Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3CkJdyu
T-20 বিশ্বকাপের ফাইনালে ভারতকে দেখছেন ব্রেট লি https://ift.tt/3vKHqAq

এই সময় ডিজিটাল ডেস্ক: বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ হেরেছে ভারত। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে ১০ উইকেটে হার মানতে হয়েছে। কিন্তু এই লজ্জাজনক হারের পরেও ভারতকেই এগিয়ে রাখছেন প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ব্রেট লি। তিনি ফাইনালে ভারত অস্ট্রেলিয়াকে দেখবেন বলে ভবিষ্যতবাণীও করেছেন। তাঁর মতে পরের ম্যাচে ভারত কিছু পরিবর্তন করলেই পুরনো ছন্দে ফিরতে পারবে। পাকিস্তান ম্যাচের ভুল আর পুনরাবৃত্তি না করলেই হবে। তিনি মনে করেন, তিনজন স্পিনার খেলানো উচিত ছিল কোহলিদের। কিন্তু সবকিছুর উর্ধ্বে উঠে গেছে পাকিস্তান দল। প্রতিটা বিভাগে তাদের দুর্দান্ত পারফরমেন্সের জন্য পাকিস্তান এই ফল করতে পেরেছে। তিনি বলেন, ‘ভারত তিন স্পিনার খেলাতে পারত। কিন্তু ভুবনেশ্বর কুমার, মহম্মদ শামি দুজনেই কোয়ালিটি ফাস্ট বোলার। ওরা যদি নিজেদের কাজ করতে না পারে, তাহলে কে পারবে? ভারতের দল ভালো কিন্তু পাকিস্তানকে ওদের ভালো খেলার জন্য কৃতিত্ব দিতেই হবে।’ Lee মনে করেন আগামী ম্যাচগুলো থেকে ভারতের উচিত তিন স্পিনার খেলানো। তিনি মনে করেন অস্ট্রেলিয়ার প্রথম একাদশে ডেভিড ওয়ার্নারকে রাখতেই হবে ম্যানেজমেন্টকে। তবে ফাফ ডু প্লেসিকে দক্ষিণ আফ্রিকা না রাখায় তিনি হতাশ হন। ভারত পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে লি বলেন, ‘আমার মতে একজন ব্যক্তি যে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছিল সে হল বিরাট কোহলি। সুন্দর অর্ধশতরান করেছে ও কিন্তু আউট হয়েছে ছয় মারতে গিয়ে। কেএল রাহুল IPL-এ ভালো ফল করেও এখানে ব্য়র্থ হল পেসের জন্য। অতিরিক্ত পেস ও বুঝতে পারেনি। IPL-এ ওকে এই পেসের মুখোমুখি হতে হয়নি। তবে আমার মনে হয় ভারত এখনও এগিয়ে আছে।’ তবে তিনি মনে করেন, একটা হার কখনও কোনও দলকে বিচার করার জন্য যথেষ্ঠ নয়। প্লেয়ারদের মধ্যে গুণ থাকলে তারা যে কোনও কিছু করতে পারে। যেরকম ডেভিড ওয়ার্নার। লি-র মতে, IPL ওয়ার্নারের খারাপ গেলেও তিনি ফিরে আসবেন। বড় ম্যাচের আগে ওয়ার্নার ফর্মে ফিরবেন বলে আশাবাদী ব্রেট লি। তিনি বলেন, ‘আপনি যদি আমাকে বাছতে বলেন আমি ওয়ার্নারকে হাজারবার বাছব। ও অফ ফর্মে নেই। ও অনুশীলনের অভাবে ভুগছে, যেটা শুরু হয়েছে সানরাইজার্স হায়দরাবাদ থেকে।’ তবে অভিজ্ঞ ফাফ ডু প্লেসিকে দলে না নেওয়ায় দক্ষিণ আফ্রিকা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেন ব্রেট। তিনি বলেন, ‘আমি জানি না কী বলব। ফাফ কেএল রাহুল, ডেভিড ওয়ার্নারদের মত। টপ অর্ডারে দাপট বজায় রাখে। ও ধ্বংসাত্মক প্লেয়ার।’
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3CkJdyu
Previous article
Next article
Leave Comments
Post a Comment