Bengali News: বাংলা সংবাদ
Breaking Bengali News
Latest Bangla News
Latest Bengali News | Eisamay
বাংলার আজকের খবর
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2YODhzc
মা দুর্গার বিদায়বেলা, বিজয়া দশমীতে শুভেচ্ছা মোদী-মমতার https://ift.tt/3vd7ggd

এই সময় ডিজিটাল ডেস্ক: বিজয়া দশমীর বিশেষ উৎসবে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী টুইট করে সকলকে দশমীর শুভেচ্ছা জানান। টুইটারে প্রধানমন্ত্রী লেখেন, 'বিজয়া দশমীর বিশেষ উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা।' এদিন দেশের সাতটি নতুন প্রতিরক্ষা সংস্থার উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফলে বিজয়া দশমীর দিন থেকেই প্রতিরক্ষা ক্ষেত্রে আরও স্বনির্ভর হয়ে উঠবে দেশ। এর ফলে দেশের সেনারা নতুন নানা অস্ত্র পাবে বলেও মনে করা হচ্ছে। যে সাতটি নতুন প্রতিরক্ষা সংস্থার উদ্বোধন হতে চলেছে, সেগুলির মধ্য রয়েছে মিউনিশনস ইন্ডিয়া লিমিটেড, আর্মন্ড ভেইকেলস নিগম ইন্ডিয়া লিমিটেড, অ্যাডভান্স ওয়েপেন্স অ্যান্ড ইকিউপমেন্ট ইন্ডিয়া লিমিটেড, ট্রুপ কমফোর্ট লিমিটেড, যন্ত্র ইন্ডিয়া লিমিটেড, ইন্ডিয়া অপটেল লিমিটেড , গ্লাইডার্স ইন্ডিয়া লিমিটেড। অন্যদিকে, এদিন প্রধানমন্ত্রী ফোনে কথা বলেন রাজ্যের BJP নেতা তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে। শুভেন্দুকে বিজয় দশমী ও দশেরার শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। তাঁর জন্য নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী। এদিন সকালে তিনি টুইট করে লেখেন, ' বিজয় দশমী ও দশেরার শুভেচ্ছা জানানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আন্তরিক কৃতজ্ঞ। প্রধানমন্ত্রীকে বিজয়ার প্রথম প্রণাম করতে পেরে ভালো লাগছে। ওঁর উৎসাহ সবসময় অনুপ্রেরণা দেয়।' রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি বাংলার সম্প্রীতির সুর অক্ষুণ্ণ থাকার কামনা করে সকলকে বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়েছেন। এদিন মমতা টুইটে লেখেন, 'মা গো তুমি আবার এসো আলোর খবর নিয়ে, শান্তি-সম্প্রীতি-ঐক্য বাঁচুক বাংলার হৃদয়ে। মা দুর্গার বিদায়বেলায় আজ সবার মন ভারাক্রান্ত। ভুবনমোহিনী মায়ের আশীর্বাদে বাংলায় অক্ষুণ্ণ থাকুক সম্প্রীতির সুর। শুভ বিজয়া দশমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা।'
from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/2YODhzc
Previous article
Next article
Leave Comments
Post a Comment