পাটের গুদামে বিধ্বংসী আগুনে আতঙ্ক, শীতের হাওয়ায় বাড়ছে লেলিহান শিখা https://ift.tt/6ytmAL1 - MAS News bengali

পাটের গুদামে বিধ্বংসী আগুনে আতঙ্ক, শীতের হাওয়ায় বাড়ছে লেলিহান শিখা https://ift.tt/6ytmAL1

পাটের গোডাউনে বিধ্বংসী আগুনের ঘটনায় তীব্র আতঙ্ক এলাকাজুড়ে। সোমবার রাতে ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের সোহারইয়ের মণিপাড়া এলাকায়। গোডাউনে থাকা পাট সহ দুটি লরি পুড়ে যাওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রায়গঞ্জ থানার (Raiganj Police Station) বিশাল পুলিশ ও দমকলের ২টি ইঞ্জিন। আগুনের লেলিহান শিখা এতটাই বেশি ছিল যে দুটি দমকলের ইঞ্জিনের পক্ষে নিয়ন্ত্রণ করা সম্ভবপর হচ্ছিল না। উপরন্তু পাটের মতো দাহ্য বস্তু থাকায় মুহুর্মুহু বাড়ছে আগুনের শিখা। পরে বাড়ানো হয় ইঞ্জিনের সংখ্যা। শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। ইতিমধ্যেই রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, ডালখোলার পাশাপাশি মালদা জেলা থেকে মোট ৭টি দমকল ইঞ্জিন এসে পৌঁছেছে সেখানে। আগুনে নেভাতে কঠিন চ্যালেঞ্জের মুখে দমকলকর্মীরা। বিধ্বংসী আগুনে ভস্মীভূত গুদামে মজুত করা বিপুল পরিমাণ পাট। ইতিমধ্যেই আগুন পাশের একটি কারখানাতেও ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। আগুনের ঘটনায় ব্যাপক আতঙ্ক এলাকায়। তবে কীভাবে এই বিধ্বংসী আগুন লাগল তা এখনও জানা যায়নি। উত্তর দিনাজপুর জেলার ডিভিশনাল ফায়ার অফিসার স্বপন কুমার দাস বলেন, ''উত্তর দিনাজপুর জেলার সবকয়টি ফায়ারস্টেশন সহ মালদা জেলা থেকেও দমকলের ইঞ্জিন এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। খুব তাড়াতাড়ি তারা আগুন নিয়ন্ত্রিত করে ফেলবে বলে আশাবাদী তিনি। তবে কীভাবে এই আগুন লেগেছে তা এই মুহূর্তে বোঝা সম্ভব নয়। তবে গোটা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।'' তবে এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/Pps6YLJ
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads