Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://eisamay.com/business/business-news/irctc-offering-shri-ramayana-yatra-tour-know-full-details-here/articleshow/91525232.cms
আগামী মাসেই ছুটবে 'ভারত গৌরব' ট্রেন, ভাড়াসহ সুযোগ সুবিধা জেনে নিন https://eisamay.com/photo/91525232/photo-91525232.jpg
এই সময় ডিজিটাল ডেস্ক: এবার ভ্রমণপ্রিয় মানুষদের জন্য দারুণ সুখবর আনল IRCTC। প্রথমবার চালু হতে চলেছে ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেন। সূত্রের খবর আগামী 21 জুন থেকেই চালু হবে এই ট্রেনটি। ভ্রমণপ্রিয় যাত্রীদের রামায়ণের যুগে ফিরিয়ে নিয়ে যাবে ট্রেনটি। IRCTC-এর তরফে এর নাম দেওয়া হয়েছে ''। প্রকৃতপক্ষে, রামচন্দ্রের জীবনের সঙ্গে জড়িত যে জায়গাগুলি ভারতে রয়েছে, সেই জায়গাগুলি ঘুরবে ট্রেনটি। সরকারের ‘’ উদ্যোগকে প্রসারিত করতেই রেলের তরফে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঘোরা, থাকা, খাওয়াসহ এই ট্যুর প্যাকেজে দর্শনার্থীদের খরচ হবে প্রায় মাথাপিছু 62,370 টাকা। পুরো ট্যুর প্যাকেজটিতে AC কামরায় ট্রেনে ভ্রমণ, AC হোটেলে রাত্রিবাস, নিরামিষ খাবার, বাসে করে সাইড সিন ভ্রমণ, ট্রাভেল ইনসুরেন্স, গাইডের খরচ অন্তর্ভুক্ত রয়েছে। এছাড়াও ভ্রমণকারীদের স্বাস্থ্যের কথা ভেবে প্রয়োজনীয় স্বাস্থ্য সচেতনতা মূলক ব্যবস্থাও নেওয়া হবে IRCTC-র তরফে। কোন কোন জায়গায় যাবে? এই যাত্রায় ঘুরিয়ে দেখানো হবে, অযোধ্যা, ভদ্রাছালাম, চিত্রকূট, হাম্পি, কাঞ্চিপূরম, নন্দীগ্রাম, নাসিক, প্রয়াগরাজ, রামেশ্বরাম, শ্রীনাগাভীরপুর, সীতামারহি ও বারাণসী। অযোধ্যায় দেখানো হবে রাম মন্দির, সূরযঘাট, হনুমান গ্রহ। জনকপুরে দেখানো হবে রাম-জানকী মন্দির। প্রয়াগরাজে দেখানো হবে, ভরদ্বাজ আশ্রম, গঙ্গা-যমুনা সংগম, হনুমান মন্দির। কাঞ্চিপুরমে দেখানো হবে, বিষ্ণু কাঞ্চি, শিবা কাঞ্চি, কামাক্ষী আম্মান মন্দির। চিত্রকূটে দেখানো হবে গুপ্ত গোদওয়ারি, রামঘাট। উল্লেখ্য, এমন যে ট্যুর প্যাকেজ মাত্র একটি রয়েছে। এমনটা ভাবার কোনও কারণ নেই। ‘Dekho Apna Desh’ উদ্যোগের মাধ্যমেই রয়েছে লেহ ভ্রমণের সুযোগও। এই ট্যুরটি রয়েছে 6 রাত 7 দিনের। এই ট্যুর বুক করতে মাথাপিছু খরচ হবে 38470 টাকা। 16 জুনে এই ট্যুরটি শুরু হবে। এই যাত্রায় ফ্লাইটে করে দিল্লি থেকে লেহ যাওয়া ও আসা হবে। রামচন্দ্রের জীবন সম্পর্কিত সমস্ত জায়গা ঘুরতে হলে, ভারত গৌরব ট্যুরিস্ট ট্রেনটি বুকিং করতে হবে যাত্রীদের। https://www.irctctourism.com/pacakage_description?packageCode=CBG01 -এই লিঙ্কে গিয়ে যাত্রীরা টিকিট কাটতে পারেন। 17 রাত ও 18 দিন লাগবে এই গোটা ট্যুরে। 20-র বেশি সেক্টর থেকে তথ্য সমৃদ্ধ, দুরন্ত বিশ্লেষণ Economic Times-এর। ব্যবসা-বাণিজ্য, আয়কর, ক্রিপ্টো, শেয়ার বাজার সংক্রান্ত এমন নানা খবর পেতে পাঠকেরা চোখ রাখুন ।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://eisamay.com/business/business-news/irctc-offering-shri-ramayana-yatra-tour-know-full-details-here/articleshow/91525232.cms
Previous article
Next article

Leave Comments
Post a Comment