Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/2ZpePVI
অক্ষয়ের প্রেমে হাবুডুবু সারা! প্রয়োজনে স্বামীকেও ছাড়তে পারেন https://ift.tt/3cIoBFs

Atrangi Re Trailer: ভালোবাসা এক আজব বস্তু। বিয়ের মতোই দিল্লি কা লাড্ডু। মন কখন কাকে বা কাদের একসঙ্গে ভালোবেসে ফেলবে তা বোঝা দায়। বুধবার মুক্তি পাওয়া Akshay Kumar-Sara Ali Khan-Dhanush অভিনীত ছবি Atrangi Re-র ট্রেলার দেখে আপনার বার বার এই কথাটাই মনে পড়বে। ট্রেলারে যেটুকু ছবির ঝলক পাওয়া যায় তার থেকে বোঝা যাচ্ছে পরিবারের চাপে জোর করেই রিঙ্কুকে (Sara Ali Khan) বিয়ে করছে বিষ্ণ ()। ওদিকে রিঙ্কুর স্বপ্ন ঠিক গল্পের মতোই তারও স্বয়ম্বর সভা হোক, সেখান থেকে সে নিজে পছন্দের পাত্র বেছে নেবে। দু’জনেই যখন বিয়েতে নারাজ, তখন রফা হয় নবদম্পতির। বিয়ের পরেই তারা ডিভোর্স করবে। এই খানেই এন্ট্রি নেন (Akshay Kumar)। তবে অক্ষয়ের সঙ্গে এনট্রি নেয় কনফিউশন। ধনুশ প্রেমে পড়েন সারার। এদিকে সারা দুই পুরুষের মধ্যে কাকে জীবনসঙ্গী বেছে নেবে ডিসাইডই করতে পারেন না। মঙ্গলবার অতরঙ্গী রে-এর ফার্স্ট লুক প্রকাশ করেন সুপারস্টার Akshay Kumar। এই ছবিতে তাঁর সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে (Sara Ali Khan) এবং দক্ষিণের তারকা ধনুশকে (Dhanush)। সোশ্যাল মিডিয়ায় ছবির মোশন পোস্টার শেয়ার করেন এদিন অক্ষয়। দর্শকরা ঝলক পান ছবির তিনটি চরিত্রের রঙিন জীবনের। Atrangi Re-তে রিঙ্কুর চরিত্রে দেখা যাবে সারা আলি খানকে, বিষ্ণুর চরিত্রে রয়েছেন ধনুশের চরিত্রে। তবে সিনেমা হলে নয়, ২৪ ডিসেম্বর Atrange Re মুক্তি পাবে ওটিটি প্ল্যাটফর্ম Disney Plus Hotstar-এ। Anand L Rai পরিচালিত Atrangi Re-র শ্যুটিং শুরু হওয়ার আগে সারা আলি খান নিজেই ইনস্টাগ্রামে অক্ষয় ও ধনুশের সঙ্গে ছবি শেয়ার করে লিখেছিলেন, ' নিজের ভাগ্যকেই বিশ্বাস করতে পারছি না।' অন্যদিকে অক্ষয় জানিয়েছিলেন, 'ছবির চিত্রনাট্য শোনার ১০ মিনিটের মধ্যে হ্যাঁ বলেছিলাম। আনন্দ এল রাই-এর সঙ্গে কাজের সুযোগ পেয়েছি ভেবেই দারুণ লাগছে।' অন্যদিকে, 'Atrangi Re', 'Raksha Bandhan'-এর পর আনন্দ এল রাই-এর সঙ্গে তিন নম্বর ছবি করতে চলেছেন খিলাড়ি কুমার। ছবির নাম Gorkha। ইন্ডিয়ান আর্মির গোর্খা রেজিমেন্টের কিংবদন্তী অফিসার Major General Ian Cardozo-এর চরিত্রে দেখা Akshay Kumar –কে। ছবিটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক Sanjay Puran Singh Chauhan। বরাবরই অ্যাকশন মুভির ক্ষেত্রে পরিচালকদের প্রথম পছন্দ অক্ষয় কুমার। বিভিন্ন ধরনের চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। এবার এক রিয়েল লাইভ দেশনায়কের চরিত্রে দেখা যাবে অক্ষয় কুমারকে। চিন ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধে বিশেষ ভূমিকা পালন করেছিলেন গোর্খা রেজিমেন্টের Major General Ian Cardozo। এবার তাঁর চরিত্রেই দেখা যাবে Akshay Kumar-কে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/2ZpePVI
Previous article
Next article
Leave Comments
Post a Comment