''তোকে যেন চোখের সামনে না দেখি"' বাবার বকুনিতে পালিয়ে প্রেমিকের বাড়িতে নাবালিকা! https://ift.tt/tngbd2p - MAS News bengali

''তোকে যেন চোখের সামনে না দেখি"' বাবার বকুনিতে পালিয়ে প্রেমিকের বাড়িতে নাবালিকা! https://ift.tt/tngbd2p

"ওই ছেলেকে ভালোবাসলে ওর কাছেই চলে যা। আমি যেন তোকে আমার চোখের সামনে আর না দেখতে পাই..।" রাগ করে বলে ফেলেছিলেন বাবা। ১৬ বছরের মেয়ের মনেও বাবার কথা শুনে আঘাত লাগে। প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে যায় সে। এদিকে ছেলেটির বাড়ি থেকে বিয়ে দেওয়ার প্রস্তুতি শুরু হয়। কিন্তু সে তো নাবালিকা! এই বয়সে ছেলে-মেয়ের বিয়ে দেওয়া যে অপরাধ, সেটা মাথায় ঢোকেনি ছেলের পরিবারের। অবশেষে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিডিও- র সহযোগিতায় বাড়ি ফিরল মেয়ে। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) তমলুকে। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর ধরে তমলুকের বিষ্ণুবাড়-২ গ্রাম পঞ্চায়েতের বন মালিকালুয়া গ্রামের যুবক অমল মাইতির সঙ্গে তমলুকের (Tamluk) মৈশালি গ্রামের দশম শ্রেণীর নাবালিকা ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পারিবারিক অশান্তির কারণে নাবালিকা ছাত্রীটি বাড়ি ছেড়ে প্রেমিকের বাড়িতে চলে যায়। সেখানে তাদের বিয়ের প্রস্তুতি চলে। পাড়ার কিছু লোক বিষয়টি জানতে পেরে স্থানীয় গ্রাম পঞ্চায়েতে জানায়। ছেলেটির বাড়ির লোক এবং মেয়েটিকে সঙ্গে করে সোজা নিয়ে আসা হয় তমলুক বিডিও অফিসে। বিডিও অফিসে দুই পরিবারের লোকজনদের ডেকে কথা বলে বিয়ে বন্ধ করা হয়। পরিবারের সঙ্গে কথা বলেন নন্দকুমারের বিধায়ক সুকুমার দে, তমলুকের বিডিও (Tamluk BDO) সৌমেন মণ্ডল। দুই পরিবারকেই জানিয়ে দেওয়া হয়, ছাত্রীটি প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত নিজের বাড়িতে থাকবে। রাগ ভেঙেছে মেয়ের এবং বাবারও। বিডিওর সহায়তায় বাড়ি ফিরছে ওই নাবালিকা। মেয়েটির বক্তব্য, " আমি এখন ভুল বুঝতে পেরেছি। আমার বাবা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল। তাই রাগ করে বেরিয়ে যাই। এখন আমি বাপের বাড়িতে থেকে পড়াশোনা করব। আঠারো বছর না হলে বিয়ে করব না।" বিডিও (BDO) সৌমেন মণ্ডল বলেন, "আমার কাছে বিষ্ণুবাড় পঞ্চায়েতের প্রধান সাহেব এবং আরও তিন-চারজন মিলে মেয়েটিকে নিয়ে আসে। মেয়েটি বিয়ে করার জন্য বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। মেয়েটির বাবাও প্রথমে মেয়েটিকে ফেরাতে রাজি হচ্ছিল না। এরপর আমি মেয়েটির বাড়ি। এবং ছেলেটির পরিবারের লোকজনের সঙ্গে কথা বলি। মেয়েটিকে বোঝানো হয়। ওই নাবালিকাকে বাড়িতে ফিরিয়ে দেওয়া হচ্ছে। মেয়েটি রাজ্য সরকারের কন্যাশ্রী সহ অন্যান্য সুবিধা পাচ্ছে। আপাতত পড়াশুনা করবে। কিছুদিন বাদে আমাদের এখন থেকে একটি কাউন্সেলিং টিম নাবালিকার বাড়িতে যাবে।"


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/0xuBz2d
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads