রা কত (Kolkata Temperature)? আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, সোমবার অর্থাৎ বছরের দ্বিতীয় দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা () ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি বেশি। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৬৫ থেকে ৯০ শতাংশ। রবিবার দিনের শুরুটা কুয়াশার চাদরে ঢাকা ছিল শহর। সোমবারও তার ব্যতিক্রম হল না। যদিও বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা। কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের তাপমাত্রা? দক্ষিণবঙ্গের কোনও কোনও জেলায় তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমতে পারে। রাজ্যজুড়ে কুয়াশার সম্ভাবনা। বেশিরভাগ জেলাতেই সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কিছু জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে। এদিকে, দার্জিলিং, কালিম্পঙের পার্বত্য এলাকায় এদিন হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। () ও কালিম্পং ছাড়া আপাতত রাজ্যের আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আগামী তিন দিন শুষ্ক আবহাওয়া এবং পরিষ্কার আকাশই দেখা যাবে। তবে থাকলেও জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। কেমন থাকবে ভিনরাজ্যের আবহাওয়া? মৌসম জানাচ্ছে, উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। ফলে আগামী দু'তিন দিনে অন্তত চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। সমতলেও তাপমাত্রা নামার ইঙ্গিত আবহাওয়াবিদদের। মধ্য ভারতের কিছু রাজ্যে দু'থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নামতে পারে। তবে পূর্ব ভারতে একইরকম পরিস্থিতি বজায় থাকবে আগামী তিন দিন। তারপর তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে। অন্তত দু'থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেখানকার রাজ্যগুলিতে। ঘন কুয়াশার সতর্কতা রয়েছে দেশের রাজধানী দিল্লি সহ পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং বিহারে। আগামী চার পাচ দিন এই ঘন কুয়াশার সতর্কতা জারি থাকবে বলে জানিয়েছে মৌসম ভবন। এছাড়াও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এবং অরুণাচলপ্রদেশে। মঙ্গল ও বুধবার দিল্লিতে শৈত্যপ্রবাহের সর্তকতা রয়েছে। শৈত্যপ্রবাহ ইতিমধ্যেই রয়েছে হিমাচলপ্রদেশ এবং রাজস্থানে। বৃহস্পতিবার পর্যন্ত এই শৈত্যপ্রবাহ চলবে বলেই খবর। পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়েও রয়েছে শৈত্যপ্রবাহের পূর্বাভাস।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/8RumgoM
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads