''মোদী-শাহ রক্ষী ছাড়া পারবেন কাশ্মীর ঘুরতে'' https://ift.tt/g5xXG96 - MAS News bengali

''মোদী-শাহ রক্ষী ছাড়া পারবেন কাশ্মীর ঘুরতে'' https://ift.tt/g5xXG96

শ্রীনগর: ২০১০-এ কাশ্মীরি পণ্ডিতদের পুনর্বাসন প্রকল্পে বদগামের চাদুরার রাজস্ব দপ্তরে চাকরি পেয়েছিলেন তিনি। অফিসের সকলের ব্যবহার খুব ভালো, তাই কখনও বিপদের আঁচ পাননি বছর ছত্রিশের রাহুল ভাট। কিন্তু ভূস্বর্গে একের পর এক কাশ্মীরি পণ্ডিতের খুন আশঙ্কা বাড়াচ্ছিল। শেখপুরার কাশ্মীরি পণ্ডিত কলোনিতে স্ত্রী ও পাঁচ বছরের মেয়েকে নিয়ে বাস আর নিরাপদ বোধ হচ্ছিল না রাহুলের। তাই জেলা সদরদপ্তরে বদলির জন্য অনেক দিন ধরেই আবেদন করছিলেন, কিন্তু সে আবেদন বিশেষ পাত্তা পায়নি। স্ত্রী মীনাক্ষী বলেছিলেন চাকরি ছেড়ে জম্মু চলে যাওয়ার কথা, রাজি হননি রাহুল। সেটাই কি কাল হল? প্রশ্ন তুলে দিচ্ছে রাহুলের খুন! বৃহস্পতিবার অফিসে ঢুকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে রাহুলকে খুন করে তিন জঙ্গি, যা ঘিরে ফের উত্তাল কাশ্মীর। কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা কোথায়? শুধু পুনর্বাসন দিয়েই সরকারের দায় শেষ? প্রশ্নগুলো তুলে ক্ষোভ উগরে দিচ্ছেন রাহুল ভাটের স্ত্রী মীনাক্ষী। নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবি তুলে শুক্রবার রাস্তায় নেমেছিলেন কাশ্মীরি পণ্ডিতরা। কাঁধ মেলালেন স্থানীয় মুসলিমরাও। জনরোষ সামলাতে কাঁদানে গ্যাস, জলকামান ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশকে। যা দেখে প্রতিবাদীদের প্রশ্ন, 'কাঁদানে গ্যাস, লাঠির জোরে প্রতিবাদ তো ছত্রভঙ্গ করে দিলে। কিন্তু সিসিটিভি ফুটেজ, এতজন প্রত্যক্ষদর্শী থাকা সত্ত্বেও কেন ২৪ ঘণ্টা পরও অভিযুক্তদের ধরা গেল না?' সম্প্রতি জম্মু-কাশ্মীরে পরিযায়ী শ্রমিক, কাশ্মীরি পণ্ডিতদের টার্গেটেড খুন বেড়েছে। এদিকে কাশ্মীরি পণ্ডিতদের সরকারি চাকরি, জমি, বাড়ি দিয়ে কাশ্মীরে ফেরার ব্যাপারে উদ্বুদ্ধ করছে সরকার। কিন্তু কোন ভরসায় ফিরবেন তাঁরা? রাহুলের মৃত্যু তুলে দিচ্ছে সেই প্রশ্নই। নিহত রাহুলের স্ত্রী মীনাক্ষীর কথায়, 'ও বার বার বদলির জন্য আবেদন করেছিল, কিন্তু শুনলই না কেউ! বৃহস্পতিবার বিকেলে ওকে ফোন করেছিলাম, বলল বাড়ি ফিরছে। আর তার পাঁচ মিনিট পরেই এই খবর...প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তো কাশ্মীরি পণ্ডিতদের বলির পাঁঠা বানাচ্ছেন। তাঁদের রাজনীতির জন্য আমাদের ব্যবহার করছেন। আপনাদের চ্যালেঞ্জ করছি, নিরাপত্তারক্ষী ছাড়া কাশ্মীরে ঘুরে যান। কাশ্মীরি পণ্ডিতদের নির্বিচারে খুন করা হচ্ছে, আর পুরো দেশ চুপ করে আছে! কাশ্মীরি পণ্ডিতদের নিয়ে মোদী-শাহের তো কোনও মাথাব্যথাই নেই! ' জঙ্গিগোষ্ঠী 'কাশ্মীর টাইগার্স' রাহুলের খুনের দায় স্বীকার করেছে। কিন্তু এই খুনের পিছনে পরিচিত কারও হাত আছে বলে সন্দেহ রাহুলের স্ত্রী ও বাবার। মীনাক্ষীর কথায়, 'নিশ্চয়ই অফিসের কিছু লোকের সঙ্গে জঙ্গিদের যোগ ছিল। রাহুল বার বার বলত, অফিসের সকলের ব্যবহার খুব ভালো, কেউ কোনও ক্ষতি করবে না। কিন্তু জঙ্গিরা এসে যখন জানতে চাইল, রাহুল কে, ওরাই তো দেখিয়ে দিল! গুলি মেরে চলে গেল, কেউ আটকানোর চেষ্টাও করল না?' রাহুলের স্ত্রী-কন্যা বদগামে থাকলেও বাবা-মা এবং পরিবারের বাকিরা থাকেন জম্মুর দুর্গানগরে। শুক্রবার সেখানেই সম্পন্ন হয়েছে রাহুলের শেষকৃত্য। রাহুলের বাবা বিটা ভাটের দাবি, তাঁর ছেলেকে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে। সেই খুনের যথাযথ তদন্ত হোক। প্রশাসনের অবশ্য আশ্বাস, বিশেষ তদন্তকারী দল এর তদন্ত করবে। সরকারি চাকরি পাবেন নিহতের স্ত্রী। কিন্তু তাঁদের নিরাপত্তা নিশ্চিত না করলে সরকারি চাকরি থেকে গণ-পদত্যাগের হুমকি দিয়েছেন ভূস্বর্গে ফিরে আসা কাশ্মীরি পণ্ডিতরা। রাহুলের পরিজনের সঙ্গে দেখা করে ন্যায়বিচারের আশ্বাস দিয়েছেন জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহা। কিন্তু প্রতিবাদীদের দাবি, যে উপরাজ্যপাল নিরাপত্তা দিতে পারেন না, ক্ষমতায় থাকার অধিকার তাঁর নেই। নব্বইয়ের দশকে জঙ্গি কার্যকলাপের বাড়বাড়ন্তে ভূস্বর্গ ছাড়তে বাধ্য হয়েছিলেন কাশ্মীরি পণ্ডিতরা। মোদী সরকার ক্ষমতায় আসার পর পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করে কাশ্মীরি পণ্ডিতদের ফেরাতে উদ্যত হয়েছে কেন্দ্র। কিন্তু গত অক্টোবর থেকে একের পর এক খুনের ঘটনা ফের কাশ্মীরি পণ্ডিতদের মনে ভয় ঢুকিয়েছে। কলোনি ছেড়ে জম্মুতে পালিয়েছে অনেক পরিবার। যে ক'টি পরিবার রয়ে গিয়েছে, শুক্রবার তাঁরাই নেমেছিলেন পথে। এক প্রতিবাদকারীর কথায়, 'তহশিলদারের অফিসে ঢুকে খুন করা হচ্ছে! সরকারি অফিস যেখানে নিরাপদ নয়, সেখানে আমরা কার ভরসায় থাকব?' বদগামের শেখপোরায় কাশ্মীরি পণ্ডিতদের পাশে সামিল হয়েছিলেন মুসলিম প্রতিবেশীরাও। প্রতিবাদীদের খাবার-জল জোগানের পাশাপাশি নিরাপত্তার দাবিতে সরব হয়েছেন তাঁরাও। জাভেদ ইকবাল নামে স্থানীয় এক মুসলিমের কথায়, 'কাশ্মীরের সব মুসলিমদের বলছি, এগিয়ে এসে প্রতিবাদে সামিল হন। প্রশাসন কাশ্মীরি পণ্ডিতদের নিরাপত্তা দিতে পারছে না। ম্যাজিস্ট্রেটের অফিসের ভিতর একজন খুন হলে কাশ্মীরি পণ্ডিতরা কোথায় যাবেন?' জম্মু-কাশ্মীরের বিজেপি সভাপতি রবিন্দর রায়নার অবশ্য দাবি, এই খুনের পিছনে পাকিস্তানি জঙ্গিদের হাত রয়েছে। তাদের শীঘ্রই নিকেশ করবে নিরাপত্তা বাহিনী। কিন্তু পিডিপি নেত্রী মেহবুবা মুফতির অভিযোগ, সাম্প্রদায়িকতার তাস খেলছে কেন্দ্রের বিজেপি সরকার। আর তাই তাঁকে গৃহবন্দি করে নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আবদুল্লার দাবি, একটা যুক্তিসঙ্গত প্রতিবাদকে কড়া হাতে দমন করা হলো। উপরাজ্যপাল যদি কাশ্মীরি পণ্ডিতদের সুরক্ষা দিতে না পারেন, তা হলে প্রতিবাদের অধিকার তো সকলের আছে! কিন্তু এই প্রতিবাদ, উপরাজ্যপালের পদত্যাগ কি রক্তপাত থামাতে পারবে? উত্তর জানে না ভূস্বর্গের আতঙ্কিত মুখগুলো!


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/bioKT3s
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads