তালিকায় শীর্ষে, আবাসে মোট ৭১ হাজার বাড়ির অনুমোদন বাঁকুড়ায় https://ift.tt/9ADe8Mg - MAS News bengali

তালিকায় শীর্ষে, আবাসে মোট ৭১ হাজার বাড়ির অনুমোদন বাঁকুড়ায় https://ift.tt/9ADe8Mg

: রেকর্ড করল বাঁকুড়া। আবাস প্লাস যোজনায় () সবথেকে বেশি ঘর প্রাপ্তি এই জেলার ভাগে। মোট ৭১ হাজার উপভোক্তা বাঁকুড়া (Bankura) জেলা থেকে নতুন আবাস যোজনায় মাথা গোঁজার ঠাঁই পেতে চলেছে বলে জেলা প্রশাসন সূত্রে খবর। প্রধামন্ত্রীর গ্রামীণ (Pradhan Mantri Awas Yojana) প্রকল্পে অনুমোদনের নিরিখে রাজ্যের মধ্যে বাঁকুড়া (Bankura) শীর্ষ স্থানে রয়েছে। কিছুদিনের মধ্যেই যোগ্য প্রার্থীদের অ্যাকাউন্টে ঢুকবে বাড়ি নির্মাণের প্রথম কিস্তির অর্থ। তবে জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বাঁকুড়ার (Bankura) জন্য প্রথমদিকে আবাস প্লাসে কোটা দেওয়া হয় প্রায় ৬৫ হাজার। কিন্তু, পরে তা বেড়ে ৭২ হাজার ৫১৬ হয়েছে। শনিবার পর্যন্ত জেলায় ৮৩ হাজার ১২১ জনের রেজিস্ট্রেশন হয়েছে। তবে এখনও পর্যন্ত ৭১ হাজার ৭৮ জনকে অনুমোদন দেওয়া হয়েছে। বাকি ১৪৩৮ জনকে একাধিক কারণে এখনও পর্যন্ত অনুমোদন দেওয়া হয়নি। কারো জমি সংক্রান্ত সমস্যা রয়েছে, কারো ব্যাংকে অ্যাকাউন্ট সংক্রান্ত রয়েছে অথবা, কেউ ওই জেলায় বর্তমানে বসবাস করছেন না, সেই কারণে তাঁদের অনুমোদন এখনও মেলেনি। তবে শর্ত অনুযায়ী সব ঠিক থাকলে বাকি প্রায় দেড় হাজার উপভোক্তা ঘর পাবেন বলে জেলা প্রশাসন জানিয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, (Pradhan Mantri Awas Yojana) নির্দেশিকা অনুযায়ী মোট তিনটি কিস্তিতে উপভোক্তারা বাড়ি তৈরির জন্য এক লাখ ৩০ হাজার টাকা করে পাবেন। মোট তিনটি পর্যায়ে সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। তহবিলের ছাড়পত্র পাওয়ার ৯০ দিনের মধ্যে বাড়ি তৈরির কাজ শেষ করার লক্ষ্যমাত্রাও রয়েছে। সেইমতো আগামী ৩১ মার্চের মধ্যে প্রথম দফার বাড়ি তৈরির কাজও জেলায় শেষ হবে। বিষয়টি নিয়ে বাঁকুড়ার (Bankura) অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) রোহন যোশী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সিংহভাগ উপভোক্তাই অনুমোদন পেয়েছেন। কোটা অনুযায়ী ৯৮.০২ শতাংশ উপভোক্তাকে আমরা অনুমোদন দিয়েছি। আঁধারথোল গ্রাম থেকে শুরু করে (Bankura) ১নং ব্লকের কেঞ্জাকুড়া গ্রাম, কোথাও পঞ্চায়েত প্রধানকে ঘিরে ধরে, কোথায় পঞ্চায়েত দফতরে বিক্ষোভ করে বাঁকুড়া জেলায় একাধিক জেলায় আবাস যোজনা ঘর অনুমোদন কেন্দ্র করে বিক্ষোভ লক্ষ্য করা যায়। ডিসেম্বরের শুরুতেই জেলায় বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ শুরু করেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা। এরপর টানা একমাস ধরে চলে আবেদন, তালিকা ঝারাই বাছাইয়ের কাজ। সেইমতো মোট ৭১ হাজার প্রকল্প সুবিধা ভোগকারী ব্যক্তির নাম প্রকাশ করে জেলা প্রশাসন।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/njHTWfP
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads