Bangla News
Bengali News
News in Bengali
কলকাতা বাংলা খবর - Ei Samay
বাংলা নিউজ
বাংলা সংবাদ
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3cNmosc
দুয়ারে শীত, আগামী ৩ দিনে আরও পারদ পতন কলকাতায় https://ift.tt/30Wh5En

এই সময় ডিজিটাল ডেস্ক: শীতপ্রেমীদের জন্য সুখবর! কমবে তাপমাত্রার পারদ। আজ থেকে রাতের কলকাতায় শীত শীত ভাব অনুভূত হবে, জানাচ্ছেন আবহাওয়াবিদরা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর রাতের দিকে নামবে তাপমাত্রার পারদ। সপ্তাহের শেষ ফিরবে শীতের আমেজ। সকালের দিকে দেখা যেতে পারে কুয়াশা। বুধবার হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল, পুবালি হাওয়ায় ভর করে রাজ্যে জলীয় বাষ্প প্রবেশ করেছে। এরফলে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা ছিল এদিন। কিন্তু, আগামী ৪ দিন রাজ্যে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, স্পষ্ট জানিয়েছে আলিপুর। এদিকে ধীরে ধীরে কমতে শুরু করবে তাপমাত্রা। কেমন থাকবে শহর ? কলকাতাতে ফিরছে শীতের আমেজ। রাতের দিকে কমছে তাপমাত্রা। আজ থেকে আরও নামবে তাপমাত্রার পারদ। এদিন শহর কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৭ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৫ ডিগ্রি সেলসিয়াস। কেমন থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া? দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমবে তাপমাত্রার পারদ। জেলাগুলিতে অনুভূত হবে শীত। তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। অর্থাৎ এতদিন পর্যন্ত বিভিন্ন নিম্নচাপের জেরে যে শীত অধরা ছিল তা পুনরায় অনুভূত করতে পারবেন সাধারণ মানুষ।
from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/3cNmosc
Previous article
Next article
Leave Comments
Post a Comment