জেলবন্দি ৬৩৩ জনকে মুক্তি দেওয়া হোক, ইসলামাবাদের কাছে আর্জি নয়াদিল্লির https://ift.tt/4dpl5Pg - MAS News bengali

জেলবন্দি ৬৩৩ জনকে মুক্তি দেওয়া হোক, ইসলামাবাদের কাছে আর্জি নয়াদিল্লির https://ift.tt/4dpl5Pg

শাস্তির মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া ভারতীয়দের (Indian) মুক্তি দিক পাকিস্তান (Pakistan)। নতুন বছরে ইসলামাবাদের (Islamabad) কাছে এমনই আর্জি জানাল নয়াদিল্লি। বিদেশমন্ত্রক (Ministry of External Affairs) সূত্রে খবর, পাক জেলে বন্দি থাকা ৬৩১ জন মৎস্যজীবী ও দু’জন অসামরিক ব্যক্তির শাস্তির মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এই ৬৩৩ জনে্র নাগরিকত্বও ইতিমধ্যেই নিশ্চিত করা হয়ে গিয়েছে। সেই কারণে তাঁদের মুক্তি দিয়ে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য আবেদন করা হয়েছে বলে জানিয়েছে সাউথ ব্লক। এছাড়াও ৩০ জন মৎস্যজীবী ও দু’জন নাগরিকের কনসুলার অ্যাকসেস দেওয়ার জন্যেও ইসলামাবাদের কাছে আর্জি জানানো হয়েছে। বিদেশমন্ত্রক সূত্রে খবর, এই ৩২ জনও ভারতীয় বলেই সন্দেহ করা হচ্ছে। তবে তাঁদের নাগরিকত্ব এখনও নিশ্চিত করা যায়নি। নাগরিকত্ব প্রমাণ হয়ে গেলে তাঁদেরও ভারতে ফেরানোর চেষ্টা করা হবে বলে স্পষ্ট করে দিয়েছে সাউথ ব্লক। প্রতি বছর ১ জানুয়ারি থেকে ১ জুলাইয়ের মধ্যে বন্দি প্রত্যর্পণ করে দুই দেশ। ২০০৮ থেকে এই ব্যবস্থা চলে আসছে। বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৯৫ জন পাক মৎস্যজীবী ও ৩৩৯ জন পাক নাগরিকের নাম ইসলামাবাদের হাতে তুলে দেওয়া হয়েছে। বেআইনিভাবে ভারতীয় জলসীমা বা ভূখণ্ডে ঢুকে পড়ায় এই ৪৩৪ জনকে গ্রেফতার করা হয়েছিল। এদেরই বিনিময়ে ৬৩৩ জনকে ছেড়ে দেওয়ার কথা রয়েছে ইসলামাবাদের। বিদেশমন্ত্রকের এক আধিকারিকের কথায়, “আমাদের তরফে যাবতীয় কাজ শেষ করা হয়ে গিয়েছে। পাক জেলে বন্দি থাকা ভারতীয়দের নিরাপত্তার বিষয়ও ইসলামাবাদকে সতর্ক করা হয়েছে। ইসলামাবাদের হাই কমিশনের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে।” এব্যাপারে পাকিস্তানও সদর্থক ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। দু’দিন আগেই সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তানকে কড়া ভাষায় নিশানা করেন বিদেশমন্ত্রী এস জয় শংকরের (External Affairs Minister S Jaishankar)। সন্ত্রাসবাদের জুজু দেখিয়ে ভারতকে সমঝোতার টেবিলে বসানো যাবে না বলে স্পষ্ট করে দেন তিনি। সাইপ্রাসে প্রবাসী ভারতীয়দের ওই সভা থেকে শুধুই পাকিস্তান নয়, আরেক প্রতিবেশী চিনকেও বার্তা দিয়েছেন বিদেশমন্ত্রী। সন্ত্রাস নিয়ে ভারতের আপোসহীন মনোভাবের কথা ফের একবার স্পষ্ট করেছেন বিদেশমন্ত্রী। তিনি বলেন, প্রতিবেশীদের সঙ্গে ভালো সম্পর্ক রাখা মানে সন্ত্রাসকে উপেক্ষা করা নয়। সেই আবহে এবছর বন্দি হস্তান্তরের প্রক্রিয়া আদৌ হবে কিনা, তা নিয়ে আশঙ্কা বাড়ছিল। যা অমূলক বলেই জানিয়েছেন বিদেশমন্ত্রকের ওই আধিকারিক।


from Bengali News Eisamay: (বাংলা সংবাদ) Latest News, Vieos, Breaking News in Bangla | Ajker Khobor - Eisamay Bangla https://ift.tt/7XZyItS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads