Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3BixuiE
পুর নির্দেশে বন্ধ অশোকনগরে জনপ্রিয় স্ট্রিট ফুডের একাধিক দোকান https://ift.tt/3bejR9L

এই সময় ডিজিটাল ডেস্ক: বন্ধ হয়ে গেল অশোকনগরের জনপ্রিয় স্ট্রিট-ফুডের দোকান। লকডাউনের সময়ই উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগরের চৌরঙ্গি থেকে গোলবাজার যাওয়ার রাস্তায় বানিপীঠ গার্লস হাইস্কুলের পাশে রাস্তায় কিছু অস্থায়ী ফাস্ট-ফুডের দোকান বসেছিল। এলাকারই যুবকেরা কাজ হারিয়ে ফাস্ট-ফুডের দোকান তৈরি করেন। হঠাৎ করে ব্যাঙের ছাতার মতো দোকানগুলি গজিয়ে উঠলেও অল্পদিনেই এলাকাবাসীর মন কেড়ে নেয়। আর হবে না-ই বা কেন! অত্যন্ত কম দামে সুস্বাদু খাবার মিলত এই স্ট্রিট-ফুডের দোকানগুলিতে। তাই সন্ধ্যা হলেই রেস্তোরাঁ ছেড়ে এই স্ট্রিট ফুডের দোকানগুলিতে ভিড় উপচে পড়ত। কিন্তু, মঙ্গলবার হঠাৎ করেই দোকান বন্ধ করার নোটিশ ধরাল অশোকনগর পুরসভা। ফলে মাথায় হাত পড়েছে ওই সমস্ত দোকানদারদের। মন খারাপ অশোকনগরবাসীরও। প্রতিবাদের ঝড় উঠছে সোশ্যাল মিডিয়াতেও। গত বছর করোনা মহামারী ও লকডাউনের জেরে বহু মানুষ কাজ হারিয়েছেন। সংসার চালাতে হিমশিম হয়ে ব্যস্ত রাস্তা ও বাজারের পাশে ফাস্ট-ফুডের দোকান খুলে কর্মসংস্থানের দিশা খুঁজে পেয়েছিলেন অশোকনগরের প্রায় ১০-১৫ জন কর্মহীন যুবক। প্রথমদিকে অবশ্য ২-৩ জন দোকান শুরু করেন। মুনাফা হওয়ায় দোকানের সংখ্যা বাড়ে। সার দিয়ে প্রায় ১০-১২টি দোকান গড়ে ওঠে। কোনওটিতে চাউমিন, এগরোল, বিরিয়ানি, কোনওটিতে ফুচকা, কোনওটিতে মোমো-পাওভাজি, মুখরোচক স্ন্যাকস, কোনওটিতে আবার দক্ষিণ ভারতীয় খাবার ধোসা-ইডলি পাওয়া যেত। রাস্তার ধারে অস্থায়ী দোকান হলেও দোকানদারদের নিষ্ঠা ও পরিশ্রমে খামতি ছিল না। তাই তুলনামূলক কম দামে প্রতিটি খাবারই ছিল সুস্বাদু। যা গুণে-মানে অনেক রেস্তোরাঁর খাবারকেও পিছনে ফেলে দিয়েছে। ফলে সহজেই অশোকনগরের কিশোর-কিশোরী থেকে মাঝবয়সিদেরও মন কেড়ে নেয় মাত্র একবছর বয়সি এই স্ট্রিট-ফুডের দোকানগুলি। প্রতিদিনই সন্ধ্যা হলেই দোকানগুলিতে উপচে পড়া ভিড় হত। আর এটাই বোধহয় কাল হল! এদিন হঠাৎ করেই অশোকনগর পুরসভার তরফে দোকানগুলি তুলে দেওয়ার নোটিশ ধরায়। নোটিশে দোকান সরানোর জন্য কোনও সময়ও দেওয়া হয়নি। ফলে সদ্য লাভের মুখ দেখতে পাওয়া ওই যুবকেরা ফের কর্মহীন হতে চলেছেন। কিন্তু, হঠাৎ করে দোকান তোলার কারণ কী? পুরসভার নোটিশে উল্লেখ, দোকানগুলির জন্য এলাকা দূষিত হচ্ছে, বিশেষত স্কুলের সমস্যা হচ্ছে। এছাড়া ভিড় হওয়ায় রাস্তায় যানজটও হচ্ছে। কিন্তু, এটাই কি প্রকৃত কারণ? স্ট্রিট ফুড স্টল মালিকদের অভিযোগ, স্ট্রিট-ফুডের স্টলের সস্তা-ভালো খাবারের জেরে মার খাচ্ছিল রেস্তোরাঁগুলি। সেজন্যই পুরসভার কাছে নালিশ ঠুকেছিল বাজার কমিটি। যদিও অশোকনগরের পুর প্রশাসক উৎপল তালুকদার বলেন, ‘বেআইনিভাবে সরকারি জায়গা দখল করে দোকানগুলি করা হয়েছে। তাই পুজোর পরে উঠে যেতে বলা হয়েছে।’ অন্যত্র দোকান করার পরামর্শও দিয়েছেন তিনি। কিন্তু, পুরসভা কি অন্যত্র জায়গার দেবে? উঠছে বড় প্রশ্ন। পুরসভার অনুমতি না নিয়ে দোকান করায় পুনর্বাসনের দায় অস্বীকার করেছেন পুর প্রশাসক। করোনাকালে বেকার যুবকেরা সংসার চালাতে নিজেরাই কর্মসংস্থানের পথ খুঁজে নিয়েছিলেন। সাধারণ মানুষও কম খরচে ভালো খাবার পাচ্ছিলেন। আচমকা রাতারাতি কোনও বিকল্পের সন্ধান না দিয়ে দোকানগুলি হটিয়ে দেওয়ার বিরোধিতা করেছেন অনেকেই। তাদের যুক্তি, পুর আইন বিরোধী হলেও এই কঠিন সময়ে নিজেদের উদ্যোগে কাজ খুঁজে নিয়েছিলেন ওই বেকার যুবকেরা। সেখানে মানবিকতার খাতিরেও সিদ্ধান্ত খতিয়ে দেখার অনুরোধ করেছেন এলাকার বহু মানুষ। প্রশাসনই ওই জীবিকা হারানো যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক, দাবি তুলেছেন নেটিজেনরাও। অশোকনগরের স্থানীয় সোশ্যাল মিডিয়া গ্রুপ এই নিয়ে একটি ভিডিয়ো বানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3BixuiE
Previous article
Next article
Leave Comments
Post a Comment