দিল্লিকাণ্ডে রিপোার্ট তলব অমিত শাহের, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ https://ift.tt/6Nkj41q - MAS News bengali

দিল্লিকাণ্ডে রিপোার্ট তলব অমিত শাহের, উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ https://ift.tt/6Nkj41q

কানঝাওয়ালা (Kanjhawala) দুর্ঘটনা কাণ্ডে পুলিশের রিপোর্ট চাইলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Union Home Minister Amit Shah)। একই সঙ্গে গাড়ির চাকায় তরুণীকে ১২ কিলোমিটার ছেঁচরে নিয়ে যাওয়ার ঘটনায় দিল্লি পুলিশের স্পেশাল কমিশনার শালিনী সিংকে (Special Commissioner in Police Shalini Singh)তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। বছরের প্রথম দিনই ভোরের আলো ফোটার আগে মর্মান্তিক ঘটনার সাক্ষী হয়েছে দিল্লি। চাকায় তরুণীদেহ আটকে থাকা অবস্থাতে একই রাস্তা দিয়ে গিয়ে নিয়ে ঘুরপাক খেয়েছেন পাঁচ অভিযুক্ত। গোটা ঘটনার CCTV ফুটেজ দেখে চমকে উঠছে গোটা দেশ। উঠছে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ। প্রশ্ন উঠেছে ঘণ্টা দেড়েক একই রাস্তায় ঘুরতে থাকা গাড়িটিকে কেন ধরতে পারল না পুলিশ? তদন্তের নির্দেশ অমিত শাহের দিল্লির এই ঘটনা কী শুধুই দুর্ঘটনার? নাকি আরও বড় কোনও ষড়যন্ত্র রয়েছে নেপথ্যে? তরুণীর বিবস্ত্র দেহ উদ্ধারের পর উঠছে একাধিক প্রশ্ন। দেখে অনেকেই অনুমান জেনে বুঝে গাড়ির চাকায় আটকে থাকা তরুণীতে নিয়ে একই রাস্তায় ঘুরেছিলেন অভিযুক্তরা। প্রশ্ন , "শুধু দুর্ঘটনায় হলে এভাবে তাঁর মেয়ের পোশাক ছিঁড়ে যাওয়া কীভাবেসম্ভব? দিল্লি পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে আম আদম পার্টিও। এই পরিস্থিতেউ সোমবার গোটা বিষয় খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। নর্থব্লকের সূত্র উল্লেথ করে সংবাদ সংস্থা জানিয়েছে, "কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister Amit Shah) নির্দেশে দিল্লির পুলিশ কমিশনারের কাছে গোটা ঘটনার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে। " দিল্লির স্পেশাল পুলিশ কমিশনারকেও তদন্ত করে নর্থ ব্লকে রিপোর্ট দিতে বলা হয়েছে। অভিযুক্তের BJP-যোগ নিয়ে এই ঘটনার অন্যতম অভিযুক্ত মনোজ মিত্তল (Manoj Mittal) -র নেতা বলে বলেই পরিচিত। সোমবারই এই মনোজ মিত্তলের রাজনৈতিক পরিচয় তুলে পদ্ম শিবিরকে তীব্র আক্রমণ করে আম আদমি পার্টি। তাঁদের অভিযোগ দিল্লির মঙ্গলপুরী এলাকায় ৪২ নম্বর ওয়ার্ডে BJP-র নেতা। দিল্লির সুলতানপুরী থানার সামনে মনোজ মিত্তলের ছবি দেওয়া ব্যানার রয়েছে বলেও অভিযোগ তোলে AAP। তাঁদের অভিযোগ, অভিযুক্ত BJP-র নেতা বলেই চাকায় আটকে থাকা তরুণীকে নিয়ে ছুটে চলা গাড়ি আটকায়নি। প্রত্যক্ষদর্শীর থেকে ২২ বার ফোন পেয়েও কিছু করে উঠতে পারেনি পুলিশ। অভিযুক্তদের ফাঁসি চেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালও। এই পরিস্থিতেই এবার গোটা ঘটনায় রিপোর্ট চাইল অমিত শাহের মন্ত্রক।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/fLk0jaJ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads