RG Kar-এ কাজে জুনিয়র ডাক্তাররা https://ift.tt/3jIbqIi - MAS News bengali

RG Kar-এ কাজে জুনিয়র ডাক্তাররা https://ift.tt/3jIbqIi

এই সময়: কলকাতা হাইকোর্টে দেওয়া আশ্বাসমতো মঙ্গলবার সকাল থেকে কাজে যোগ দিলেন RG Kar মেডিক্যাল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। যদিও কাজ শেষ করে তাঁরা ফের ধরনামঞ্চে যোগ দিচ্ছেন। সোমবারই হাইকোর্ট হাসপাতালের জুনিয়ার ডাক্তার ও হবু চিকিৎসকদের কাছে আবেদন করেছিল, আন্দোলন চালালেও অনশন থেকে সরে আসতে। কিন্তু আন্দোলনকারীরা নিজেদের মধ্যে বৈঠক করে অনশন জারি রাখার পক্ষেই সিদ্ধান্ত নেন। কোনও ভাবেই আন্দোলনের জেরে চিকিৎসা পরিষেবা ব্যাহত হবে না, সেই ব্যবস্থা করতে সোমবারই বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ সতর্ক করেছিল। এজলাসে উপস্থিত আন্দোলনরত পড়ুয়াদের প্রতিনিধিদের কাছে আদালতের মানবিক আবেদন ছিল, দাবিদাওয়া আদায় করতে গিয়ে তাঁরা অসুস্থ হয়ে পড়ুন, তা কাম্য নয়। তাই আদালত আপাতত অনশন স্থগিত রাখার অনুরোধ করে। শেষ পর্যন্ত অবশ্য স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগমকে ২৯ অক্টোবর পড়ুয়াদের সঙ্গে বৈঠকে বসে সমস্যা সমাধানের নির্দেশ দেয় আদালত। আগামী ২ নভেম্বর মামলার পরবর্তী শুনানি। এদিকে পড়ুয়াদের তরফে স্বাস্থ্যসচিবের সঙ্গে বৈঠকে অধ্যক্ষকে সরিয়ে দেওয়ার সঙ্গেই আরও কিছু আবেদন রাখার কথা ভাবা হয়েছে। হস্টেলের জন্য যে সংসদ গঠন হবে, সেখানে কোনও রাজনৈতিক দলের সঙ্গে গা ঘেঁষাঘেষি করে থাকা পড়ুয়াদের না-রাখার আবেদনও করা হতে পারে। তবে প্রতিহিংসাপরায়ণ বলে চিহ্নিত করা অধ্যক্ষকে সরানোই যে তাঁদের মূল দাবি, আর তা না-মিটলে যে আন্দোলন চলবে, তা এদিনও স্পষ্ট করে দিয়েছেন হবু ডাক্তাররা।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3Go0p8X
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads