দান করেছিলেন ₹374 কোটি! রতন টাটার জন্মদিনে জানুন অজানা কাহিনী https://ift.tt/314G4FL - MAS News bengali

দান করেছিলেন ₹374 কোটি! রতন টাটার জন্মদিনে জানুন অজানা কাহিনী https://ift.tt/314G4FL

এই সময় ডিজিটাল ডেস্ক: 1937 সালের 28 ডিসেম্বর জন্ম গ্রহণ করেন দেশের অন্যতম সফল শিল্পপতি । তিনি তার পরোপকারের জন্য যতটা বিখ্যাত , ততটাই বিখ্যাত তাঁর ব্যবসায়িক নীতির জন্য। এই ব্যবসায়িক টাইকুন সম্পর্কে তার 84তম জন্মদিনে জেনে নিন , তাঁর সম্পর্কে অজানা এক ডজন কথা : 1 . রতন 1937 সালে গুজরাটের সুরাটে জন্মগ্রহণ করেন । তার বাবার নাম ছিল নওয়ল টাটা আর তাঁর মা হলেন সুনি টাটা । নওয়ল টাটা ছিলেন টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা জামসেটজি টাটার দত্তক নাতি । 2 . তার বাবা-মা আলাদা হয়ে যাওয়ার পর তাঁকে তাঁর ঠাকুমা বড় করেছিলেন , যখন তাঁর বয়স ছিল মাত্র 10 বছর। 3 . টাটার এদেশে প্রথম কাজের জায়গা ছিল টাটা স্টিলে 1961 সালে । তখন তার কাজের মধ্যে ছিল ব্লাস্ট ফার্নেস এবং বেলচা চুনাপাথর পরিচালনা করা । 4 . 1962 সালে তিনি বি.আর্ক ডিগ্রি পেয়েছিলেন কর্নেল থেকে । 5 . 1962 সালের শেষের দিকে ভারতে ফিরে আসার আগে , তিনি লস অ্যাঞ্জেলেসে Jones and Emmons-এ সামান্য কিছুদিন কাজ করেছিলেন । 6 . তিনি 1975 সালে হার্ভার্ড বিজনেস স্কুলে অ্যাডভান্সড ম্যানেজমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেন । 7 . 1981 সালে , তিনি টাটা ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মনোনীত হন । তাঁর নেতৃত্বে , টাটা টি টেটলিকে অধিগ্রহণ করে , টাটা মোটরস জাগুয়ার ল্যান্ড রোভার অধিগ্রহণ করে এবং টাটা স্টিল কোরাস অধিগ্রহণ করে , একটি বৃহত্তর ভারত-কেন্দ্রিক গোষ্ঠী থেকে টাটাকে একটি বিশ্বের বড় ব্যবসায়ী গোষ্ঠীতে পরিণত করার প্রয়াস করেন । 8 . রতন টাটা উড়তে খুব পছন্দ করেন । 2007 সালে, তিনি প্রথম ভারতীয় হয়ে ওঠেন , যিনি F-16 ফ্যালকনের পাইলট হন । 9 . 2009 সালে , রতন টাটা এমন একটি গাড়ি তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন যেটির দাম মাত্র এক লাখ এবং মধ্যবিত্তের পক্ষে ব্যয় ভার বহন করা সম্ভব। এই প্রতিশ্রুতি থেকে , টাটা ন্যানো গাড়ি জন্ম গ্রহণ করেছিল । 10 . তিনি গাড়িও খুব পছন্দ করেন । তার সংগ্রহে রয়েছে মার্সিডিজ বেঞ্জ এস-ক্লাস , মাসেরাটি কোয়াট্রোপোর্ট , মার্সিডিজ বেঞ্জ 500 এসএল , জাগুয়ার এফ-টাইপ , জাগুয়ার এক্সএফ-আর-এর মতো উচ্চমানের গাড়ি । 11. 2010 সালে , রতন টাটা হার্ভার্ড বিজনেস স্কুলের জন্য একটি এক্সিকিউটিভ সেন্টার নির্মাণের জন্য 50 মিলিয়ন মার্কিন ডলার দান করেন । ফলে সেই হলটির নামকরন করা হয় টাটা হল । 12. টাটা ভারতের দুটি সর্বোচ্চ অসামরিক পুরস্কার প্রাপক - পদ্মবিভূষণ (2008) এবং পদ্মভূষণ (2000) ।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HgbHvE
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads