Bangla News Live
Bengali News
Current News in Bengali
আজকের বাংলা খবর
কলকাতা বাংলা খবর - এই সময়
বাংলা নিউজ
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://eisamay.com/nation/young-kashmiri-pandit-lost-life-in-valley/articleshow/91523244.cms
পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! উপত্যকায় খুন কাশ্মীরি পণ্ডিত https://eisamay.com/photo/91523244/photo-91523244.jpg
জম্মু-কাশ্মীরে () আবারও সন্ত্রাসবাদী হামলার শিকার হলেন এক ()। জঙ্গিদের ছোড়া গুলিতে প্রাণ গেল ওই যুবকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত যুবকের নাম রাহুল ভাট ()। বৃহস্পতিবার হামলার ঘটনাটি ঘটে উপত্যকার চদুরা (Chadoora) গ্রামে। স্থানীয় তহশিলদারের কার্যালয়ে ঢুকে রাহুলকে নিশানা করে জঙ্গিরা। তাঁকে খুব কাছ থেকে গুলি করা হয়। তাতে গুরুতর জখম হন ওই যুবক। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। কাশ্মীর আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত রাহুল ভাট তহশিলদারের কার্যালয়েই চাকরি করতেন। তাঁকে পয়েন্ট-ব্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালায় জঙ্গিরা। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আততায়ীরা সংখ্যায় ছিল দুজন। হঠাৎই সরকারি কার্যালয়ে ঢুকে প্রাণঘাতী হামলা চালায় তারা। গত কয়েক মাস ধরেই জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদী হামলার ঘটনা আবার বেড়ে গিয়েছে। সম্প্রতি, উপত্যকা থেকে একটি পোস্টার উদ্ধার করা হয়েছিল। তাতে জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈবার তরফ থেকে রীতিমতো হুমকি দেওয়া হয়। বলা হয়, যদি কাশ্মীর থেকে অকাশ্মীরিরা পাত্তারি না গোটান, তাহলে বেছে বেছে তাঁদের খুন করা হবে। ওয়াকিবহাল মহলের অনুমান, এই পোস্টারে আদতে কাশ্মীরি পণ্ডিত-সহ কাশ্মীরি সংখ্যালঘুদেরই নিশানা করা হয়েছে। পুলিশের দাবি, গত প্রায় আটমাস ধরে এই হত্যালীলা থামার নামই নিচ্ছে না। যার শুরুটা হয়েছিল ২০২১ সালের অক্টোবর মাসে। তখন থেকেই কিছু মানুষকে বেছে বেছে নিশানা করতে শুরু করে জঙ্গিরা। তথ্য বলছে, নিহতদের মধ্যে একটা বড় অংশই হলেন সেইসব ব্যক্তি, যাঁরা কোনও না কোনও সময় বাইরের কোনও এলাকা থেকে কাশ্মীরে থাকতে এসেছিলেন। এর পাশাপাশি, নতুন করে কাশ্মীরি পণ্ডিতদেরও নিশানা করা হচ্ছে। জঙ্গিদের এই প্রবণতা প্রশাসনের চিন্তা বাড়িয়েছে। কারণ, এত যে শুধুমাত্র একের পর এক নিরাপরাধ জীবনই শেষ হয়ে যাচ্ছে, তাই নয়। সেইসঙ্গে, কাশ্মীরে নতুন করে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কাও তৈরি হচ্ছে। এর ফলে বাসিন্দাদের মধ্যে পারস্পরিক দূরত্ব বাড়তে পারে বলে আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। গত বছরের অক্টোবর মাসে মাত্র পাঁচ দিনে সাতজন বাসিন্দাকে খুন করা হয়। তাঁদের মধ্যে একজন কাশ্মীরি পণ্ডিত, একজন শিখ এবং দুজন বাইরে থেকে আসা হিন্দু। এই ঘটনার পর থেকেই কাশ্মীরি সংখ্যালঘুদের মধ্যে আতঙ্ক বাসা বাঁধতে শুরু করেছে। অনেকেই ফের একবার উপত্যকা ছেড়ে নিরাপদ কোনও আশ্রয়ে যাওয়ার কথা ভাবতে শুরু করেছেন বলে দাবি সূত্রের। অন্যদিকে, বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী, আধাসেনা ও পুলিশও ধরপাকড় বাড়িয়েছে। গত কয়েক মাসে একাধিক যৌথ অভিযানের সুফল মিলেছে। বহু জঙ্গিকে নিকেশ করা হয়েছে। তাদের মধ্যে পাকিস্তানি নাগরিক যেমন রয়েছে, তেমনই রয়েছে এমন কিছু কিশোর ও যুবক, যারা আদতে কাশ্মীরের বাসিন্দা। এরা সকলেই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়ে জঙ্গি দলে নাম লেখায় বলে দাবি পুলিশের। পরিসংখ্যান বলছে, চলতি বছর এখনও পর্যন্ত জম্মু-কাশ্মীরে ১৬৮টি জঙ্গিদমন অভিযান চালানো হয়েছে। তাতে অন্তত ৭৫ জন সন্ত্রাসবাদীকে খতম করেছে নিরাপত্তাবাহিনী। এদের মধ্যে ২১ জন বিদেশি নাগরিক।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://eisamay.com/nation/young-kashmiri-pandit-lost-life-in-valley/articleshow/91523244.cms
Previous article
Next article

Leave Comments
Post a Comment