জানলা ভেঙে বেপাত্তা বৌ, ফেসবুক-শরণে যুবক https://ift.tt/32E7vqy - MAS News bengali

জানলা ভেঙে বেপাত্তা বৌ, ফেসবুক-শরণে যুবক https://ift.tt/32E7vqy

সমীর মণ্ডল পাঁচ হাজার নগদ দেবো, বউকে যদি এনে দাও! জানলা ভেঙে বেপাত্তা বৌয়ের খোঁজে সোশ্যাল মিডিয়ায় এই কাতর আবেদনই করেছেন স্বামী। তবে এখনও বৌয়ের খোঁজ পাননি। একাই বাড়ি ছাড়েননি তাঁর বৌ। সঙ্গে নিয়ে গিয়েছেন দু'বছরের সন্তানকেও। পেশায় রাজমিস্ত্রি পিংলার ওই যুবক ১০ ডিসেম্বর থেকে বিভিন্ন জায়গায় হত্যে দিচ্ছেন। আত্মীয়-পরিজন, চেনাশোনা কেউ বাকি নেই যাঁদের কাছে বৌ-বাচ্চার খোঁজ করেননি। সব জায়গা থেকেই হতাশ হয়ে ফিরেছেন। শেষ পর্যন্ত বৌ-বাচ্চাকে ফেরাতে তাদের ছবি দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন, 'ইস লেড়কি ওর বাচ্চা ৯ ডিসেম্বর সে লা পাতা। জিকো পাতা মিলেগা পাতা দেনা প্লিজ। উসকো ৫০০০ রুপিস মিলেগা।' তবে ফেসবুকও এখনও খুঁজে দিতে পারেনি ওই যুবকের বৌ-সন্তানকে। পিংলার ওই যুবক মাসখানেক আগে রাজমিস্ত্রির কাজে হায়দরাবাদ গিয়েছিলেন বাড়তি রোজগারের আশায়। সেই কাজ করতে গিয়ে তাঁর ঘরের লক্ষ্মী এ ভাবে জানলা দিয়ে ভাগলবা হবেন, কে জানত! ৯ ডিসেম্বর হায়দরাবাদে ওই যুবকের কাছে পৌঁছয় এই 'দুঃসংবাদ'। ১০ তারিখ তড়িঘড়ি পিংলায় ফিরে আসেন তিনি। যদিও জেলা পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, 'পরিবারের তরফে আমাদের কাছে কোনও অভিযোগ জানানো হয়নি।' তবে ওই যুবকের দাবি, তাঁরা পুলিশের কাছে পুরো ঘটনাটি জানিয়েছেন। কার টানে তাঁর বৌ ঘর ছাড়লেন, তা-ও স্পষ্ট নয় ওই যুবকের কাছে। তবে তিনি জানিয়েছেন, তাঁর স্ত্রী যাঁর সঙ্গে বেপাত্তা হয়েছেন, তিনি ওই তরুণীকে একটি মোবাইল ফোন কিনে দিয়েছিলেন। সেই ফোনে নাকি ওই যুবকের সঙ্গে লুকিয়ে রাতের পর রাত গল্প করতেন। ৯ তারিখ রাতে একটি নম্বরবিহীন ন্যানো ওই এলাকায় এসেছিল। তাতে করেই সম্ভবত গ্রাম ছেড়েছেন ওই তরুণী। শুধু তাই নয়, ওই যুবকের দাবি, তাঁর স্ত্রীর একার পক্ষে জানলা ভাঙা সম্ভব নয়। যাঁর সঙ্গে তিনি ঘর ছেড়েছেন, তিনিও জানলা ভাঙতে সাহায্য করেছেন। এখানেই শেষ নয়, বাড়ি ছাড়ার আগে ওই তরুণী নিজের ভোটার, আধার কার্ড, সন্তানের বার্থ সার্টিফিকেট, গয়না, টাকা-সব নিয়ে বেপাত্তা হয়ে গিয়েছেন রাতের অন্ধকারে। দরজা দিয়ে নয়, রীতিমতো বাঁশের জানলা ভেঙে! বৌ পালানোয় ভেঙে পড়েছেন ওই যুবক। তাঁর আক্ষেপ, 'আমার স্ত্রীকে বাইরের দুনিয়ার লোভ দেখিয়ে কেউ নিয়ে গিয়েছে। ও লেখাপড়া জানে না। ওকে কোথাও ছেড়ে দিলে বাড়ি পর্যন্ত ফিরে আসতে পারবে না। মাসখানেক হলো হায়দরাবাদে গিয়েছিলাম। বাবা-মায়ের কাছে থাকত আমার স্ত্রী ও সন্তান। হায়দরাবাদেই জানতে পারি, ৯ই ডিসেম্বর রাতে বাড়ির বাঁশের জানলা ভেঙে কোথাও চলে গিয়েছে!' ওই যুবক আরও জানিয়েছেন, তাঁদের বাড়িতে কোনও ফোন নেই। ওই যুবক তাঁর স্ত্রীকে একটি ফোন কিনে দেন। সেটিকেই যত নষ্টের মূল বলছেন পেশায় রাজমিস্ত্রি ওই যুবক। তাঁর কথায়, 'ফোনটি লুকিয়ে ব্যবহার করত আমার স্ত্রী। আমি বা বাড়ির কেউ ঘুণাক্ষরেও তা জানতাম না। বাড়ি থেকে ভোটার কার্ড, আধার কার্ড, গয়না, টাকা সব নিয়ে পালিয়েছে। এতে বাড়ির সকলের নাওয়া-খাওয়া লাটে গিয়েছে। পুলিশকে পুরো ঘটনা লিখিত ভাবে জানিয়েছি। ফেসবুকেও পোস্ট দিয়েছি। যদি কেউ এদের সন্ধান দেয়, তাকে ৫ হাজার টাকা পুরস্কার দেবো।' সপ্তাহ দেড়েক আগেই বেলুড়ের বাসিন্দা দুই জা মুর্শিদাবাদের দুই রাজমিস্ত্রির সঙ্গে ঘর ছাড়েন। পরে আসানসোল স্টেশন থেকে তাঁদের আটক করা হয়। গ্রেপ্তার করা হয় ওই দুই রাজমিস্ত্রিকে। ওই দুই তরুণীকে এখনও ফেরায়নি শ্বশুরবাড়ি। তবে এ ক্ষেত্রে ওই যুবক চাইছেন ফিরে আসুক তাঁর স্ত্রী-সন্তান। তারা ফিরে এলে সাদরে ঘরে তুলবেন তাদের। সূত্রের খবর, আগেও একবার বাড়ি ছেড়ে চলে যান ওই তরুণী। তবে দিন কয়েক পরে ফিরেও আসেন। ওই যুবক অবশ্য ওই ঘটনায় খুব একটা আমল দিতে নারাজ। তাঁর যুক্তি, 'ও সব কথা বাদ দিন। সে সব কবে মিটমাট হয়ে গিয়েছে। এ বারের বিষয়টি একে বারেই অন্য রকম। দরজা খুললে পাছে মা-বাবা বুঝতে পারে, তাই ঘরের বাঁশের জানলা ভেঙে পালিয়েছে। ভোরে বাবা উঠে দেখেন জানলা ভাঙা। ভেতরে কেউ নেই। আমার স্ত্রী তো একা জানলা ভাঙতে পারে না। আমি নিশ্চিত, যে ওকে নিয়ে গিয়েছে, সে জানলা ভাঙতে সাহায্য করেছে। আমি চাই যে এই কাজ করেছে, ধরা পড়ুক। আমার বৌ-সন্তান বাড়ি ফিরে আসুক। আমি ওদের নিয়েই থাকতে চাই।'


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HmK4RH
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads