দিনের শেষে বাজি হারলেন ইমরান! খোয়ালেন প্রধানমন্ত্রীর পদ https://ift.tt/Hytz43a - MAS News bengali

দিনের শেষে বাজি হারলেন ইমরান! খোয়ালেন প্রধানমন্ত্রীর পদ https://ift.tt/Hytz43a

আর মিলল না ফ্রি হিটের সুযোগ। দিনের শেষে বাজি হারলেন । সরকারিভাবে প্রধানমন্ত্রীর পদ থেকে উৎখাত করা হল তাঁকে। আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন। সার্কুলার জারি করে জানিয়ে দিল পাকিস্তান ক্যাবিনেট। রবিবার রাতে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, পাকিস্তানের প্রেসিডেন্ট সংসদ ভেঙে দিয়েছেন। এরপরই সংবিধানের একাধিক ধারা উল্লেখ করে বলা হয়েছে, ইমরান আহমেদ খান নিয়াজি আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন। উল্লেখ্য, রবিবার সকাল থেকেই একের পর এক নাটকীয় মোড় দেখা যায় পাকিস্তানের রাজনীতিতে। এদিন সকালে প্রাথমিকভাবে স্বস্তি পেয়েছিলেন ইমরান খান। তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেন পাকিস্তানের National Assembly-র ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। তিনি বলেছিলেন, " ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব সেই দেশের সংবিধানের ৫ নম্বর ধারার পরিপন্থী।" এদিন ন্যাশানাল অ্যাসেম্বলি ভেঙে নতুন করে নির্বাচনে যাওয়ার প্রস্তাব দেন ইমরান খান। তাঁর বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে ডেপুটি স্পিকার বলেন, অনাস্থা প্রস্তাব আনা সংবিধান বহিঃভূত। অর্থাৎ অ্যাসেম্বলি ভেঙে আপাতত নির্বাচন করানোর পথ বেছে নেন ইমরান। তিনি রাষ্ট্রপতির কাছে নির্বাচন ঘোষণার আবেদন জানান। দেশবাসীকে ভোটের জন্য প্রস্তুত হওয়ার কথা বলেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। অর্থাৎ আস্থা ভোটের মুখোমুখিই হতে হয়নি ইমরান খানকে। এদিকে ইমরানের পরামর্শেই প্রেসিডেন্ট আরিফ আলভি সংসদ ভেঙে দিয়েছিলেন। অনাস্থার প্রস্তাবকেও বাতিল করে দিয়েছিলেন ডেপুটি স্পিকার। এনিয়ে একেবারে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়। কিন্তু, শেষ মুহূর্তে বদলে গেল সাজানো হিসেব নিকেশ।পূর্বে নেওয়া সিদ্ধান্তের মাত্র কয়েকঘণ্টার মধ্যে নয়া বিবৃতি জারি করল পাক সরকার। আর সরকারি বিবৃতি অনুযায়ী, আর পাকিস্তানের প্রধানমন্ত্রী নন ইমরান খান। বিরোধীরা ইতিমধ্যেই ১৯৫জন সদস্যের সমর্থনে শেহবাজ শরিফকে প্রধানমন্ত্রী হিসাবে ঘোষণা করে ফেলেছিলেন। বিরোধীরা সংসদ ভেঙে দেওয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও আবেদন জানিয়েছেন। সেই শুনানি অবশ্য সোমবার পর্যন্ত স্থগিত রাখা হয়েছে। এদিকে পাকিস্তান আর্মিও এই নিয়ে কোনও হস্তক্ষেপ করতে রাজি নয়। সব মিলিয়ে চরম নাটকীয় মোড় নিয়েছে পাকিস্তানের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট। এদিকে, যুদ্ধ শুরুর বার্তা দিলেন Pakistan People’s Party (PPP)-র প্রধান নেতা তথা প্রয়াত পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছেলে ( )। তিনি জানিয়েছেন, প্রধানমন্ত্রী ( ) ও তাঁর সরকারের বিরোধিতায় এবার পাকিস্তানের সুপ্রিম কোর্টের (Supreme Court) দ্বারস্থ হবেন তাঁরা।


from এই সময়: Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা খবর - Ei Samay https://ift.tt/ts9WwBi
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads