Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3mT2xwt
IPL Final: উমার বিদায়ের দিন কি কলকাতায় কাপ, টক্করে তৈরি ধোনিরাও https://ift.tt/3j1b9QE

এই সময় ডিজিটাল ডেস্ক: এই ম্যাচ জিতলেই লেখা হবে ইতিহাস। চেন্নাই সুপার কিংসের সঙ্গে এক আসনে পৌঁছে যাবে কলকাতা নাইট রাইডার্স। কামব্যাকের নতুন সংজ্ঞা দেওয়া হবে। মর্গ্যান ব্রিগেডের কাছে আজকে IPL ফাইনাল যতটা না ট্রফি জয়ের তার থেকেও অনেক বেশি আত্মসম্মানের। রাজ্যজুড়ে আজ বিষাদের সুর। উমার বিদায়ে মন খারাপ বাঙালির। সেই মন খারাপকে আনন্দে রূপান্তরিত করতে পারে একটা জয়। এর আগে দু'বার ফাইনালে খেলেছে কলকাতা নাইট রাইডার্স। দুবারই চ্যাম্পিয়ন। আজ তৃতীয়বারের জন্য নামছে শাহরুখের টিম। জিতলেই কেল্লাফতে। চেন্নাই সুপার কিংসের সঙ্গে তিনবার IPL জয়ীর তালিকায় নাম লিখিয়ে ফেলবে KKR বাহিনী। এর আগে ২০১২ সালে ফাইনালে ধোনি ব্রিগেডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল KKR। এবার সেই ইতিহাসের পুনরাবৃত্তিই লক্ষ্য থাকবে ভেঙ্কিদের কাছে। IPL-এ গত কয়েক বছর হতাশাজনক পারফরমেন্স করেছে মর্গ্যান বাহিনী। চলতি মরশুমের শুরুটাও হতাশা দিয়েই হয়েছিল। কিন্তু দ্বিতীয় পর্বে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে তাঁরা। ফল স্বরূপ ফাইনালে। IPL-এ অন্যতম ধারাবাহিক দলের সঙ্গে কামব্যাক কিং। এই দুই দলের মধ্যের লড়াই আজ হতে চলেছে আকর্ষণীয়। IPL ফাইনাল খেলার অভিজ্ঞতার দিক থেকে অনেক এগিয়ে আছে চেন্নাই সুপার কিংস। কিন্তু ফাইনালে জয়ের বিচারে ১০০ শতাংশ সাফল্য আছে কলকাতা নাইট রাইডার্সের। তবে এই ফর্ম্যাটের ক্রিকেটে ইতিহাস কোনওদিন কার্যকর হয় না। যে কোনও সময়ে পরিবর্তন হতে পারে ম্যাচে। দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের মিডল অর্ডারের হতাশাজনক ব্যাটিং সকলেই দেখেছেন। নজর এড়ায়নি মহেন্দ্র সিং ধোনিরও। বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন দলের অভিজ্ঞ ব্যাটাররা। আজ ম্যাচ দুবাইতে। অন্যতম বড় মাঠে। এখানে অতিরিক্ত নজর দিতেই হবে কলকাতাকে। কারণ ধোনির হাতে রয়েছে ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহারের মত অস্ত্র। যাদের মারণ স্পেল KKR-এর ব্যাটিং লাইনআপে ধস নামানোর জন্য যথেষ্ট। অন্যদিকে KKR-এর বোলিং এই মরশুমে অন্যতম সেরা। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, লকি ফার্গুসন, শিবম মাভি সকলেই বিপক্ষের কাছে ত্রাস। আজকের ম্যাচে বোলারদের উপর নির্ভর করবে অনেকটাই। মনে করা হচ্ছে, ফাইনালে শাকিবকে বসিয়ে আন্দ্রে রাসেলকে খেলাতে পারেন ইয়ন মর্গ্যান। চেন্নাই শিবিরে সুরেশ রায়না বাদে সকলেই ফিট। ফর্মে আছেন ফাফ ডু প্লেসি। গত ম্যাচে রবিন উথাপ্পার দুর্দান্ত ব্যাটিং দেখার পর মনে করা হচ্ছে ফাইনালেও একই দল রাখবেন ধোনি। তবে KKR-এর দুই স্পিনারের স্পেল সামলাতে কার্যকর হতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়। কমলা টুপির মালিক হতে ঋতুরাজের আর বাকি মাত্র ২৩ রান। ইতিহাস দুবাইতে যেই দল পরে ব্যাট করে তারা সুবিধা পায়। এখনও পর্যন্ত ১২টা ম্যাচের মধ্যে ৯টা ম্যাচে রান করে জিতেছে। কলকাতার ৬টা জয় এসেছে রান তাড়া করে। হেড টু হেড বিচারে এরআগে ২৪ বার দুই দল মুখোমুখি হয়েছে। CSK জিতেছে ১৬টা ম্যাচ। দেখে নিন দুই দলের সম্ভাব্য একাদশ ঋতুরাজ গায়কোয়াড়, ফাফ ডু প্লেসি, রবিন উথাপ্পা, মইন আলি, আম্বাতি রায়ডু, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, ডোয়েন ব্র্যাভো, শার্দুল ঠাকুর, দীপক চাহার, জোস হ্যাজেলউড শুভমন গিল, ভেঙ্কটেশ আইয়ার, নীতিশ রানা, রাহুল ত্রিপাঠী, ইয়ন মর্গ্যান (অধিনায়ক), দীনেশ কার্তিক, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, লকি ফার্গুসন, শিবম মাভি, বরুণ চক্রবর্তী।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3mT2xwt
Previous article
Next article
Leave Comments
Post a Comment