Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2Xe0yKi
দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ, অনেকটা বাড়ল মৃত্যু সংখ্যা https://ift.tt/3mVIj59

এই সময় ডিজিটাল ডেস্ক: দেশজুড়ে চলছে উৎসবের মরশুম। একদিকে দুর্গাপুজো (Durga Puja 2021), অন্যদিকে চলছে নবরাত্রি (Navratri)। এরই মধ্যে চিন্তা বৃদ্ধি করে দেশে ফের বাড়ল () সংক্রমণ। গত দিনের পর আবারও বাড়ল মৃত্যু সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট মোতাবেক দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হলেন ১৬ হাজার ৮৬২ জন। নতুন করে করোনার জেরে মৃত্যু হয়েছে ৩৭৯ জনের। এই সময়ের মধ্যে সেরে উঠেছে ১৯ হাজার ৩৯১ জন। দেশে এখন পর্যন্ত করোনায় (Corona) মোট আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৪০ লাখ ৩৭ হাজার ৫৯২ জন। এর মধ্যে অবশ্য সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ৩৩ লাখ ৮২ হাজার ১০০ জনের। দেশে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৫১ হাজার ৮১৪ জনের। স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট বলছে, দেশে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্য়া রয়েছে ২ লাখ ৩ হাজার ৬৭৮। কোভিডের (Covid 19) বিরুদ্ধে লড়াইয়ে ভ্য়াকসিনকেই হাতিয়ার মানছেন বিশেষজ্ঞরাও। দেশে পুরোদমে চলছে টিকাকরণের (Vaccination) কাজ। ইতিমধ্যেই ৯৭ কোটি ১৪ লাখ ৩৮ হাজারেরও বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় টিকা দেওয়া হয়েছে ৩০ লাখ ২৬ হাজার ৪৮৩ জনকে। দেশের কোভিড সংক্রমণ বাড়লেও রাজ্যে সংক্রমণ অনেকটা কম। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৩০ জন। একদিনে মৃত্যু হয়েছে ১০ জনের। SSKM হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক দীপ্তেন্দু সরকার বলেন, 'প্রত্যেক মানুষকেই বলতে শুনছি করোনা কোথায়? করোনা নাকি নেই! অতিমারিতে সারাবিশ্বে ৫০ লাখ মানুষ মারা গিয়েছেন, সেটা অনেকেরই মনে নেই। করোনা পজিটিভিটি রেটের দিকে নজর রাখলে বুঝতে পারবেন খুবই মন্থর গতিতে তা ১.৬ থেকে ২.৩৪ -এ উঠেছে। কম টেস্ট হলেও, সংখ্যাটা বাড়ছে। অর্থাৎ ১০০ জনের টেস্ট হলে আড়াই জনের করোনা পজিটিভ আসছে। মাথায় রাখা দরকার যে চার মাস আগে একটা বেডের জন্য পাগলের মতো ছুটতে হয়েছিল। আমরা বেড দিতে পারিনি। মানুষের স্মৃতিশক্তি এত দুর্বল সেটা কল্পনা করা যায় না।' অন্যদিকে, রাজ্যে ডেঙ্গি সংক্রমণও দ্রুতগতিতে বাড়ছে। কলকাতার এক বেসরকারি হাসপাতাল জানিয়েছে, তাঁদের হাসপাতালে প্রতিদিনই ডেঙ্গি রোগীর সংখ্যা বাড়ছে, ফলে তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে।
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2Xe0yKi
Previous article
Next article
Leave Comments
Post a Comment