Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HQAgAm
বৃহস্পতিবারে জন্ম হলে এই গুণগুলি আপনার মধ্যে আছে https://ift.tt/312MOnq

এই সময় অ্যাস্ট্রো ডেস্ক: ব্যক্তির কোষ্ঠি নির্ণয় ও ভবিষ্যৎ জানার জন্য তাঁর জন্ম তারিখ ও জন্মের সময় জানা অত্যন্ত জরুরি। তবে শুধু জন্মতারিখ বা সময়েই নয়, বরং ব্যক্তি কোন দিন জন্মেছে, তা-ও ব্যক্তির জীবনে প্রভাব বিস্তার করে। যে বারে ব্যক্তি জন্ম নেয়, তার প্রভাব পড়ে ব্যক্তির জীবনে। সূর্য রবিবারের অধিপতি, আবার চন্দ্র সোমবারের। মঙ্গল গ্রহ মঙ্গলবারের ওপর আধিপত্য বিস্তার করে। বুধবারে প্রভাব থাকে বুধের। বৃহস্পতিবারের অধিপতি দেবগুরু বৃহস্পতি। আবার শুক্র শুক্রবারকে এবং কর্মফলদাতা শনি শনিবারকে প্রভাবিত করে। আজ আমরা আলোচনা করব বৃহস্পতিবারে জন্ম হলে () ব্যক্তির ওপর তার কেমন প্রভাব পড়তে পারে এবং বৃহস্পতিবারের জাতকের চরিত্র কেমন হয় তা নিয়ে। এই বারের জাতকরা বুদ্ধিমান ও রোমাঞ্চ প্রিয় ব্যক্তি হয়ে থাকেন। যত সমস্যাসঙ্কুল পরিস্থিতিই হোক না কেন, খুব সহজে তা সামলে উঠতে পারেন এঁরা। নিজের বন্ধু ও পরিবারের ভালোবাসা সারাজীবন থাকে এঁদের সঙ্গে। যে ব্যক্তি বৃহস্পতিবারে জন্মগ্রহণ করে তাঁরা ভাগ্যবান হন। এঁরা সব সময় ভাগ্যের সঙ্গ পেয়ে থাকেন। তবে বৃহস্পতিবারের জাতকরা অনেক সময় একটুতেই উত্তেজিত হয়ে ভুল সিদ্ধান্ত গ্রহন করে ফেলেন। রোগ-ব্যাধির তেমন প্রকোপ এদের জীবনে থাকে না। তবে নির্দিষ্ট একটা বয়সের পর ফাঁড়া বা বড় কোনও বিপদে পড়ার একটা সম্ভাবনা থাকে। এদের মধ্যে নেতৃত্বদানের সহজাত ক্ষমতা রয়েছে। এই ধরনের মানুষরা সব সময় স্বতঃস্ফুর্ত ও মনে প্রাণে সব সময় নতুন করার ইচ্ছে থাকে। এরা অত্যন্ত ধার্মিক প্রকৃতির হয়ে থাকেন। বৃহস্পতিবারে জন্মগ্রহণ করা ব্যক্তিরা বুদ্ধিমান এবং রোমাঞ্চ প্রিয় হন। এঁরা যে কোনও কঠিন পরিস্থিতির সঙ্গে সহজেই মোকাবিলা করতে পারেন। বন্ধু, পরিবার ও ভালোবাসা সারাজীবন এঁদের পাশে থাকেন। ভাগ্যও এঁদের সঙ্গে থাকে। এরা খুবই সৎ প্রকৃতির ও সুন্দর মানুষ হন। অত্যন্ত নেতিবাচক পরিস্থিতিতেও এরা ইতিবাচক মনোভাব রাখতে জানেন। এই দিনের জন্মানো জাতকদের উচিত বজরংবলীর পুজো করা। বা জাতিকাদের মধ্যে অন্যের বিপদে সাহায্য করতে এগিয়ে আসার একটা প্রবণতা থাকে। এদের ব্যবহার সাধারণত সদয় প্রকৃতির হয়ে থাকে, তবে ব্যক্তি বিশেষে কখনও কখনও এরা প্রতিশোধ প্রবণ হয়ে থাকেন। এই জাতকরা অল্পেই উত্তেজিত হয়ে পড়েন আবার একটু পরেই শান্ত হয়ে যান। সপ্তাহের এই দিনে যাঁদের জন্ম তাঁরা লাল ও মেরুন পোশাক পরলে তাঁদের সব কাজ সফল হতে পারে।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3HQAgAm
Previous article
Next article
Leave Comments
Post a Comment