Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3cHs1Im
জুতোর এই নিয়মগুলি মেনে চলুন, বাড়বে সুখ-সৌভাগ্য! জানাচ্ছে বাস্তু শাস্ত্র https://ift.tt/3l10si1

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: স্বাস্থ্য ও সৌভাগ্য লাভের জন্য আমরা নানান বাস্তু উপায় মেনে চলি। জুতোর মাধ্যমেও সৌভাগ্য ও স্বাস্থ্য লাভের কিছু উপায় জানিয়েছে বাস্তু শাস্ত্র। পায়ের সঙ্গে শনির সম্পর্ক রয়েছে। শুধু তাই নয়, বাইরের পরার জুতো পরে যখন আপনি বাড়িতে প্রবেশ করেন, তখন নিজের সঙ্গে রাহু ও কেতুর সঙ্গে জড়িত দোষও নিয়ে আসেন। জুতোর সাহায্যে কী ভাবে নিজের সৌভাগ্য বৃদ্ধি করবেন, জেনে নিন— ১. গোপনে এই উপায় করবেন কোষ্ঠিতে শনি দোষ, শনির আড়াই বা সাড়েসাতি চলতে থাকলে শনিবার কাউকে না-জানিয়ে কালো রঙের চামড়ার জুতো বা চপ্পল মন্দিরের প্রবেশ দ্বারে রেখে চলে আসুন। এমন করার সময় পিছন ফিরে তাকাবেন না। শনির কারণে জীবনে সমস্যা দেখা দিলে এই উপায় মুক্তি পেতে পারেন। ২. জুতো চুরি গেলে দুঃখ করবেন না মন্দিরে চটি বা জুতো চুরি হয়ে গেলে দুঃখ পাবেন না। কারণ জ্যোতিষ অনুযায়ী এটি জীবনে শুভ সংকেত বহন করে। শনিবার জুতো বা চটি চুরি হওয়া আরও শুভ। জ্যোতিষ মতে, এমন হলে শনি দোষ থেকে মুক্তি পাওয়া যায়। ৩. ছেঁড়া জুতো পরবেন না চাকরির ইন্টারভিউ, ছেলে বা মেয়ের বিয়ের পাকা কথা বলা বা দূরের যাত্রা করার সময় ভুলেও ছেঁড়া জুতো পরবেন না। কারণ এই জুতো আপনার কাজে সাফল্যের পথে বাধা সৃষ্টি করতে পারে। ৪. প্রবেশদ্বারের সামনে জুতো খুলবেন না কখনও প্রবেশদ্বারে জুতো খুলবেন না। এমনকি কোনও অতিথি এলে তাঁদেরও সেখানে জুতো খুলতে দেবেন না। কারণ এর ফলে আপনার সৌভাগ্য ও সমৃদ্ধি প্রভাবিত হবে। ৫. পশ্চিম দিকে জুতো রাখবেন কখনও উত্তর-পূর্ব দিকে জুতো খুলে রাখবেন না। গুছিয়ে পশ্চিম দিকে জুতো রাখা উচিত। ৬. বাইরের জুতো বাড়িতে পরে ঘুরবেন না বাইরে যে জুতো বা চটি পরে যান, তা বাড়িতে পরবেন না। তা না-হলে বাইরের মাটির পাশাপাশি নেতিবাচক শক্তিও বাড়িতে প্রবেশ করে। জুতো বা চটি পরে কেউ বাড়িতে প্রবেশ করলে তাঁর সঙ্গে রাহু ও কেতুও প্রবেশ করে। স্বাস্থ্যের দিক দিয়েও এটি ক্ষতিকর। তাই পুরনো প্রথা অনুযায়ী বাড়ির বাইরে জুতো খোলা উচিত। ৭. বাড়িতে পুরনো জুতো রাখবেন না পুরনো চটি-জুতো বাড়িতে রাখলেও নেতিবাচক শক্তির প্রভাব বৃদ্ধি পেতে শুরু করে। এর ফলে সমস্যাও আপনার বাড়িতে স্থায়ী হবে এবং দূর হওয়ার নামই নেবে না। তাই যে চটি বা জুতো আপনি পরেন না, তা বাড়িতে না-রেখে কোনও দরিদ্র ব্যক্তিকে দিয়ে দিন। ৮. ভালো ভাবে রাখুন জুতো বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে চটি, জুতো রাখবেন না। তা না-হলে পরিবারে অবসাদ দেখা দেয়। যে ব্যক্তির বাড়িতে এদিক ওদিক জুতো ছড়িয়ে থাকে, সেখানে শনির অশুভ শক্তির প্রভাব বৃদ্ধি পায়, পরিবারের সদস্যদের মনঃক্ষুণ্ণ হয়। তাই সুব্যবস্থিত ভাবে সঠিক স্থানে চটি-জুতো রাখুন। ৯. বাদামী রঙের জুতো পরে অফিস যাবেন না বাদামী রঙের জুতো পরে অফিসে যাওয়াক অভ্যাস থাকলে, তা ত্যাগ করুন। ব্যাঙ্কিং বা শিক্ষা ক্ষেত্রের সঙ্গে জড়িত ব্যক্তিরা এ বিষয় বিশেষ যত্ন নিন। কফি কালার বা ডার্ক ব্রাউন রঙের জুতো পরা উচিত এমন ব্যক্তিদের।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3cHs1Im
Previous article
Next article
Leave Comments
Post a Comment