Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3pmgZiV
সলমানের ছবিতে শাহরুখ, Tiger 3 ছবির শুটিংয়ে কিং খান https://ift.tt/3ekhCmQ
এই সময় ডিজিটাল ডেস্ক: মাদক কাণ্ডে আরিয়ান খান গ্রেফতার হওয়ার পর থেকে সব কিছু বন্ধ রেখেছিলেন ()। শুধু তাই নয়, এমন কী বাড়ির বাইরের বেড়তে দেখা যায়নি। তবে ধীরে ধীরে স্বস্তি মিলেছে আরিয়ান। স্বাভাবিক জীবনে ফিরছে খান পরিবার। এবার বুধবার দিন প্রথমবার শ্যুটিং স্পটে দেখা গেল কিং খানকে। প্রথমে ভাবা হয়েছিল শাহরুখ হয়ত ‘পাঠান’ () -এর শ্যুটিং শুরু করেছেন, যা কিনা অসমাপ্ত ছিল। তবে সূত্রের খবর, ‘পাঠান’-এর জন্যে নয়, কিং খান শ্যুটিং শুরু করলেন Tiger 3 এর জন্য। এই খবর সামনে আসার পর থেকেই জল্পনা শুরু হয়ে গিয়েছে তাহলে কোন চরিত্রে দেখা যাবে শাহরুখকে। অন্যদিকে সলমানও () রয়েছেন Tiger 3 –তে। প্রশ্ন উঠছে দুই হেভিওয়েট যখন এক ছবিতে কার দিকে পাল্লা হবে ভারী। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে ইতিমধ্যেই নাকি দু-সপ্তাহ শ্যুটিং সেরে ফেলেছেন শাহরুখ। Tiger 3 এর সেটে শাহরুখের (Shah Rukh Khan) সঙ্গে খুব শীঘ্রই দেখা যাবে ভাইজানকে। এই মুহূর্তে Bigg Boss শোটির সঞ্চালনার দায়িত্ব থাকায় কিছুদিন বিরতি নিয়েছেন সলমান (Salman Khan)। Tiger 3 এর শ্যুটিং শেষ করেই শাহরুখ চলে যাবেন স্পেনে। ‘পাঠান’ (Pathan) ছবির বাকি কাজ শেষ করতে। পাঠান ছবিতে শাহরুখের সঙ্গে অভিনয় করবেন দীপিকা পাড়ুকোন ও জন আব্রাহাম। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবিটি আদ্যপান্ত একটি অ্যাকশন ছবি। পরিচালক সিদ্ধার্থ আনন্দ, যাঁর হাতে তৈরি হয়েছিল 'ওয়ার' ছবিটি, তাঁর হাতেই তৈরি হতে চলেছ শাহরুখের (Shah Rukh Khan) ‘পাঠান’। এই ছবির প্রযোজনায় থাকবে বলিউডের অন্যতম বড় প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস। এর আগে যশরাজের ব্যানারে ‘ব্যাং-ব্যাং’ ও ‘ওয়ার’ মতো ছবি করে বক্সঅফিসে ছাপ ফেলেছিলেন পরিচালক সিদ্ধার্থ আনন্দ। শোনা যাচ্ছিল, ‘পাঠান’ (Pathan) ছবিটি দিয়েই বলিউডে প্রত্যাবর্তন করতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। কিং খানকে বড় পর্দায় দেখার জন্য উদগ্রীব হয়ে রয়েছেন বাদশার লাখ লাখ ভক্ত। বিশাল বাজেটের এই ছবির অ্যাকশন দৃশ্যগুলিকে আরও চমকপ্রদ করে তোলার জন্যে এক বড় পদক্ষেপ করলেন নির্মাতারা। সুপারস্টারের জন্যে স্টাইলাইজড অ্যাকশন নিশ্চিত করতে ছবিতে নেওয়া হচ্ছে ৪ জন অ্যাকশন ডিরেক্টর।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3pmgZiV
Previous article
Next article
Leave Comments
Post a Comment