কে এই সান্টা ক্লজ? লাল ছাড়া সাদা, সবুজ পোশাকেও দেখা মিলেছে তাঁর! https://ift.tt/32hUMtS - MAS News bengali

কে এই সান্টা ক্লজ? লাল ছাড়া সাদা, সবুজ পোশাকেও দেখা মিলেছে তাঁর! https://ift.tt/32hUMtS

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: বড়দিনে () গোটা বিশ্বের শিশুদের নাকি উপহার দিয়ে বেড়ান সান্টা ক্লজ। তাঁর বিশাল ঝুলির মধ্যে সবার জন্য কিছু না কিছু থাকে। ছোটবেলায় সরল মনে বিশ্বাস করা এই কাহিনি যে নিছকই গল্পকথা তা বড় হতে না হতেই বোঝা যায়। কিন্তু কে এই (Santa Clause)? কেনই বা শিশুদের উপহার দেন তিনি? আর তাঁর পোশাকের রং লাল কেন? এই সব প্রশ্ন বড়বেলাতেও পিছু ছাড়ে না। এই সব না জানা প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করব এখন। যিশু খৃস্টের (Jesus Christ) মৃত্যুর ২৮০ বছর পরে রোমের মাইরাতে জন্ম হয় সেইন্ট নিকোলাসের। ছোটবেলায় বাবা-মাকে হারানো নিকোলাস জীবনের একমাত্র ভরসা ও বিশ্বাস রেখেছিলেন যিশু খৃস্টের ওপরে। নিজে ছোটবেলায় অনাথ হয়ে যাওয়ায় গরীব শিশুদের অত্যন্ত ভালোবাসতেন তিনি। সেই কারণের গরীব শিশুদের উপহার দিয়ে বেড়াতেন সেইন্ট নিকোলাস। আকাশে যখন অর্ধেকটা চাঁদ থাকত, সেই সময় নিজেকে আড়াল করে উপহার দিতেন তিনি, যাতে তাঁকে চেনা না যায়। সেই কারণে সান্টা নামে পরিচিত হয়েছিলেন নিকোলাস। যে লাল পোশাকে আমরা সান্টা ক্লজকে বর্তমান দিনে দেখে অভ্যস্ত, বরাবর কিন্তু তাঁর পোশাক এমনটা ছিল না। আগে বাদামী এবং আরও অন্য রঙের পোশাকে দেখা গিয়েছে তাঁকে। এই সব রঙের মধ্যে রয়েছে বেগুনি, সাদা এমনকি কালোও। বর্তমান দিনে সান্টার যে চেহারা তা তৈরি করেন থমাস নাস্ট। হারপার উইলকি নামে একটি পত্রিকার জন্য লাল রঙের পোশাকে সান্টাকে আঁকেন তিনি। অনেকে মনে করেন যে কোকা কোলার একটি বিজ্ঞাপনে প্রথম সান্টাকে লাল রঙের পোশাকে দেখা যায়। কিন্তু তা ঠিক নয়। ১৯৩১ সালে কোকা কোলার ওই বিজ্ঞাপনের আগেই সান্টাকে প্রথম লাল পোশাকে এঁকেছিলেন থমাস নাস্ট। সান্টাকে সবুজ পোশাকেও এঁকেছিলেন তিনি। কিন্তু লাল পোশাকের সান্টাই বেশি জনপ্রিয় হয়ে যায়। আগে সান্টার চেহারা ছিল খুবই খুদে। কারণ সব বাড়ির চিমনি দিয়ে তাঁকে উপহার পৌঁছে দেওয়ার জন্য ভেতরে ঢুকতে হত। পরে সান্টার চেহারাকে বড় করেন নাস্ট।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3JhFshm
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads