Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/57Q1bPz
মার্কিন স্পিকারের স্বামীকে হত্যার চেষ্টা, 'রাজনৈতিক হিংসা' নিয়ে সরব বাইডেন https://ift.tt/0yxC4s9

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ ‘হাউস অফ রিপ্রেজেনটেটিভ’-র স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পলকে উপর হামলার ঘটনায় সামলে এল চাঞ্চল্যকর তথ্য। মার্কিন পুলিশের দাবি, রীতিমতো পরিকল্পনা করেই ন্যান্সি-পলের সানফ্রান্সিসকোর বাড়িতে ঢুকেছিলেন হামলাকারী। মধ্যরাতে বাড়িতে ঢুকে মাথায় হাতুড়ির বাড়ি মেরে ৮২ বছরের পলকে খুনের পরিকল্পনা ছিল তাঁর। লাগাতার জেরায় ভেঙে পড়ে অভিযুক্ত এই কথা স্বীকার করেছেন বলে দাবি গোয়েন্দাদের। ইতিমধ্যেই সানফ্রান্সিসকো পুলিশের পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। তবে হামলার কারণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে তদন্তকারীদের। অন্যদিকে এই ঘটনায় উষ্মা প্রকাশ করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ফিলাডেলফিয়ার একটি জনসভায় ভাষণ দেওয়ার সময় রাজনৈতিক হিংসার প্রসঙ্গ তোলেন তিনি। ‘যথেষ্ট হয়েছে, এই ধরনের ঘটনা আর বরদাস্ত নয়,’ ওই জনসভা থেকে হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট বাইডেন। স্বামীর উপর প্রাণঘাতী হামলার পর এই নিয়ে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি মার্কিন নিম্নকক্ষের স্পিকার । তাঁর মুখপাত্র ড্রেভ হ্যামিল বলেন, “পল পেলোসির মাথা ও দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ভোঁতা অস্ত্র দিয়ে তাঁর উপর হামলাকারী চড়াও হয়েছিল। গুরুতর আহত পলকে দ্রুত সুস্থ করে তোলার জন্য চিকিৎসকরা সব ধরনের চেষ্টা চালাচ্ছেন।” এর পাশাপাশি, হামলার পর পরিবারের যেসব সদস্যরা আহত পলকে হাসপাতালে নিয়ে গিয়েছিলেন তাঁদের ধন্যবাদ জানাতে ভোলেননি ন্যান্সির মুখপাত্র। মার্কিন কংগ্রেসের সদস্যদের নিরাপত্তার দায়িত্বে থাকা ক্যাপিটল পুলিশের তরফে জানানো হয়েছে, হামলার সময় রাজধানী ওয়াশিংটনে ছিলেন ন্যান্সি। প্রসঙ্গত, চলিত সপ্তাহেই ইউরোপে নিরাপত্তা সংক্রান্ত বৈঠক সেরে দেশে ফিরেছিলেন মার্কিন নিম্নকক্ষের স্পিকার। অন্যদিকে ন্যান্সির স্বামীর উপর হামলার ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনায় ক্ষমতাসীন ডেমোক্র্যাটদের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল রিপাবলিকান পার্টি। দলের তরফে বিবৃতি দিয়ে বলা হয়েছে, মার্কিন কংগ্রেসের সদস্যদেরই নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছেন প্রেসিডেন্ট । ঘটনার পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কেরিন জিন পিয়েরে বলেন, “প্রেসিডেন্ট নিজে স্পিকার ন্যান্সির সঙ্গে কথা বলেছেন। তিনি সর্বতভাবে স্পিকার এবং তাঁর পরিবারের পাশে রয়েছেন।” ন্যান্সির স্বামী পল পেলোসির পরিচয় বিনিয়োগকারী হিসেবে। এই দম্পতির পাঁচ সন্তান রয়েছে। চলতি বছরের মে-তে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য পল পেলোসি দোষী সাব্যস্ত হন। সেই ঘটনার সঙ্গে হামলার কোনও যোগ রয়েছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/57Q1bPz
Previous article
Next article
Leave Comments
Post a Comment