Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3FIq0bC
রাহানের ফর্ম নিয়ে মুখ খুললেন পূজারা https://ift.tt/3l2CrHo

এই সময় ডিজিটাল: কয়েক মাস ধরেই রানের খরা চলছে অজিঙ্কা রাহানের। নিজের সেরা ফর্ম হাতড়ে বেরাচ্ছেন। তাঁর উপরে এখনও ভরসা রেখেছেন নির্বাচকরা। এবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে অধিনায়ক তিনি। যদিও চেতেশ্বর পূজারা মনে করেন রাহানের ফর্মে ফেরা সময়ের অপেক্ষা। প্রথম ম্যাচে সহ অধিনায়ক পূজারা। অজিঙ্কা রাহানে ও চেতশ্বর পূজারা জুটি ভারতকে একাধিক ম্যাচে জয় উপহার দিয়েছে। কিন্তু, সম্প্রতি সময়ে কিছুটা নড়বড়ে এই জুটি। একাধিকবার টেস্ট দল থেকে বাদ দেওয়ার দাবি উঠেছে। কিন্তু, ভরসা রেখেছেন নির্বাচকরা। চলতি বছরে ১১টা টেস্টে রাহানের গড় ১৯। সূত্রের খবর, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে রাহানে পূজারার ব্যাটিংয়ে মোটেই সন্তুষ্ট ছিলেন না বিরাট। খারাপ সময় কাটিয়ে ভালো খেলতে মুখিয়ে তাঁরা। টেস্টের আগে একটি সাংবাদিক বৈঠকে পূজারা বলেন, ‘রাহানে দারুণ প্লেয়ার। একটা সময় থাকে যখন প্লেয়াররা এই খারাপ সময়ের মধ্যে দিয়ে যায়। ছন্দ ফিরে পেতে ও মাত্র একটা ইনিংস দূরে আছে। এই সিরিজে ভালো রান পাবে।’ প্রথম টেস্টে অধিনায়ক রাহানে। তাঁর ডেপুটি পূজারা। তবে এই ম্যাচটা বাকি ম্যাচের থেকে কঠিন হতে চলেছে। কারণ, এই ম্যাচে রোহিত শর্মা, বিরাট কোহলি থাকবেন না। চোটের কারণে প্রথম ম্যাচে ছিটকে গিয়েছেন কেএল রাহুলও। বোলিংয়ে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ শামি নেই। ফলে সব মিলিয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে রাহানেকে। এই পরিস্থিতিতে রাহানে পূজারা জুটি না টিকলে ভারতের জেতা মুশকিল হতে পারে। ব্যাটিংয়ে প্রথম ম্যাচে সবথেকে বড় পরীক্ষা। মনে করা হচ্ছে ওপেনিংয়ে ময়ঙ্ক আগরওয়াল ও শুভমন গিল থাকবেন। তিন নম্বরে নামতে পারেন চেতেশ্বর পূজারা। শ্রেয়স আইয়ার ও সূর্যকুমার যাদবের মধ্যে কোনও একজনের অভিষেক হতে পারে। প্রায় নতুন দল পাবেন রাহানে। ২০১৯ সাল থেকে ৪০টি টেস্ট খেলেছেন রাহানে। যারমধ্যে রয়েছে সাতটি অর্ধশতরান ও তিনটে শতরান। বছরের শুরুতে অস্ট্রেলিয়া সিরিজে বিরাটের অনুপস্থিতিতে রাহানের অধিনায়কত্বে ড্র করেছিল ভারত। ওই ম্যাচে প্রশংসা কুড়িয়েছিলেন রাহানে। কিন্তু, তাঁর ব্যাটিং দীর্ঘ সময় ধরেই প্রশ্নের মুখে। এই সিরিজে ভালো খেলতে না পারলে ভারতের হয়ে তাঁর টেস্ট ভবিষ্যৎ প্রশ্নের মুখে বলে মনে করেন বিশেষজ্ঞরা।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3FIq0bC
Previous article
Next article
Leave Comments
Post a Comment