Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://eisamay.com/nation/maharashtra-health-minister-rajesh-tope-claims-covid-fourth-wave-will-not-come-soon/articleshow/91526031.cms
সংক্রমণ বাড়লেও চতুর্থ ঢেউ আসবে না! মন্তব্য মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রীর https://eisamay.com/photo/91526031/photo-91526031.jpg
করোনায় () আক্রান্তের সংখ্য়া প্রতিদিন বাড়লেও আপাতত অতিমারির () আসার কোনও সম্ভাবনাই চোখে পড়ছে না সরকারের ()। তাদের বক্তব্য, অদূর ভবিষ্যতে হঠাৎই রাজ্যে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়বে, এমনটা তাদের মনে হচ্ছে না! অথচ পরিসংখ্যান বলছে, যত দিন যাচ্ছে, করোনায় আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়তে শুরু করেছে। কিন্তু, কেন এমন কথা বলছে মহারাষ্ট্র সরকার? এর জবাবে নিজের মতো করেই যুক্তি সাজিয়েছেন মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী (Health Minister )। তাঁর বক্তব্য, ভারতের অন্য়ান্য রাজ্য, যেমন পঞ্জাব, দিল্লি এবং উত্তরপ্রদেশেও সংক্রমণের সংখ্যা ক্রমাগত বাড়ছে। তাই এ নিয়ে এত ভাবার কোনও প্রয়োজন নেই! কারণ, আক্রান্তের সংখ্যা নতুন করে বাড়লেও রোগীদের হাসপাতালে সেভাবে আর ভর্তি করতে হচ্ছে না। প্রসঙ্গত, সম্প্রতি দেশের করোনা পরিস্থিতি নিয়ে একটি জরুরি বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভার্চুয়াল মাধ্যমে সেই বৈঠকে বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সেখানেই পঞ্জাব-সহ অন্য রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের কথা বলার সুযোগ পান রাজেশ। আর সেই আলোচনা থেকেই তাঁর মনে হয়েছে, করোনার সংক্রমণ বাড়লেও চতুর্থ ঢেউ নিয়ে ভয় পাওয়ার কোনও কারণ নেই! এই প্রসঙ্গে মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী বলেন, "করোনা সংক্রমণের হার এখন অনেকটাই কমেছে। যদি মহারাষ্ট্রে প্রতিদিন ১২৫ থেকে ১৫০ জনও করোনায় আক্রান্ত হন, তাহলেও সেই আক্রান্তরা মুম্বই, থানে, পুণে, নাসিকের মতো কয়েকটি নির্দিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকছেন। আপনারা খেয়াল করে দেখবেন, কেবলমাত্র দুই থেকে চারটি জেলাতেই মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। কিন্তু, তার মানে এই নয় যে চতুর্থ ঢেউ আছড়ে পড়বে। আমাদের এই নিয়ে একেবারেই আতঙ্কিত হওয়ার কোনও প্রয়োজন নেই। এখনই এমন কিছু ঘটার কোনও সম্ভাবনা নেই।" তবে, একইসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী এও জানিয়েছেন যে রাজ্যের সরকার করোনার দৈনিক সংক্রমণের উপর নিয়মিত নজর রাখছে। পরিস্থিতির সামান্যতম অবনতি হলেই সঙ্গে সঙ্গে পদক্ষেপ করা হবে। এই প্রসঙ্গে বুধবারের সংক্রমণের রিপোর্ট উদাহরণ হিসেবে উপস্থাপিত করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, বুধবার গোটা রাজ্য়ে নতুন করে ২২১ জনের শরীরে করোনার উপস্থিতির সন্ধান মিলেছে। এঁদের মধ্যে অর্ধেকেরও বেশি আদতে মুম্বইয়ের বাসিন্দা। এবং তাঁদের মধ্যে কারও অবস্থাই সংকটজনক নয়। তবে, ওই একই দিনে করোনায় আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যুও হয়েছে। রিপোর্টে সেই তথ্য থাকলেও বিষয়টি নিয়ে খুব বেশি চিন্তা করতে রাজি নন স্বাস্থ্যমন্ত্রী। প্রসঙ্গত, চলতি বছরের প্রথমেই কানপুর IIT-এর বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, খুব সম্ভবত ২০২২ সালের জুন মাসের মাঝামাঝি সময় থেকেই দেশে করোনার চতুর্থ ঢেউ আছড়ে পড়বে। তাই আগেভাগেই সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিজ্ঞানীরা।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://eisamay.com/nation/maharashtra-health-minister-rajesh-tope-claims-covid-fourth-wave-will-not-come-soon/articleshow/91526031.cms
Previous article
Next article

Leave Comments
Post a Comment