“...অপরাধ করেছি!” সত্যজিতের নন্দনেই ‘অপরাজিত’ ব্রাত্য হ‌ওয়ায় তিতিবিরক্ত প্রযোজক-পরিচালক https://eisamay.com/photo/91524973/photo-91524973.jpg - MAS News bengali

“...অপরাধ করেছি!” সত্যজিতের নন্দনেই ‘অপরাজিত’ ব্রাত্য হ‌ওয়ায় তিতিবিরক্ত প্রযোজক-পরিচালক https://eisamay.com/photo/91524973/photo-91524973.jpg

নন্দনে জায়গা হল না অনীক দত্তের (Anik Dutta) ‘’র ()। ১৩ মে মুক্তি পেতে চলেছে সত্যজিৎ রায়ের () জীবনীভিত্তিক এই ছবি। শুধু নন্দন নয়, কলকাতার বাঙুর হাসপাতাল সংলগ্ন রাধা সিনেমা হলেও প্রদর্শিত হবে না এই ছবি। ‘ভবিষ্যতের ভূত’-এর পর ‘অপরাজিত’। সত্যজিৎ রায়ের মতো এক কিংবদন্তি শিল্পীকে নিয়ে তৈরি ছবি প্রদর্শনে সমস্যার সম্মুখীন অনীক। এর নেপথ্যে কী কারণ থাকতে পারে বলে মনে করছেন পরিচালক? এই সময় ডিজিটালকে তাঁর স্পষ্ট উত্তর, “এই বিষয়ে আমার কিছু মনে হয় না। কারণ আমি আন্দাজে কোনও কথা বলতে চাই না। হতাশ হয়েছি। কারণ আমার তৈরি ছবিগুলি মূলত যাঁরা দেখেন, তাঁদের একটা বড় অংশ নন্দনে ছবি দেখতে আসেন।” অনীক মনে করছেন, দর্শকদের অনেকেই ছবি দেখার জন্য নন্দনের উপর নির্ভরশীল। কারণ অনেকেরই বিভিন্ন মাল্টিপ্লেক্সে বহুমূল্য টিকিট কেটে ছবি দেখার সামর্থ্য থাকে না। পরিচালকের কথায়, “বঙ্গবাসী-সহ আমরা বিভিন্ন কলেজে গিয়েছি। সেখানে সকলের মধ্যে প্রচণ্ড উৎসাহ দেখেছি। কিন্তু তাঁরা তো আর মাল্টিপ্লেক্সে পটাপট টিকিট কেটে যেতে পারবেন না। তা ছাড়া কিছু মানুষ শহরতলি থেকেও আসেন। অবশ্যই একটা বড় অংশের দর্শক সেখানে ছবিটি দেখতে পারবেন না।” নন্দনে তাঁর ছবি দেখানো নাও দেখানো হতে পারে, এমন গুঞ্জন আগেই শুনেছিলেন অনীক। পরিচালকের দাবি, ছবিটি দেখার পর স্ক্রিনিং কমিটির সদস্যরা ফোন-মেসেজ করে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন। এর পরেও কেন নন্দনে ‘অপরাজিত’র জায়গা হল না, তার উত্তর খুঁজে পাচ্ছেন না অনীক। আগাগোড়াই কোনও রকম রাখঢাক ছাড়া নিজের রাজনৈতিক মতামত প্রকাশ করেছেন অনীক। পিছপা হননি সরকারের বিরুদ্ধে কথা বলতেও। এমনকী নানা সময় সরকার বিরোধী নানা বিক্ষোভ সমাবেশেও হাজির থাকতে দেখা গিয়েছে তাঁকে। শুধু মাত্র এই জন্যই কি নন্দনের মতো একটি সরকারি প্রেক্ষাগৃহে জায়গা করে নিতে পারল না তাঁর ছবি? অনীকের উত্তর, “এই পুরো বিষয়টার সঙ্গে রাজনীতির যোগ আছে কি না আমি জানি না। যখন বলব, যেমন জোরদার ভাবে বলে থাকি, তেমনই বলব। অকারণে আন্দাজ করব করে কিছু বলব না।” অনীকের ছবিতে অভিনয় করেছেন সায়নী ঘোষ। ঘটনাচক্রে যিনি শাসক দলের সদস্য। অনীক বললেন, “আমি ও ভাবে শিল্পীকে বেছে নিই না। আমার ছবিতে অঞ্জনা বসুও কাজ করেছেন। তিনি তো বিজেপি। আমি বিষয়টিকে এ ভাবে দেখি না। যাঁরা ছবিতে রয়েছেন, তাঁরা প্রত্যেকেই আছেন নিজেদের যোগ্যতার জন্য।” অনীক জানান, অনেক জনের অডিশনের পর এই ছবির জন্য বেছে নেওয়া হয়েছিল সায়নীকে। তাঁর কথায়, “এই চরিত্রে ওর থেকে ভালো আর কাউকে মানাত না। অনেকেই ছবিটি দেখে সে কথা বলছেন।” ছবির প্রযোজক ফিরদৌসল হাসান যদিও পুরো বিষয়টিতে রাজনীতির গন্ধ পেয়েছেন। রুষ্ট হয়ে তিনি বলেন, “আমরা ছবিটি বানিয়ে অপরাধ করে ফেলেছি। আমাদের ছবির কোনও যোগ্যতা নেই। বাকিদের হয়তো আছে। তাই আমাদের জায়গা দেয়নি। বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে আমাদের ছবি প্রশংসিত হয়েছে। ওদের মাপকাঠিতে তো হয়তো সেটা যোগ্যতা নয়।” এই মুহূর্তে নন্দনে চলছে ‘কিশমিশ’, ‘কলকাতার হ্যারি’এবং ‘মিনি’র মতো ছবি । এই তিনটির সঙ্গেই রয়েছে শাসক দলের যোগ। দেবের প্রযোজনায় তৈরি হয়েছে ‘কিশমিশ’। সেই ছবিতে অভিনয়ও করেছেন ঘাটালের সাংসদ। অন্য দিকে, ‘কলকাতার হ্যারি’র নায়ক সোহম চক্রবর্তী শাসক দলের বিধায়ক। আর ‘মিনি’র মুখ্য চরিত্রে রয়েছেন যাদবপুরের সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই কারণেই কি নন্দন থেকে ব্রাত্য অনীকে ‘অপরাজিত’? প্রযোজকের কথায়, “আমি তো সেটাই বলছি। আমি যে ছবিটা বানিয়েছি, সেটা তো ওঁদের মাপকাঠিতে উত্তীর্ণ হয়নি। তাই ওঁরা চালাননি। আমাদের ছবিটা হয়তো নন্দনে দেখানোর যোগ্যই নয়। একটা বিশাল সংখ্যক দর্শক এই ছবিটি দেখা থেকে বঞ্চিত হলেন। এটা অন্যায় নয়। এটা অপরাধ। এ রকমটা কেন হল তার যুক্তি দেওয়া উচিত। কিন্তু জানি দিনের শেষে কেউ কোনও যুক্তি দেখাবে না। কিন্তু এটা অপরাধ।” নন্দনের সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িত সত্যজিৎ রায়। এমনকী তার নামাঙ্কনও করেছিলেন কিংবদন্তি পরিচালক। আর তাঁরই জীবন নিয়ে তৈরি ছবি সেখানে ব্রাত্য। এ বিষয়ে পর্দার ‘অপরাজিত’ জিতু কামালের সঙ্গে যোগাযোগ করা হলে অভিনেতা জানান, তিনি শারীরিক ভাবে পুরোপুরি সুস্থ নন। শুধু বললেন, “এই প্রশ্নের উত্তর আমি এখন ঠিক করে দিতে পারব না। আমি আমার ছবি নিয়ে ছোট করে বলতে রাজি। কিন্তু এটা নিয়ে বড় করেই বলব।”


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://eisamay.com/entertainment/cinema/anik-dutta-directed-aparajito-will-not-be-screened-at-nandan/articleshow/91524973.cms
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads