ঢাকে বিষাদের সুর, মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলার তোড়জোড় https://ift.tt/3AK6DvQ - MAS News bengali

ঢাকে বিষাদের সুর, মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলার তোড়জোড় https://ift.tt/3AK6DvQ

এই সময় ডিজিটাল ডেস্ক: আজ দশমী। ঢাকে বিষাদের সুর। আর তাই গোটা বাংলার মন খারাপ আজ। তিথি অনুযায়ী, এদিন সকাল সকালই দশমী পুজো সম্পন্ন হয়েছে বহু মণ্ডপে। নবমীর রাতের উচ্ছ্বাসে মাতোয়ারা বাঙালি আজ বিজয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। বিসর্জনের আগে সিঁদুর খেলা। সেই কারণে মণ্ডপে মণ্ডপে তোড়জোড় চলছে। ধুনুচি নাচ আর গানের লড়াইয়ের মতো প্রতিযোগিতা শুরু হয়েছে বহু বারোয়ারি পুজো মণ্ডপে। খাদ্যরসিক বাঙালি কিন্তু বাজারমুখী। শহরের বিভিন্ন মিষ্টির দোকানেও ভিড় চোখে পড়ার মতো। এদিকে বিজয়া দশমীতেও প্যান্ডেল হপিংয়ে ব্যস্ত অনেকেই। বিসর্জনের আগেই লিস্টের বাকি ঠাকুরগুলো দেখে ফেলতে হবে যে! সেই কারণেই এদিন সকাল থেকেই ধীর লয়ে ভিড় জমতে শুরু করেছে বিভিন্ন প্যান্ডেলে। তবে রাজপথে বিশেষ ভিড় নেই এখনও। ফলে ট্রাফিক মসৃণ রয়েছে বলেই খবর। উল্লেখ্য, নবমীর রাতে রেকর্ড ভিড় হয়েছিল পুজো মণ্ডপগুলিতে। এ বছর মহামারীর জেরে পুজো কার্নিভাল বাতিল করেছে রাজ্য সরকার। প্রতিমা নিরঞ্জনের জন্য চারদিন সময় দিয়েছে পুলিশ। কলকাতার পুলিশ কমিশনার সৌমেন মিত্র জানিয়েছিলেন, আজ অর্থাৎ ১৫ থেকে ১৮ অক্টোবর পর্যন্ত প্রতিমা নিরঞ্জন করা যাবে। গত বৃহস্পতিবার শহরের নিরাপত্তা নিয়ে বৈঠকে বসেছিলেন পুলিশ কমিশনার। এদিন কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে সজাগ কলকাতা পুলিশ। আরও পড়ুন: লালবাজার সূত্রে জানা গিয়েছে, আজও শহরকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে রাখবে পুলিশ। বিশেষত বিসর্জন ঘাটগুলিতে বাড়তি পুলিশ মোতায়েন রয়েছে বলেই খবর। সিভিল পোশাকে ভিড়ে মিশে থাকছেন পুলিশ আধিকারিকেরা। মহিলাদের নিরাপত্তা নিশ্চিত করতে শহরে টহল দিচ্ছে উইনার্স বাহিনী।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3ADh6ZS
Previous article
Next article

Leave Comments

Post a Comment

ads

Articles Ads 1

ads

Advertisement Ads