Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3y0xx2I
জাওয়াদের প্রভাব কেটেছে, রাজ্যের দোরগোড়ায় শীত https://ift.tt/3lJfE3t

এই সময় ডিজিটাল ডেস্ক: ছদ্মবেশে আর নয়, এবার পাকাপাকিভাবে দেখা পাওয়া যাবে শীতের! অবশেষে কি বাধামুক্ত হয়ে রাজ্য প্রবেশ করবে উত্তুরে হাওয়া! জাওয়াদের প্রভাবে হঠাৎ করেই রাজ্যে শীতের আমেজ। লেপ, কম্বল বার করতে বাধ্য হয়েছেন সাধারণ মানুষ। কিন্তু, এই শীত কোনওভাবেই স্থায়ী নয়, জানাচ্ছেন আবহাওয়াবিদদের একাংশ। রবিবার রাতেই শক্তিক্ষয় করে নিম্নচাপ রূপে রাজ্যে প্রবেশ করেছিল জাওয়াদ। এরপ্রভাবে সোমবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই কমবেশি বৃষ্টিপাত হয়। কিন্তু, আজ থেকে পরিস্থিতির উন্নতি হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বাংলাদেশের দিকে সরে গিয়েছে নিম্নচাপ। অর্থাৎ দুর্যোগের অবসান। এদিকে জাওয়াদের সময় তাপমাত্রা কমায় আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন সাধারণ মানুষ। তবে কি স্থায়ীভাবে কমবে তাপমাত্রার পারদ? আবহাওয়াবিদদের একাংশ জানাচ্ছেন, এই পারদ পতন আদতে ছদ্মশীত, যা স্থায়ী হবে না। এই অস্থায়ী পারদ পতনকে কোনওভাবেই শীত বলা যায় না। সেক্ষেত্রে রাজ্যে কবে থেকে পড়বে শীত? আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানান, আজ মঙ্গলবার থেকে দুর্যোগ সরবে আবহাওয়ার উন্নতি হবে। সেভাবে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই আর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে না। একইসঙ্গে মঙ্গলবার থেকেই রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা কমতে শুরু করবে বলে জানান তিনি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিন মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত নামবে তাপমাত্রার পারদ। শুক্রবার থেকে রাজ্যে শীতের আমেজ পড়তে পারে। অর্থাৎ অবশেষে, বাধাহীনভাবে রাজ্যে প্রবেশ করতে পারে উত্তুরে হাওয়া। এর জেরে পারদ পতন ঘটবে এবং এই মরশুমের মতো স্থায়ীভাবে পড়বে শীত। শীতপ্রেমীদের আক্ষেপ ছিল, বড়দিন এবং নিউ ইয়ার কি হবে শীত ছাড়াই কাটাতে হবে? এই প্রশ্নের জবাব দিয়েছেন আবহাওয়াবিদরা। শীতপ্রেমীদের আক্ষেপ ছিল, বড়দিন এবং নিউ ইয়ার কি হবে শীত ছাড়াই কাটাতে হবে? এই প্রশ্নের জবাব দিয়েছেন আবহাওয়াবিদরা। তাঁরা জানাচ্ছেন, রাজ্যে এবারে ধীরে ধীরে কমতে শুরু করবে তাপমাত্রা। একধাক্কায় ৩ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, আজ শহর কলকাতার আকাশ থাকবে মূলত মেঘমুক্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতির উন্নতি হবে। কলকাতার আরও খবরের জন্য । প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন ।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3y0xx2I
Previous article
Next article
Leave Comments
Post a Comment